Dollar to INR: নতুন বছরে উলটপূরণ! ডলারের নিরিখে দাম বাড়লো টাকার। কতটা লাভ হবে আপনার?
INR logged it's biggest one day gain in more than a month
ডলারের নিরিখে টাকার দামে (Dollar to INR) সাধারণত পার্থক্য দেখা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয় মুদ্রার (INR) তুলনায় ডলারের (Dollar) দাম বেশি থাকায় সাধারণ মানুষ তার দ্বারা প্রভাবিত হয়। তবে নতুন বছরের শুরুতে চোখে পড়ছে উলটপূরণ। ডলারের নিরিখে দাম বাড়ল টাকার। সেক্ষেত্রে এর দ্বারা কতটা লাভ হবে সাধারণ মানুষের? সেক্ষেত্রে আসুন আজকের এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Dollar to INR নতুন বছরের আপডেট
নতুন বছরের শুরুতে দেখা যাচ্ছে নতুন ছবি। এদিন মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়াল ভারতীয় মুদ্রা তথা টাকার দাম। এদিন সকালের লেনদেন থেকে স্পষ্ট যে, ডলারের সাপেক্ষে টাকার দর বৃদ্ধি পেয়েছে। আগের চিত্র থেকে দেখা যাচ্ছে যে, গত বছরের নভেম্বর মাসের পর এক দিনের মধ্যে টাকার দাম সবচেয়ে শক্তিশালী হয়েছে। তাই বলছে চলতি বাজারের খবর। বর্তমানে ডলারের নিরিখে টাকার দাম স্থির হয়েছে ০.১ শতাংশ বেড়ে ৮৫.৭২ টাকায়।
সেখানে, এই সপ্তাহের প্রথম দিন সোমবার দিনে ডলারের নিরিখে টাকার দর দেখা যাচ্ছিল ৮৫.৭৭ টাকা। সেই তুলনায় ডলারের দাম পড়েছে প্রায় ০.৩ শতাংশ। সেই তুলনায় এশিয়ার দেশগুলির আঞ্চলিক মুদ্রার দর কিছুতে বেড়েছে। সেক্ষেত্রে, ০.২ থেকে ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে।
এদিকে, আঞ্চলিক মুদ্রার দর বাড়ার ফলে খুব স্বাভাবিকভাবে সুফলই ভোগ করেছে ভারতীয় মুদ্রা। সেক্ষেত্রে, বিদেশি ব্যাঙ্কগুলি ডলার বিক্রির ফলেও ভারতীয় টাকার মূল্যবৃদ্ধি হয়েছে। এমন মনে করা হচ্ছে। বিশেষ করে দুটি বড় বিদেশি ব্যাঙ্ক থেকে ডলার বিক্রিও টাকার দরকে বর্তমানে চাঙ্গা করতে সাহায্য করেছে। এমনটাই উল্লেখ করছেন ব্যবসায়ীদের একাংশ।
টাকা জমানোর গোপন টিপস। মাসে কত টাকা সঞ্চয় করলে আপনি বড়লোক হতে পারবেন? জেনে রাখুন সিক্রেট
গত বছর অর্থাৎ ২০২৪ সালের শেষ দিনেও টাকা তলানিতে চলে যায়। তবে নতুন বছরেও টাকার দরে খুব একটা হেরফের হয়নি। এই বিষয় নিয়ে বিশেষজ্ঞদের ব্যাখ্যা ছিল যে, আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভ মূলত প্রত্যাশার তুলনায় রক্ষণশীল পদক্ষেপ করায়, ভারতীয় অর্থনীতির বিভিন্ন মাপকাঠিতে দেখা যায় শ্লথতা। তবে এও মনে করা হয়, লক্ষণ স্পষ্ট হওয়ায় নতুন বছরেও নাকি ভারতীয় অর্থ অর্থাৎ টাকা দুর্বল থাকবে। অনেকেই মনে করছেন যে, ভারতীয় মুদ্রা-সহ এশিয়ার দেশগুলির আঞ্চলিক মুদ্রার দর বৃদ্ধির পিছনে বেশ কিছু কারণ আছে। প্রসঙ্গত উল্লেখ্য, অনেকে এও আশা করছেন যে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য শুল্ক নীতি এবার আর তেমনভাবে আক্রমণাত্মক হবে না।