WB DA Update

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বড়সড় আপডেট। ডিএ মামলায় (WB DA Update) রীতিমতো ঘুরে গেল মোড়। রাজ্যের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা নিয়ে লড়ছেন। আদালতে অগ্রসর হচ্ছে মামলা। দীর্ঘ আন্দোলন বিক্ষোভের পরেও সরকারি কর্মীরা তাঁদের ন্যায্য পাননি।সরকারের কাছে বারংবার নিজেদের দাবি তুলে ধরা হলেও তা এড়িয়ে যাওয়া হয়েছে।

যার ফলস্বরূপ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে সরকারি কর্মীরা। আর এবার নতুন ডিএ আপডেট সামনে এল। এবার কি তবে রাজ্য সরকারি কর্মীরা তাঁদের ন্যায্য ডিএ পাবেন? নাকি আরো অপেক্ষা করতে হবে তাঁদের? আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত। ‌

DA Issue In Bengal | রাজ্যের ডিএ মামলা

দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত জট খোলেনি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ মামলার (DA Issue In Bengal). এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে, আগামী ২০২৫ সালের ৭ জানুয়ারি (মঙ্গলবার) নাগাদ সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা (DA Case). আর সেই দিকেই কার্যত নজর রয়েছে সকলের। আবার এই অপেক্ষার মাঝেই বড় খবর সংগ্রামী যৌথ মঞ্চের তরফে।

WB DA Update For Government Employees

২০২২ সালের ২০ মে হাইকোর্টে ডিএ মামলা উঠলে তার পরিপ্রেক্ষিত আদালতের নির্দেশ ছিল, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেয়েও বকেয়া পাননি রাজ্য সরকারি কর্মীরা। আদালতের ডিএ (Dearness Allowance) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য। যদিও তা আদালতে খারিজ হয়ে যায়। এর মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার দায়ের করে। সেই মামলা চলাকালীন পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।

মোদি সরকার ডিএ বাড়াতেই কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ পার্থক্য বাড়ল! কত টাকা কম পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা?

সেই থেকে ২০২২ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে এগিয়ে চলছে রাজ্যের ডিএ মামলা। এই মামলার সদুত্তর মেলেনি এখনো। বর্তমানে চলছে ২০২৪ সাল। হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেলেও গত ২০২২ সালের ২০ মে উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপর রাজ্য সরকারের তরফে দায়ের করা হয় স্পেশাল লিভ পিটিশন। আর সেই প্রেক্ষিতেই মামলা হয় মামলা। তবে তারপর থেকে জটিলতা কাটছে না। আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে।

বিজয়ার ডবল সুখবর! ডিএ বাড়ল সরকারি কর্মীদের! অক্টোবরের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে নোট

এই পরিস্থিতিতে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হল, বকেয়া ডিএ মামলায় নাকি তারাও যুক্ত হতে চলেছেন। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাস্কর ঘোষ লিখেছেন, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা চলেছে সুপ্রিম কোর্ট। তবে সেই মামলা নিয়ে এখনও পর্যন্ত অংশীদার নয় সংগ্রামী যৌথ মঞ্চ। মামলায় সংগ্রামী যৌথ মঞ্চকে যুক্ত করার জন্য জন্য প্রচেষ্টা চলছে। সূত্রের খবর, গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের টিম গিয়েছিলেন হাইকোর্টে আইনজীবীদের চেম্বারে। সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভাস্কর ঘোষ লিখেছেন, “এই বৃহৎ ও কঠিন লড়াইয়ে সবাইকে পাশে চাই।”

প্রসঙ্গত উল্লেখ্য, উৎসবের মাঝেই কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। সরকারি কর্মীদের ডিএ আরো তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। তবে বর্তমানে আরো তিন শতাংশ বৃদ্ধি পাওয়ার পর ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। শুধু কি তাই! বাড়ছে অন্যান্য সুযোগ-সুবিধা। বৃদ্ধি পাচ্ছে বেতন। আর এখান থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মী দের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ব্যবধান বাড়ছে। রাজ্য সরকারি কর্মীরা অসন্তুষ্ট। সুপ্রিম কোর্টের শুনানির অপেক্ষায় রয়েছেন।