Digital Birth Certificate – বাধ্যতামূলক হলো ডিজিটাল বার্থ সার্টিফিকেট, সবাইকে আপডেট করতে হবে, নতুন আইন।
সবাইকে Digital Birth Certificate কার্ড তৈরির নির্দেশ।
প্যান, আধার, নোট বাতিলের পর এবার বার্থ সার্টিফিকেট তথা Digital Birth Certificate নিয়ে ময়দানে নেমে পড়ল মোদি সরকার। নিয়ে এলো নতুন নিয়ম। পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশনে এই নতুন বিল পেশ করা হয়েছে। আর এই নতুন নিয়ম আসতেই চালু হতে চলেছে দেশজুড়ে আরেক নয়া সিস্টেম। মোদি সরকারের কল্যাণে এবার PAN, Aadhaar, Voter Card-এর বদলে একমাত্র গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ডকুমেন্ট হতে চলেছে বার্থ সার্টিফিকেট (Digital Birth Certificate).
এতদিন পর্যন্ত যাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই, সেই সমস্ত মানুষ আধার (Aadhaar Card), ভোটার (Voter Card), প্যান (Pan Card), রেশন কার্ড (Ration Card) সহ বিভিন্ন ধরনের পরিচয় পত্র জমা দিয়ে সরকারি এবং বেসরকারি যাবতীয় কাজ সম্পন্ন করতেন। এবার সংসদে নতুন নিয়মে মোদি সরকার ঘোষণা করতে চলেছে, দেশের মানুষের পরিচয়পত্র প্রদানের ক্ষেত্রে একাধিক ডকুমেন্টস আর নয়, একটি মাত্র ডকুমেন্টসকে গুরুত্ব দেওয়া হবে, সেটি হল Digital Birth Certificate.
তবে এবার বার্থ সার্টিফিকেট আবার নতুন আঙ্গিকে নিয়ে আসা হচ্ছে। হতে চলেছে ডিজিটাল কার্ড (Digital Birth Certificate)
দেশজুড়ে মূল্যবৃদ্ধির দিকে লক্ষ্য না থাকুক, কর্মসংস্থানের দিকে নজর না দেওয়া হোক, একের পর এক নতুন নতুন কার্ড তৈরির ঘোষণা করেই চলেছে মোদি সরকার। সংসদের উভয়কক্ষে লোকসভা এবং রাজ্যসভায় পেশ করা হয়েছে Registration of Birth and Death Amendment Bill 2023.
আর এই বিল পেশের মাধ্যমে কেন্দ্রীয় সরকার আগামী দিনে শুধুমাত্র বার্থ সার্টিফিকেটকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের আওতায় থাকা Civil Registration System-এ সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিয়মিত সেখানকার জন্ম এবং মৃত্যুর তথ্য দাখিল করতে হবে। জন্মের ৩০ দিনের মধ্যেই বার্থ সার্টিফিকেট যোগাড় করে নিতে হবে।
আরও পড়ুন, মাত্র 10 হাজার টাকা জমিয়ে সারা জীবন প্রতিমাসে পান 17 হাজার টাকা।
এখন থেকে DM, SDM সহ বিভিন্ন আধিকারিকরা বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশনের ক্ষমতা পাবেন। ১৯৬৯ সালের পর জন্ম ও মৃত্যু নিবন্ধনকরণ আইনে এই প্রথম পরিবর্তন নিয়ে আসা হলো।
বার্থ সার্টিফিকেট ডিজিটাল কার্ড হিসেবে চালু হলে যে সমস্ত কাজগুলি করা যাবে।
- স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি।
- আধার ভোটার প্যান রেশন কার্ড তৈরিতে কাজে লাগবে।
- সরকারি এবং বেসরকারি যাবতীয় কাজ এই ডিজিটাল কার্ড দিয়ে করা যাবে।
- Passport করতে বাধ্যতামূলক হয়েছে Digital Birth Certificate.
