Post Office Investment Scheme – পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলেই চক্রবৃদ্ধি হারে দ্বিগুণ অর্থ মিলবে।

Post Office Investment Scheme – জেনে নিন সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ।

আজকের বাজারে যেভাবে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি (Post Office Investment Scheme) হয়ে চলেছে সেদিক থেকে দেখতে গেলে সঞ্চয় না করলে অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলা দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। আর তাই সকলেই চান বিনিয়োগের মাধ্যমে সঞ্চয় করতে। আর এই কষ্টের সঞ্চয় যাতে অবশ্যই নিরাপদ হয় এবং মেয়াদ শেষে যাতে অধিক রিটার্ন মেলে সবাই সেদিকেই বেশি লক্ষ্য রাখেন।

অন্যান্য ব্যাংক অথবা বীমা সংস্থার তুলনায় পোস্ট অফিসে বিনিয়োগ করলে (Post Office Investment Scheme) যে অধিক পরিমাণ রিটার্ন মিলে একথা সবাই জানেন। আজ পোস্ট অফিসের এমন একটি প্রকল্পের কথা আলোচনা করতে চলেছি যেটিতে সুদ মিলবে চক্রবৃদ্ধি হারে। বহু বছর ধরে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি চালু রেখেছে সাধারণ মানুষের জন্য।

স্কিমটির নাম- কিষাণ বিকাশ পত্র (KVP)।
স্কিমটির মেয়াদ কত? (Post Office Investment Scheme)
কিষাণ বিকাশ পত্র মেয়াদপূর্তি হয় ১২৪ মাসে অর্থাৎ ১০ বছর ৪ মাসে।
বিনিয়োগের পরিমাণ কত?
পোস্ট অফিসের এই স্ক্রিনে খাতা খুলতে নূন্যতম ১ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। তবে বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়নি।

Paytm Phonepe দিয়ে মোবাইল রিচার্জ করছেন, অ্যাকাউন্ট ফাঁকা সতর্কতা দিলো RBI, দেখুন কিভাবে বাঁচবেন

সুদের পরিমাণ কত? (Post Office Investment Scheme)
এই স্কিনে ৬.৯ শতাংশ হারে পাওয়া যায় সুদ। বিনিয়োগকারীরা যে পরিমাণ অর্থই বিনিয়োগ করুন না কেন ১০ বছর ৪ মাসে তা হয়ে যায় দ্বিগুণ।
বিনিয়োগকারীরা কত টাকার শংসাপত্র কিনতে পারবেন?
কিষান বিকাশ পত্র স্কিমে রয়েছে শংসাপত্র কেনার নিয়ম। এক্ষেত্রে বিনিয়োগকারীরা ১ হাজার, ৫ হাজার, ১০ হাজার কিংবা ৫০ হাজার টাকার কিষান বিকাশ পত্র শংসাপত্র বা সার্টিফিকেট চিনতে পারবেন।

সারা ভারত জুড়ে সমস্ত জায়গার পোস্ট অফিসে চালু রয়েছে এই স্কিমটি। শুধু তাই নয়, মেয়াদ শেষের পর যেমন সরাসরি কোন ঝঞ্ঝাট ছাড়া পোস্ট অফিস থেকে বিনিয়োগকারীরা টাকা পেয়ে যাবেন। তেমনি মেয়াদপূর্তির আগে যদি কোন রকম আপাতকালীন পরিস্থিতিতে টাকার প্রয়োজন হয় তাও পাওয়া যাবে সহজে। (Post Office Investment Scheme)

প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

ATM Withdrawal Limit এর নিয়ম বদল, এবার থেকে মাসে কতবার ATM থেকে ফ্রিতে টাকা তোলা যাবে, তার বেশি হলে কত চার্জ লাগবে?

বিনামূল্যে পাওয়া যাবে LPG গ্যাস সিলিন্ডার, বিশদে জানুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button