সমস্যার জট কাটিয়ে Ration সামগ্রী নিতে লাগবেনা কোন কার্ড, একাজ করলেই ফ্রিতে পাবেন সব রেশন।

মহামারীর সময় থেকেই মানুষের মধ্যে Ration সংক্রান্ত বিষয়টি গুরুত্বের ক্ষেত্রে অন্য মাত্রা পেয়েছে। এই রেশন কার্ড এখন সম্পূর্ণ ডিজিটাল হয়ে গেছে। রেশন সংক্রান্ত বিষয়ে দুর্নীতি এড়াতে কেন্দ্র এবং রাজ্য মিলে যৌথ পদক্ষেপে হচ্ছে সমস্ত রকমের Verification. এর ফলে প্রাপ্য গ্রাহকের কাছেই সঠিক সময়ে পৌঁছে যাবে সরকারী রেশন সামগ্রী। তবে এবারে এই নতুন নিয়মে সুবিধা পেট চলেছেন দেশের সকল গ্রাহক। কিভাবে নেবেন এই বিশেষ সুবিধা তা জানতে দেখতেই হবে আজকের এই প্রতবেদন।  

Ration Card কার্ড ছাড়াই তুলুন রেশন সামগ্রী, নতুন নিয়মে খুশি সকলে।

এবার Ration Card ছাড়াই তুলতে পারবেন রেশন। আপাতভাবে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সরকার একটি বিশেষ ডিজিটাল পদ্ধতি চালু করেছে, যার ফলে আপনার রেশন কার্ড না থাকলেও আপনি বিনামূল্যে রেশনের সুবিধা পেতে পারেন। চলুন জেনে নেওয়া, যাক বিস্তারিত। রেশন কার্ড ছাড়াই রেশন তোলার একটি নতুন প্রকল্প চালু করেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। এই প্রকল্পের আওতায় উত্তরপ্রদেশের প্রতিটি পরিবার একটি করে ইউনিক ফ্যামিলি আইডি পাবে।

ইউনিক ফ্যামিলি আইডি তৈরী হবার ফলে পারিবারিক পরিচয়পত্রের ভিত্তিতে, Ration তুলতে গেলে আর Ration Card – এর প্রয়োজন হবে না। কেবলমাত্র পারিবারিক পরিচয়পত্রের ভিত্তিতে রেশনের সুবিধা পেতে পারবেন গ্রাহকরা। এই আইডির ভিত্তিতে একটি পরিবার সমস্ত রকম সরকারি সুযোগ-সুবিধা পেতে পারবে। এই স্কিমের সবচেয়ে ভালো দিক হলো যদি আপনার রেশন কার্ড ছিঁড়ে যায় বা হারিয়ে যায়, তাহলেও আপনার কোনো চিন্তা করার দরকার নেই। আবার নতুন রেশন কার্ড তৈরি করারও কোনো দরকার নেই।

সাপ্তাহিক রাশিফল (13-19শে ফেব্রুয়ারি, 2023) – মেষ থেকে মীন, পার্ট-2 দেখে নিন।

আপনি যদি উত্তরপ্রদেশের বাসিন্দা হন এবং আপনার পরিবারের একটি ইউনিক আইডি তৈরি করতে চান, তাহলে নীচের ধাপগুলি অনুসরণ করতে হবে। প্রথমে, ইউপি সরকারের ওয়েবসাইট অর্থাৎ (familyid.up.gov.in)- এ যান এবং নিজের যাবতীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন। শেষে এই ফর্মটি জমা করে দিন। ফর্ম জমা করার পরে, আপনাকে একটি পারিবারিক আইডি নম্বর দেওয়া হবে। এই আইডি নম্বরটি আপনার কাছে নিরাপদে রাখুন।

স্বাস্থ্য সাথী কার্ডের নতুন লিস্ট, কে কে পেলেন, আর কি কি সুবিধা পাবেন?

এছাড়া পশ্চিমবঙ্গে রেশন তুলতে গেলে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সাথে থাকলে বা যদি থাকে আধার নাম্বার জানা, তাহলেও আপনি রাশন কার্ড না নিয়েও এই পদ্ধতি ব্যবহার করেই তুলতে পারবেন প্রতি মাসের রেশন। এবার আপনি এই আইডি সহযোগে রেশনের দোকান থেকে বিনামূল্যে বা সস্তা রেশনের সুবিধার সুবিধা নিতে পারেন। পাশাপাশি, এই ১২-সংখ্যার পারিবারিক আইডির সাহায্যে জন্ম শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট বা আয়ের শংসাপত্রের জন্যেও সহজেই আবেদন করতে পারবেন।
Written by Parna Banerjee.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button