DA Latest News Today – পুজোর আগেই, এতদিনের বকেয়া ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা, নবান্নের আপডেট।
DA Latest News Today – হিসাব নিকাশ চলছে।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের (DA Latest News Today) জন্য বড় খবর। বহুদিনের মামলা চলার পর অবশেষে ডিএ নিয়ে খুসির খবর আসতে চলেছে।
আগামী ১৬ জুলাই, শনিবার হয়েছে রাজ্যস্তরে একটি জরুরী বৈঠক। তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। আগামী শনিবার রাজ্য সরকারের সব কয়টি দপ্তরের আর্থিক উপদেষ্টাকে বৈঠকে ডাকা হয়েছে অর্থ দপ্তরে তরফ থেকে।
আর তাতেই শুরু হয় জল্পনা। প্রসঙ্গত গত ২০ মে (DA Latest News Today) কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ কনজিউমার প্রাইস ইনডেক্সের (CPI) ভিত্তিতে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। যার জন্য সময় দেওয়া হয় মাত্র তিন মাস। এই তিন মাস শেষ হতে হাতে রয়েছে মাত্র আর কয়েকদিন।
তাই অনেকে মনে করছেন সরকারি কর্মীদের বকেয়া ডিএ-এর (DA Latest News Today) বিষয়টি নিয়ে সেদিনের বৈঠকে আলোচনা হতে পারে। তবে অর্থ দপ্তরের থেকে পাওয়া চিঠিতে ডিএ-এর বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি। কিন্তু ৬ নম্বর সূচিতে মিসলেনিয়াস অর্থাৎ বিবিধ শব্দটির ব্যবহার করা হয়েছে। সরকারী কর্মীরা মনে করছেন, সেদিন আলোচনা করা যেতে পারে মহার্ঘ ভাতা নিয়ে।
উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চলছে একাধিক পদে কর্মী নিয়োগ, করুন আবেদন
অন্যদিকে রাজ্যের একটি জনপ্রিয় বাংলা দৈনিক সংবাদপত্র থেকে জানা যাচ্ছে, ‘প্রশাসনিক মহলের একাংশের মতে, বকেয়া ডিএ সংক্রান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে সব দপ্তরের আর্থিক উপদেষ্টার সঙ্গে কথা বলে নিতে চাইছে নবান্ন। সরকারের বিভিন্ন দপ্তরের আয়-ব্যয় সহ সার্বিক পরিস্থিতি বিস্তারিত বুঝে নিতে চাইছে তারা।
এমনিতেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়ায় সরকারের উপর চাপ বেড়েছে। বকেয়া ডিএ দিতে গেলে কী ধরনের আর্থিক ধাক্কা আসবে, তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে প্রশাসনের অন্দরে।’ (DA Latest News Today)
সুতরাং কবে মিলবে বকেয়া মহার্ঘ ভাতা? আর আগামী শনিবার সকাল ১১ টায় সল্টলেকের নগরোন্নয়ন দপ্তরে শুভান্ন কনফারেন্স রুমে অনুষ্ঠিত হতে যাওয়া জরুরী বৈঠকে কি নিয়েই বা আলোচনা হতে চলেছে এখন তার দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। (DA Latest News Today)
আপনাদের কি মনে হয়, ডিএ ঘোষণা কবে? নিচে কমেন্ট করে জানাবেন। প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
কলকাতা পুরসভায় বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য?
ঘোষণা যেদিনই হোক, দিতে হবে। তবে এই ছোট্ট গোলামি টা না করলে ভালো হতো। বকেয়া রেখেছে কেন, রেখেছে যখন, এখন চাপ সামলাতেই হবে।
এমনিতেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়ায় সরকারের উপর চাপ বেড়েছে। বকেয়া ডিএ দিতে গেলে কী ধরনের আর্থিক ধাক্কা আসবে, তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে প্রশাসনের অন্দরে।
বকেয়া রাখার সময় মনে ছিল না, দেওয়ার সময় চাপ তৈরি হবে।
নিজস্বতা বিকিয়ে যে অন্যকে খুশি করতে চায় তার দূ:খের শেষ থাকে না। তেমনি সরকারি কর্মচারী, শিক্ষক সমাজ হলো নিজের সন্তানের মতো।তাদের বঞ্চিত করলে যা হবার তাই হবে।
Very good.
Ekdom thik Katha…behaya gulo r koto niche naambe
Hardly 7 percent
No Hope. situation is out of control to government of Bengal. we are waiting for government decision. Thanks to all.
