Diwali Bonus Scheme 2024

রাজ্যবাসীর জন্য বড় সিদ্ধান্ত নিল সরকার। মাঝে মধ্যেই সাধারণ মানুষের জন্য সরকার নেয় নানান ধরনের প্রকল্পের সিদ্ধান্ত (Scheme). দুর্গাপূজার সময় অনেক জায়গায় বোনাস দেওয়া হয়েছে। দীপাবলির ক্ষেত্রেও বা বাদ যায় কেন? তাই এবার রাজ্য সরকার দীপাবলির বোনাস (Diwali Bonus) পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। তাই সবার অ্যাকাউন্টে ঢুকবে টাকা

চলতি মাসে সবার অ্যাকাউন্টে সরকার টাকা পাঠাচ্ছে। তিন হাজার টাকা করে পাঠানো হচ্ছে সকলের ব্যাংক অ্যাকাউন্টে। আপনিও বুঝি পেতে চান দীপাবলির বোনাস? তাহলে আজকের এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নেবেন। আজকের এই প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আপনিও যদি দীপাবলির বোনাস পেতে চান, তাহলে বিস্তারিত জানুন।

Diwali Bonus Scheme 2024

আসন্ন দীপাবলির আগেই রাজ্য সরকার নিল গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত। দীপাবলির বোনাস এবার ঘোষণা করল সরকার (Diwali Bonus). মহিলা দের জন্য দীপাবলির বোনাস ঘোষণা করেছে সরকার। আপনি ভাবছেন কিভাবে দেওয়া হচ্ছে দীপাবলির বোনাস? আসলে, এই সুবিধা পাবেন সেই সেই মহিলারা যারা লড়কি বহেন যোজনার সুবিধাভোগী। যারা নিয়মিত এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাঁরাই এই নতুন দিওয়ালি বোনাসের প্রোগ্রাম 2024-এর অংশ হতে পারবেন।

যখন, যে সকল মহিলারা চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়ার জন্য নির্বাচিত হবেন, সেই সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে ৩০০০ টাকা। রাজ্যের সরকার দীপাবলি বোনাস হিসাবে, লড়কি বহেন যোজনার অক্টোবর এবং নভেম্বরের অগ্রিম কিস্তি প্রদান করতে চলেছে। বসবাসকারী 94,000 জনেরও বেশি মহিলা সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে উল্লিখিত পরিমাণ অর্থ। রাজ্য সরকার এই অর্থ স্থানান্তর করবে।

লক্ষ্মীপুজোয় মহিলাদের জন্য নতুন প্রকল্প। আবেদন করলেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! জেনে নিন বিস্তারিত

এই প্রসঙ্গে রাজ্য সরকারের ভাবনা, সরকারের কাছ থেকে প্রাপ্ত নির্দেশাবলী অনুসরণ করে, সকল কর্মকর্তারা রাজ্যবাসী মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য আরম্ভ করেছেন দীপাবলি বোনাস প্রোগ্রাম। এর মাধ্যমে রাজ্যের বসবাস কারী মহিলারা দীপাবলির কেনাকাটা করতে পারবেন। অর্থাৎ যোগ্য মহিলারা দীপাবলির আগে এবার পেয়ে যাবেন 1500 টাকার পরিবর্তে 3000 টাকা। রাজ্যের সরকার উদ্যোগের নাম দিয়েছে দীপাবলি উপহার।

দীপাবলির বোনাস পাওয়ার শর্তাবলীগুলি কী কী

রাজ্যে বসবাসকারী মহিলারা যারা লড়কি বহেন যোজনার সুবিধা‌ভোগী মহিলারা এবার একসঙ্গে পাবেন দুই মাসের কিস্তির টাকা। আর এটাকেই বলা হচ্ছে, সরকারি তরফে দীপাবলি বোনাস। আপনিও যদি পেতে চান এই দীপাবলির বোনাস, তাহলে আপনাকে কি কি শর্ত মানতে হবে? আসুন এই বিষয়ে বিস্তারিত জানা যাক। ‌

  • লাড়কি বেহেন যোজনা স্কিমের জন্য নিবন্ধিত মহিলারাই কেবলমাত্র সুবিধা পাবেন।
  • প্রকল্পটি প্রধানত রাজ্যের গরিব মহিলাদের জন্য।
  • এই প্রকল্পের আবেদনকারীকে অবশ্যই নির্দিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • এই প্রকল্পের মহিলা আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৬৫ বছর এর মধ্যে।
  • প্রকল্পে আবেদন করতে পারবেন সকল বিবাহিত, অবিবাহিত, পরিত্যক্ত, ডিভোর্স প্রাপ্ত এবং নিঃস্ব মহিলারা।
  • এই প্রকল্পের জন্য আবেদনকারীর নামে ব্যাঙ্কে অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
  • এই প্রকল্পের প্রত্যেক আবেদনকারীর পারিবারিক আয় হতে হবে ২.৫ লাখ টাকার মধ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রতিবেদনে উল্লেখ হওয়া লাড়কি বেহেন যোজনা প্রকল্পের সুবিধা পাবেন মধ্যপ্রদেশে বসবাসকারী মহিলারা। দীপাবলির বোনাস তাই পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য নয়। মধ্যপ্রদেশের লাডলি বহেন যোজনার আদলে অপর একটি রাজ্য মহারাষ্ট্রেও মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহেন যোজনা শুরু হয়েছে। এই প্রকল্পের অধীনে থাকা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানা যাচ্ছে।