E Shram Card: কেন্দ্রীয় সরকারের এই কার্ড থাকলেই মাসে মাসে পাবেন 3000 টাকা পেনশন। কিভাবে? দেখে নিন

E Shram Card Application 2025

কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের স্বার্থে চালু করেছেন ই শ্রম কার্ড (E Shram Card) প্রকল্প। যে প্রকল্পের দ্বারা মাসে মাসে মিলবে ৩০০০ টাকা পেনশন। আবেদন করলে আপনিও বাড়ি বসে পেনশন পাবেন তবে তার জন্য কিছু নিয়ম আপনাকে মানতে হবে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন কোন নিয়মের কথা বলা হচ্ছে। আসুন তবে ই-শ্রম কার্ডের নিয়মগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

E Shram Card In India 2025

সরকারি চাকরিজীবীরা অবসর গ্রহণের পর প্রতি মাসে মাসে পেনশন পান। বাড়ি বসে সেই পেনশন পান তাঁরা। তাই বয়স্ক জীবনে বা অবসর জীবনে তাঁদের কোনো অসুবিধা হয় না। নির্বিঘ্নে জীবন যাপন করতে পারেন। তবে অন্যান্য ক্ষেত্রের যেমন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা কিন্তু অবসর জীবনে কোনো সুবিধা পান না। এবার তাঁরা যাতে পেনশন

পেতে পারেন, তার জন্য কেন্দ্রীয় সরকার (Central Government) মাসে মাসে পেনশনের ব্যবস্থা করেছে ই-শ্রম কার্ড স্কিমের দ্বারা। তবে এর সুবিধা পেতে কিছু বিষয় আপনার জানা জরুরী। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) এই প্রকল্পে সুবিধা পাচ্ছেন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। তাঁরা বিভিন্ন সুবিধা, যেমন পেনশন এবং দুর্ঘটনা বীমার সুযোগ পেয়ে থাকেন। এখনো পর্যন্ত প্রায় ২০ কোটি শ্রমিক এই প্রকল্পে নিজেদের নামগুলি নিবন্ধিত করেছেন।

এই ই শ্রম কার্ড একটি জাতীয় ডেটাবেসের অংশ যা প্রধানত পরিচালিত হয় শ্রম মন্ত্রণালয় দ্বারা। ই-শ্রম কার্ড দেশের অসংগঠিত শ্রমিকদের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে। প্রধানত যাঁদের নির্দিষ্ট আয়ের উৎস নেই, যাতে একটি নির্দিষ্ট জীবনে তাঁরা নির্বিঘ্নে থাকতে পারেন।

10000 টাকা পাবেন দরকার হলেই। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা ঋণ অনলাইনে আবেদন করুন

E Shram Card Eligibility 2025

ই-শ্রম কার্ডের সুবিধা পাওয়ার জন্য আপনাকে কিছু নিয়ম মানতে হবে। কোন কোন যোগ্যতা লাগবে? আসুন দেখে নেওয়া যাক।

  1. আবেদনকারীর বয়স হতে হবে ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে।
  2. আবেদনকারীর যেন আয়ের স্থায়ী কোনো উৎস না থাকে। শুধুমাত্র তাঁরাই এই কার্ডের জন্য আবেদন করার সুযোগ পাবেন।
  3. যারা আয়কর দিয়ে থাকেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
  4. এই প্রকল্পের সুবিধা পেতে হলে উক্ত আবেদনকারী EPFO বা ESIC সদস্য হতে পারবেন না।

বাংলা আবাস যোজনায় আরো ১ লক্ষ বাড়ি দিচ্ছে। আবাস যোজনা ঘরের লিস্ট ও ঘরের টাকা পেতে কি করবেন?

E-Shram Card Application

  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  2. New Registration অপশনে ক্লিক করুন।
  3. এবার ‘Registration on E Labour’ নির্বাচন করে নিতে হবে।
  4. এবার আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর প্রবেশ করাতে হবে আর ওটিপি দিয়ে যাচাই করতে হবে।
  5. এবার নিজের ব্যক্তিগত ও ব্যাংকের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে নিন ও আপনার অ্যাপ্লিকেশন জমা করুন।

Related Articles

Back to top button