আমরা যারা নিচু তলার কর্মচারী তাদের দিকটা দেখা উচিত কিন্তু আমাদের বলার জায়গা নেই । জিনিসের দাম ও কোটের নির্দেশ, ডি এ দেওয়াটা আশা করাই যায়।
ঠিক বলেছেন।
DA ta diye dite hobe karon mela,khela utsab, bhander egulo didi tar nijer babar barir sompotti bikri kore metak na,porer dhone poddari keno he.
No d.a. will be given to the w.b employees. It is a fake news rather Govt. has no fund because they spent all the allotted money to their caders to increase their votes. So, no hope no chance.
সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ না দিয়ে রাজ্য সরকার এলাকায় ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য ক্লাব গুলোতে বেশি দিলে ভালো হবে।
The state govt will appeal against the judgement at the upper level to delay the process of getting D.A. alongwith the arrears to the UTMOST efforts but the state govt knows very well that there is no way out. It is a time factor.
Didi, khomotay asar age “sonar purer” prokasya savate ki bolechilen ektu Mone korte anurodh korbo. Taholei DA dite ichha korbe karon didito ar mithyabadi non.
আগাম খবর না ছাড়তে অনুরোধ করছি। যেমন ডি এ খবর বের হল অমনি বাজার দর বাড়তে লাগলো।
Palabar rastha nei,ebar D.A ditei hobe.jara lorai korechen,tader janai lal selam.
এই সরকার কর্মচারী অত্যাচারী, অমানবিক সরকার,এরা কিছুই দেবে না,আর কর্মচারী রা হোলো নপুংসক,তারাও কোনো আন্দোলনে যাবে না, তাই লবডঙ্কা।
Sob dite na parle Pujor aage January 2022 thake ontoto update kore deua uchit.
Mone hoi kichui debena. Na deoar ekta rasta thik didir urbar matha theke berobe. Tai asha Kara britha.
এত তাড়াতাড়ি DA দেবে বলে মনে হয় না, আরও কিছু টালবাহানা করবে।
Why there are such differences between the headline and in details?
Stop such funny with us, please.
D.a. na dile brihottoro andolon kora uchit.
D. A. is to be paid by the government as CPI has increased by folds. It’s the compulsion on the part of the government – the model and welfare-minded government . D. A. stimulates the market at the base levels.
In our country all the governments should be of welfare-minded for the all sections of Indians
No comments needed for D.A. it’s fully depends upon Bengal Govt. economic situation.
DA দেবে না।
ডিএ দিতে হবে। কিন্তু যত পাঁচতারা করা যায় আরকি।। Yes D A is the Fundamental and Conditional right OK
Govt. Should have taken in mind that it’s employees are not street dogs. If it was paid in regular course then this embracing situation of financial pressure would not come and for such situation only financial minister Amit Mitra is responsible.
গায়ের জোরে অন্যের প্রাপ্য টাকা অস্বীকার করে এতদিন যখন চললো, আরও দীর্ঘ সময় এভাবেই চালিয়ে নেওয়া যায়! সুবিবেচনার আশা করা বাতুলতা মাত্র!
DA must be clear
Age hok, tarpor biswas korbo. Ederke kono bharsa nei
didir obostha onekta DITE PARI KINTU KENO DEBO? DA ER NAM PALLTE BHATASREE KORUK, KONO OSUBIDHA CHARA DIDI FUND JOGAR KORE NEBEN.
না আঁচালে বিশ্বাস নেই। বিগত দিনের অভিজ্ঞতা অন্তত তাই। সঠিক খবর পরিবেশন করবেন এই আশা রইল।
টাকার ন্যায্য পাওনাদার যারা , তাদের অন্যায্য ভাবে এত বছর ধরে বঞ্চিত করে , ডি এর ললিপপ ঝুলিয়ে রেখে রাজ্য সরকার খুব ভালো কাজ করছেনা । দেশের উন্নয়নে যাদের এতটুকু অবদান নেই , তাদের খুশি রাখতে সরকার মরিয়া হয়ে উঠেছে । রাজ্যের উন্নয়নের চাকা চালু রাখতে যারা গলদঘর্ম , তাদের জন্য ডি এ বরাদ্দ করতে নবান্নকে কত যে ফিকির করতে হচ্ছে , ভাবতে গেলে ঘেন্না ধরে যাচ্ছে । সময় আসন্ন , বেশি চালাকি করলে ধরা পড়ে যেতে হবে । তখন কেঁদেও আর লাভ হবে না ।
DA বাড়ালে কাজের পরিধি ও দায়িত্ব বাড়ানোর নির্দেশ দেওয়া হোক।
This is only state, where government employees are compelled to knock the door of judiciary in order to get their legitimate dues…
Apnara sangbadikotar name ki korchen esab? Headline ek rakam bhitore khabor ar ek rakam। Apnarao cheater। Dhikkar janai apnader। Khabor lekha bad diye jhalmuri bikri korun।