Electricity Fraud Alert : এই কাজটি না করলে কেটে দেওয়া হবে বিদ্যুৎ সংযোগ, সতর্ক করল পুলিশ, বাড়িতে বিদ্যুৎ সংযোগ থাকলে অবশ্যই দেখুন
Electricity Fraud Alert : বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া সম্পর্কে কি বার্তা দিল কলকাতা পুলিশ? না জানলে পস্তাবেন
যত দিন যাচ্ছে সাইবারক্রাইম থেকে শুরু করে টাকা জালিয়াতির (Electricity Fraud Alert) ঘটনা বেড়েই চলেছে। প্রতিনিয়ত প্রতারণার ফাঁদ হিসেবে উঠে আসছে নতুন নতুন ঘটনা। নতুন ধরনের প্রতারণার ফাঁদের আশ্রয় নিচ্ছে জালিয়াতেরা। না জানলেই সর্বনাশ।
আরও পড়ুন, গাড়ি চাপলেই বমির সমস্যা! এই নিয়মগুলো মানলে পেয়ে যাবেন এই সমস্যার থেকে চির মুক্তি
এর আগেও বহু ব্যাংক গ্রাহকের কাছে এটিএম কার্ড বা পিন নাম্বার চাওয়ার অভিযোগ উঠেছে। সেই তথ্য দিয়ে দিলেই নিমেষের মধ্যে একাউন্ট থেকে টাকা তোলার হওয়ার অভিযোগ উঠেছিল। এবার প্রতারণা (Electricity Fraud Alert) করার অন্য আশ্রয় নিল জালিয়াতেরা।
সম্প্রতি, বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার কোন ম্যাসেজ কি আপনার মোবাইলেও এসেছে? ভয় পাবেন না। এটা প্রতারণার (Electricity Fraud Alert) অন্য একটি ফাঁদও হতে পারে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে অনেক ব্যক্তির কাছেই বিদ্যুৎ বিল জমা না দেওয়ায় বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া সম্পর্কিত মেসেজ এসেছে এবং সেই সমস্যা সমাধানের জন্য মেসেজের একটি নম্বরে কল করতেও বলা হয়েছে।
প্রসঙ্গত, এই সম্পর্কিত একটি পোস্ট (Electricity Fraud Alert) কলকাতা পুলিশ নিজস্ব ফেসবুক পেজে আপলোড করে এবং ক্যাপশনে লেখে, ‘সতর্ক থাকুন। নিচের এসএমএস আপনার মোবাইলেও আসতে পারে, হয়তো পেয়েছেনও অনেকে। এমন মেসেজ ফোনে পেলে তাতে সাড়া দেবেন না, অগ্রাহ্য করুন। অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমাদের সাইবার থানার হোয়াটসঅ্যাপ নম্বর 81007 96519 ।’
এ সম্পর্কিত অন্যান্য সব খবর পেতে হলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি।
Written By Manika Basak.