Economic Investment Ideas – মধ্যবিত্তেরা অল্প অল্প করে কোথায় টাকা রাখলে সব দিক থেকে বেশি লাভবান হবেন?

প্রত্যেকটি মানুষের টাকা উপার্জন করতে গেলে অনেক শ্রম দিতে হয় (Economic Investment Ideas). তাই সবাই চায় তার এই কষ্টের টাকা একটা ভালো জায়গায় বিনিয়োগ করতে। যাতে ভবিষ্যতে জীবন আরও সুন্দর হয়ে ওঠে। নিজেদের উপার্জন করা অর্থ এভাবে বিনিয়োগ করতে পারলে আগামী দিনে একটি ফান্ড গড়ে তোলা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক বর্তমান সময়ে কোথায় কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Economic Investment Ideas – কষ্টের উপার্জন বিনিয়োগ করলেই পাবেন সবচেয়ে ভালো রিটার্ন!

আজকে আমরা এমন ধরণের তিনটি প্ল্যান নিয়ে আলোচনা করবো। প্রথমেই দেখে নেওয়া যাক ফিক্সড ডিপোজিট প্ল্যান।
ফিক্সড ডিপোজিট (FD):-
সাধারণ মানুষের কাছে ফিক্সড ডিপোজিট খুবই জনপ্রিয়। প্রায় সব ধরনের ব্যাঙ্কে রয়েছে এই ফিক্সড ডিপোজিট স্কিম (Economic Investment Ideas)। বিভিন্ন ধরনের ব্যাঙ্কে সুদের পরিমাণ কিছুটা আলাদা হলেও এই স্কিমে বিনিয়োগ করতে পারলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি ব্যাঙ্ক এই ধরনের ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে খুব ভাল সুদ দিয়ে থাকে। ফলে আগামী দিনে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা থেকেই যায়।

বর্তমানে অবশ্য দেশ তথা সারা বিশ্বে চলছে আর্থিক মন্দা। Economic Investment Ideas – হিসেবে আর্থিক বিনিয়োগে বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে এই স্কিমে সুদের হার অনেক কমে গেছে। তবে সম্প্রতি ভারতের রিজার্ভ ব্যাঙ্ক রেপ রেট বাড়িয়েছে অনেকটাই। এর ফলে প্রত্যেক ব্যাঙ্কই এই সুদের হার প্রতিনিয়ত বেরিয়ে চলেছে। ফলে এক্ষেত্রে কিছু অর্থ বিনিয়োগ করাই যায়।

মিউচুয়াল ফান্ড এসআইপি (SIP):-
বর্তমান সময়ে যুব সমাজের কাছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ব্যাপারটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে (Economic Investment Ideas)। কারন এখানে বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। যারা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে সক্ষম তাদের ক্ষেত্রে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (Systematic Investment Plan) খুবই কার্যকরী।

এবারে প্যান কার্ড নিয়ে কেন্দ্রের লাল সতর্কতা। গুরুত্ব না দিলে ব্যাংক একাউন্ট ফাঁকা।

অনেকের মতে অন্য কোথাও বিনিয়োগের থেকে এই এসআইপির (SIP) মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে গেলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে (Economic Investment Ideas)। তাছাড়াও কম সময়ের জন্য মিউচুয়াল ফান্ডের ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়ার যায়। তবে হ্যাঁ এসআইপির ক্ষেত্রে কোনও রিস্ক না থাকলেও এই ধরনের ফান্ডে রিস্ক কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে।

টার্ম ইনস্যুরেন্স (Term Insurance):-
Economic Investment Ideas – এর মধ্যে এটি আমাদের সবার কাছে খুবই পরিচিত একটি নাম। তাই সবার আগে এটি করা খুবই দরকারি। বর্তমান সময়ে বাজারে বিভিন্ন ধরনের টার্ম ইনস্যুরেন্স রয়েছে। নিজেদের প্রয়োজন মতো বেছে নিয়ে সেখানে বিনিয়োগ করা প্রয়োজন। নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমাতে এই প্ল্যান বেশ কার্যকরী।

এককালীন টাকা রেখে সারাজীবন প্রতিমাসে 20000 টাকা পেনশন পান, এই অফার কেউ দেবেনা।

দরকারের সময় এটি খুবই কাজে লাগবে (Economic Investment Ideas)। কম বয়স থেকেই এখানে বিনিয়োগ শুরু করা প্রয়োজন। সেক্ষেত্রে এখানে নিজেদের পরিবারের লোকেদের নমিনি করে বিনিয়োগ শুরু করা যেতে পারে। চাকরিজীবীরা প্রথম থেকেই এখানে বিনিয়োগ করতে পারলে ভবিষ্যতে লাভবান হওয়ার সুবর্ণ সুযোগ থাকে।

এই সকল ক্ষেত্রে বিনিয়োগ শুরু করার আগে সব কিছু ভালভাবে বুঝেশুনে নিজের দায়িত্বে বিনিয়োগ করবেন। আশা করি আমাদের এই প্রতিবেদনটি পড়ে আপনারা অবশ্যই উপকৃত হবেন। এই সম্পর্কিত আরও নতুন নতুন খবর জানতে চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button