Durga Puja Weather Update – দুর্গাপুজোর সময় কেমন থাকবে আবহাওয়া? কোন দিন বৃষ্টি, কোন দিন রোদ্দুর, জানিয়ে দিলো আবহাওয়া দপ্তর।
Durga Puja Weather Update 2023
আর হাতেগোনা মাত্র কদিন। তারপরেই আসতে চলেছে বাঙালির প্রিয় দুর্গোৎসব। আবাল বৃদ্ধ বণিতা সকলে মেতে উঠতে চলেছেন আনন্দে হুল্লোরে। সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে পূজোর প্রস্তুতি এখন তুঙ্গে। সবার এখন অপেক্ষা, কবে দুর্গাপুজোর এই শুভক্ষণ আসবে। বছরে এমনি দিনগুলিতে যেমন তেমন, কিন্তু এই পূজোর সময় টুকু যাতে আনন্দে কাটে সেই কামনাই করেন সকল মানুষ।
Durga Puja Weather Update rain or not
যার যেমন ক্ষমতা সে সেইভাবেই চায় এই দিনগুলিতে আনন্দে থাকতে। তাই পুজোর সময়ে আনন্দে যাতে কোন বাধা সৃষ্টি না হয়, সেটাই চান রাজ্যের মানুষ। এই সময়ে অনেকেরই নজর থাকে আবহাওয়ার আপডেটের (Durga Puja Weather Update) ওপর। কারণ বছরের অন্যান্য সময় বৃষ্টিপাত ঘটুক বা না ঘটুক পুজোর সময় প্রতিবছরই লেগে থাকে বৃষ্টি। তাই এই সময়টি এলেই বঙ্গবাসী জানতে উৎসুক হয়ে থাকেন কেমন কাটতে চলেছে পুজোর সময় রাজ্যের আবহাওয়া।
এই বছরও মানুষের মনে একটাই দন্ধ সৃষ্টি হচ্ছে, পুজোর সময় কি আবহাওয়া মনোরম থাকবে নাকি বৃষ্টিতে ভাসবে বাংলা? এ বছর দুর্গোৎসবের সময়কালীন আবহাওয়ার ব্যাপারে আপডেট জানিয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তর। মাত্র কয়েকদিন আগেই আলিপুর আবহাওয়া অফিসের (Durga Puja Weather Update) তরফ থেকে দুর্গাপুজো ওয়েদার আপডেট (Durga Puja Weather Update) জারি করা হয়েছে রাজ্যে। সেই ওয়েদার আপডেটের (Weather Update) তালিকায় রয়েছে আগামী দুর্গাপুজোর আবহাওয়ার উল্লেখও। দেখে নেওয়া যাক কি জানানো হল আবহাওয়া দপ্তরের চার্টে।
পুজো উপলক্ষ্যে ফ্রি করে দিলো AirTel. জলের দামে মোবাইল রিচার্জ।
পুজোর সময় রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? এ ব্যাপারে ইতি মধ্যেই জানিয়ে দিয়েছে রাজ্যের হাওয়া অফিস। তাদের অনুমান (Durga Puja Weather Update) অনুযায়ী, এবছর দুর্গাপুজোয় বৃষ্টিতে তেমন কোনো চাপের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে। এখনো পর্যন্ত আবহাওয়া যেরকম যাচ্ছে তাতে মনে হয় পুজোর সময় হালকা বা বিক্ষিপ্ত রকমের বৃষ্টিপাত হবে রাজ্যের বিভিন্ন স্থানে। তবে ভারী অথবা মাঝারি ধরনের কোন বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না এই সময়।
যদিও আগামীকালে আবহাওয়ার কি পরিবর্তন আসবে সে বিষয়ে যথেষ্ট চিন্তিত বিশেষজ্ঞরা।
অন্যদিকে আবহাওয়া দপ্তরের (Durga Puja Weather Update) তরফে এটিও জানানো হয়েছে যে পুজোর সময় রৌদ্রজ্জ্বল আবহাওয়া হয়তো মিলবে না রাজ্যে। শরতের নীল আকাশ দেখা যাবে না শারদ উৎসবের সময়। তবে কখনো সখনো মেঘ কেটে গেলে রোদ দিতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন, পোষ্ট অফিসের এই স্কিমে 500 জমা করে পাবেন 30 লক্ষ টাকা রিটার্ন
ইতস্তত বৃষ্টিপাত হওয়ার কারণে আবহাওয়ায় জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। ফলে আর্দ্রতা এবং উষ্ণতা জনিত একটি অস্বস্তি বোধ হতে পারে মানুষের। যাইহোক আবহাওয়া দপ্তরের এই ঘোষণার পর অনেক মানুষই চিন্তামুক্ত হয়েছেন যে পুজোর সময় বৃষ্টিতে ভাসমান অবস্থা অন্তত হবে না পশ্চিমবঙ্গে। পুজোর সময়টুকু মোটামুটি আনন্দেই কাটতে চলেছে তাদের।
Written by Nabadip Saha.