আরও পড়ুন, আধার কার্ড থাকলেই 3 লাখ টাকা দিচ্ছে সরকার, কিভাবে পাবেন? সঠিক জেনে নিন।
এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন।
এই ধরনের আপডেট পেতে সুখবর বাংলা ফলো করুন।
প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সংক্রান্ত আরও তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
Namaskar,
Thik acha jadar birth certificate nai tara ki korbay jamon amar E nai harea gacha. Modi babu ai bapara kichu nischit koranni apni korla valo hoto. Certificate ar jonno ami pan aadhar link kortay parchi PM JONAB
DHONNOBAD
ভারতে জন্ম অনেক আগেকার দিনের মানুষেরা যাদের Birth Certificate নেই সেইসব মানুষেরা কি করবে একটু Explain করলে ভালো হতো।
সেই সব মানুষদের ক্ষেত্রে কার্বন ডেটিং পদ্ধতি দ্বারা বয়েস নির্ধারণ করে বাথ সার্টিফিকেট তৈরি করে দেওয়া হবে। যাদের জন্ম সার্টিফিকেট একবারেই নেই, তাদের ক্ষেত্রে এই পদ্ধতি ছাড়া আর তো কোন বিকল্প পথ দেখিনা! 😅
It’s a good initiative taken by Modi Government. But the problem is for those having no Birth Certificates, but being bonafide citizens of India (Bharatmata or sons or daughters of the Soil). What they will do possessing no Birth Certificates? Are they eligible to get all the benefits? Eager to hearing…
Very happy I have no birth certificate
Modi hve no proper birth certifice born. In. Pakistan how he done this this idiot PM not know about india if you ask anybjp supporter about pakistan muslim they tell you immwdiatly
In case of old person whose birth certificate is not available but birth dates are based on school leaving certificate) / HS certificate how they will generate digital birth certificate?
Same question I do have
We are are historic species
আমার Bart certificate নাই আমি কি করব জন্ম আমার 1/1/1986 ইংরেজী
The idiotic government always wants to engage the public to do such type of activity as a result the public would not get time to look after the idiotic job bythe government.
Jonogon k sudhu henostha kora.,. R kichu Naa.GST barao desh bachao.
আমি বলছি PM মোদী জির BIRTH সার্টিিকেট নিশচিতভাবে আছে।নাহলে এতো গুরুত্ব কেনো?
Uni nei Kaj to khoi Vaj er moto Kaj kore cholechhen.
আমার বার্থ certificate নেই, জন্মেছি ১৯৬৪ সালে, কি করে আমার জন্ম প্রমাণ করবো! এতকাল মাধ্যমিক admit card document হিসাবে ব্যবহার করা যেত।
এখন?
I am munna hoq
Amar birthday cirtificate nai
This brainless modi govt. is harassing too much, many times by such kind of nonsense decisions. We will do our job or have to be in line and worries to do their such jobs, it’s their business.
just ban this Modi govt, and live better. aachhe din bura ban gaya.
যাদের জন্ম 1990 এর আগে তাদের ক্ষেত্রে কি হবে,
I have no birth certificate.I am a senior citizen.So how can I get it?
We are doing it after those days when there was no hospital in the village, the births that have taken place at that time will not have a birth certificate, maybe what is the opinion of the government about those people.
মোদীজির বার্থ সার্টিফিকেট টা ডিজিটাল করা হয়ে গেছে?
হয়ে গেলে যদি একটু পাবলিককে দেখান।
Vill.kurihamari PS sialmari PO.Bhangnamari
জাদের ডিজিটাল জন্ম সার্টিফিকেট নাই। তারা কী নতুন কোরে ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানাতে পার বে?
এটা সকল বয়সীদের জন্যে প্রযোজ্য কি না লেখা থেকে বোঝা যায় নি। কাইন্ডলি, কি করে ডিজিটাল শংসা পত্র করতে হবে আর তার ডিটেইলস লিংক সহ দিলে বাধিত হবো। না কি আধার কার্ড এর মত সরকারের তরফে বাড়ি, অফিস এবং স্কুল এ গিয়ে আধার সহ আপডেট হবে?
কারণ যাঁদের আধার আছে তাদের তো আধার কেন্দ্র থেকেই ডিজিটাল শংসা পত্র ইস্যু করতে পারে?
আমি তো alipurduar e থাকি 1993 বন্যা তে বার্থ certificate হারিয়ে গেছে।এখন কি করবো। জানাবেন দয়াকরে।
আমার Bart certificate নাই আমি কি করব জন্ম আমার 1/1/1986 ইংরেজী