E-Shram Card: দেশবাসীর প্রয়োজনে 2 লাখ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিভাবে আবেদন করবেন ই-শ্রম কার্ডে? জেনে নিন

Central Government E-Shram Card Application

দেশের সরকার সাধারণ মানুষের জন্য যে প্রকল্পগুলি চালু করেছিলেন তার মধ্যে একটি ই-শ্রম কার্ড (E-Shram Card). এই কার্ড থাকলেই কেন্দ্র আপনাকে ২ লাখ টাকার আর্থিক সাহায্য করবে। এমনিতেই সরকারের তরফে বেশ কিছু প্রকল্পে আর্থিক সাহায্য পান দেশবাসী। তারই মধ্যে যে প্রকল্পের কথা অবশ্যই উল্লেখ করতে হয় তা হল ই-শ্রম কার্ড। আজকের প্রতিবেদনে আলোচনা করে নেব, কিভাবে ই-শ্রম কার্ড থাকলে আপনি সরকারের কাছ থেকে দুই লাখ টাকা পাবেন। এই প্রকল্পের আবেদন যোগ্যতা ও আবেদন পদ্ধতির সম্পর্কে আপনার আগের থেকেই ডিটেলস জানা দরকার।

What Is E-Shram Card?

দেশের সরকার (Central Government) অংসগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সুবিধার জন্য কিছু বিশেষ প্রকল্প আছে চালু করেছে। শ্রমিকরা ৬০ বছর বয়সের পরেও সেখান থেকে সুবিধা পেতে পারবেন। আর্থিক সুবিধা এবং সুরক্ষার গ্যারান্টি দেয় কেন্দ্রীয় সরকার। সুবিধা পাওয়ার জন্য জন্য শ্রমিকদের আবেদন করতে হয় কেন্দ্রীয় সরকারের স্কিম ই-শ্রম যোজনায় (E-Shram Yojana)। এই সঙ্গেই এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হল বিভিন্ন ক্ষেত্রের যত অংসগঠিত শ্রমিক বা কর্মী (Unorganised Employees) আছেন তাদের তালিকা করা।

E-Shram Card Benifits

কেন্দ্রীয় সরকারের ই-শ্রম কার্ড যোজনা বেশ জনপ্রিয় একটি প্রকল্প। ২০২১ সালের অগাস্ট মাসে শুরু হয়েছে এই প্রকল্প। এই প্রকল্পে যারা আবেদনকারী তারা ৬০ বছর হয়ে গেলে নিয়মিত পেনশন পাবেন। এই প্রকল্পের সুবিধা দেওয়া হয় প্রধানত নথিভুক্ত অংসগঠিত কর্মীদের। এছাড়াও যদি কেউ মারা যান অথবা শারীরিকভাবে অক্ষম হন, তাহলে ওই পরিবার পায় আর্থিক সুরক্ষা। সেই সঙ্গে পাওয়া যায় UAN নম্বর-সহ আরও কিছু সুবিধাও।

যদি রেশন কার্ডের সঙ্গে E-Shram Card লিঙ্ক করা থাকে, তাহলে অন্য রাজ্যেও মেলে এর সুবিধা। যে সকল ব্যক্তিদের এই কার্ড থাকবে তারা মাসে পাবেন ৫০০ থেকে ১০০০ টাকা। যদি ওই কার্ড হোল্ডার শারীরিকভাবে অক্ষম হন, তাহলে ১ লাখ টাকা পাবেন আর যদি কেউ মারা যান তবে দুই লাখ টাকার Death Insurance পাওয়া যায়। সেই সঙ্গে ব্যক্তির পরিবারের শিশুদের বিনামূল্যে বাই-সাইকেল ও সেলাই মেশিন ইত্যাদি দেওয়া হয়।

E-Shram Card Eligibility

ই-শ্রম কার্ড প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক (Union Minister of Labour)। এখানে আবেদন করতে পারবেন ১৬ থেকে ৫৯ বছর বয়সীরা। এই প্রকল্পের সুবিধার জন্য আপনি আবেদন করতে পারবেন অনলাইনে ও অফলাইনে। আর তার জন্য একটি পোর্টাল চালু করা হয়েছে। পোর্টালে গিয়ে আপনাকে আবেদন করতে হবে সুবিধা পাওয়ায় জন্য। আপনি যদি এই কার্ডের জন্য আবেদন করতে চান, তাহলে আপনার লাগবে আধার কার্ড, আর Aadhar Card-র সঙ্গে লিঙ্ক করা আছে এমন মোবাইল নম্বর। এছাড়াও লাগবে ব্যাঙ্ক আক্যাউন্ট-এর যাবতীয় তথ্য। যারা ই-শ্রম আবেদন করবেন তাদের হতে হবে অংসগঠিত শ্রমিক। তবে যারা আয়কর দেন, অথবা যাদের নাম EPFO ও ESIC-র জন্য নথিভুক্ত তারা এই সুবিধা কিন্তু পাবেন না।

জরুরীভিত্তিতে টাকা দিচ্ছে সরকার। টাকার প্রয়োজন হলেই এইভাবে আবেদন করুন

E-Shram Card Application

ই-শ্রম কার্ডের জন্য কোনো ব্যক্তি অনলাইনে ছাড়াও কেউ নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা (CSC)-তে গিয়েও আবেদন করতে পারেন। যদি অনলাইনে আবেদন করতে চান, তাহলে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করে নিন। আপনার নির্দিষ্ট মোবাইল নম্বরে আসবে ওটিপি। নম্বর দেওয়ার পরেই রেজিস্ট্রেশন করার বাকি পদ্ধতি সম্পূর্ণ করা যাবে। সেখানে উল্লেখ করতে হবে আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ। ব্যক্তি কোন ক্ষেত্রে কাজ করেন সেই সকল তথ্য উল্লেখ করতে হবে। সেই সঙ্গে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিন ও ‘সাবমিট’ করুন আপনার আবেদন। তারপরে আপনি সেখানেই দেখে নিয়ে পারবেন যে e-Shram Card  ডাউনলোড করার অপশন। ডাউনলোড করার সময়েও OTP চাওয়া হবে। আর সেটা দেওয়ার পরেই ডাউনলোড করা যাবে কার্ড।

Related Articles

Back to top button