DM Office Recruitment 2022 : ডিএম অফিসে ইন্টাভিউয়ের মাধ্যমে সরাসরি বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, জানুন কারা করতে পারবেন আবেদন

DM Office Recruitment 2022 : মাধ্যামিক পাশে  ডিএম অফিসে কর্মী নিয়োগ,  জানুন আবেদনের শেষ তারিখ

সংসার চালাতে হোক কিংবা নিজস্ব শখ আহ্লাদ পূরন করতে, সকল ক্ষেত্রেই রোজগার করা প্রয়োজন। যে সকল চাকুরি প্রার্থীরা (DM Office Recruitment 2022) সরকারি চাকরির সন্ধান করছেন তাদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গে ডিএম অফিসে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন, মাধ্যমিক পাশে BDO অফিসে কয়েকশো স্থায়ী কর্মী নিয়োগ, এটাই শেষ সুযোগ

ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনকারীকে (DM Office Recruitment 2022) অবশ্যই পশ্চিমবঙ্গের জেলার বাসিন্দা হতে হবে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে জানতে হলে অবশ্যই পড়তে হবে সম্পূর্ন খবরটি।

নিয়োগ পদের নাম- গ্রুপ সি এবং গ্রুপ ডি
১) গ্রুপ সি ক্লার্ক পদের জন্য বিস্তারিত বিবরণ-
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে এই পদে আবেদন করতে হলে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

বয়স সীমা – আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে ২১ এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন প্রক্রিয়া – এই পদে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমেই আবেদন করা সম্ভব হবে। আবেদনকারীকে (DM Office Recruitment 2022) আবেদনপত্রটি পূরন করে, তার সাথে প্রয়োজনীয় নথিপত্র সেল্ফ অ্যাটেস্টেড করে, তারপর সকল কিছু একসাথে করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা DM অফিসের নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

নিয়োগ পদ্ধতি – এই পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষাদিতে হবে। তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
বেতন – এই পদে কর্মরত ব্যক্তিদের প্রতি মাসে বেতন ১৪,৭৭০ টাকা।
আবেদনপত্র জমা করার ঠিকানা- District Magistrate, Uttar Dinajpur, District Social Welfare Section, Office of the District Magistrate, Uttar Dinajpur, Raiganj at Karnajora,Pin- 733130.

আবেদনের শেষ তারিখ – ৬ মে, ২০২২
২) গ্রুপ ডি পদের জন্য বিস্তারিত বিবরণ –
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে এই পদে আবেদন করতে হলে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ করলেই হবে।
বয়স সীমা – আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে ২১ এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন প্রক্রিয়া – এই পদের জন্য আবেদনকারীকে আগে থেক কোনপ্রকার আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে এবং ইন্টারভিউতে (DM Office Recruitment 2022) সিলেক্টেড হলেই চাকরি পাওয়া যাবে।
ইন্টারভিউয়ের তারিখ – এই পদে আবেদনকারীদের ৩০ এপ্রিল, ২০২২ তারিখে সরাসরি নির্দিষ্ট সঠিকানায় ইন্টারভিউ দিতে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ দেওয়ার ঠিকানা –  Multipurpose Meeling Hall. Karnajora, Uttar Dinajpur.
বেতন – এই পদে কর্মীদের প্রতি মাসে বেতন ৭,০০০ টাকা।

ইন্টারভিউ দেওয়ার দিন যে সকল নথিপত্র নিয়ে যেতে হবে ও গ্রুপ সি পদের জন্য আবেদনপত্রের সঙ্গে যে সকল নথিপত্র জমা দিতে হবে, তা নিচে বলা হল। এছাড়া ইন্টারভিউ (DM Office Recruitment 2022) দেওয়ার দিন নিচের দেওয়া নথিপত্রগুলির অরিজিনাল কপি, জেরক্স কপি সঙ্গে করে নির্দিষ্ট ঠিকানায় নিয়ে যেতে হবে। গ্রুপ সি পদের জন্য নিচের দেওয়া নথিপত্রগুলি সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট
২) আবেদনের ফর্ম
৩) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
৪) ভোটার কার্ড বা আধার কার্ড
৫) জাতিগত শংসাপত্র ( যদি থাকে )
৬) পাসপোর্ট সাইজের ফটোকপি
আরও বিশদে জানতে হলে নিচে অফিসিয়াল নোটিশ এবং অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, তা থেকে দেখে নিতে পারা যাবে।

গ্রুপ সি -এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন – http://uttardinajpur.nic.in/advertise/BenchClerk_notification_401.pdf
গ্রুপ ডি – এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন –
http://uttardinajpur.nic.in/advertise/Orderly_notification_397.pdf
অফিসিয়াল ওয়েবসাইট –
http://uttardinajpur.nic.in/
এই সম্পর্কিত অন্যান্য খবর পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না
Written by Manika Basak.

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের ১১ টি সরকারী স্কুলে প্রচুর শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ, আগামী সপ্তাহে ইন্টারভিউ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button