DA Increase: জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী। অবশেষে এত দিনের প্রতীক্ষা সফল হল
DA Increase By State Government
অবশেষে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ছে (DA Increase). জানানো হল রাজ্য সরকারের তরফে। অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। এত দিনের প্রতীক্ষার ফল মিলল হাতেনাতে। রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিল সরকার। বাড়ছে সরকারি কর্মীদের ডিএ। যা জানা যাচ্ছে, সাত শতাংশ ডিএ (Dearness Allowance) বৃদ্ধি হচ্ছে। অতএব বছরের শুরুতে সরকারি কর্মীদের পকেটে আসছে মোটা অংকের টাকা। আসুন দেখে নেওয়া যাক সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত।
DA Increase By State Government
দিনের পর দিন ধরে ডিএ বৃদ্ধির (DA Hike) অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্রের তরফে ধাপে ধাপে মহার্ঘ্য ভাতা বৃদ্ধি হলেও রাজ্য সরকারি কর্মীদের ডিএ থমকে ছিল এক জায়গাতেই। এদিকে কেন্দ্রের সঙ্গে বাড়ছিল ডিএ ফারাক। ইতিমধ্যে, আরম্ভ হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরু থেকে রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ নিল সরকার। কি জানানো হচ্ছে? রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়ছে ৭ শতাংশ। অতএব কিছুটা হলেও স্বস্তিতে রাজ্য সরকারি কর্মীরা। ডিএ ফারাক কমলো কেন্দ্রের সঙ্গে।
৭ শতাংশ ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের
জানুয়ারি মাসেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স) বাড়ছে। সম্প্রতি এমনটাই ঘোষণা করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ঠিক কী জানিয়েছেন তিনি? মুখ্যমন্ত্রী জানালেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে সাত শতাংশ হারে। আর তার ফলে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে এবার হচ্ছে ৩৯ শতাংশ। আগে সরকারি কর্মীদের ডিএ ছিল ৩২ শতাংশ।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে নিঃসন্দেহে বলা যায় সরকারি কর্মীরা (Government Employees) খুশি। মণিপুরের রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) ফারাক কিছুটা কমল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আপাতত ডিএ পাচ্ছেন সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে। এর মধ্যে গত বছর জুলাই মাসে শেষবার তাঁদের ডিএ বৃদ্ধি পেয়েছিল। আর সেইসময় তাঁদের ডিএ বৃদ্ধির পরিমাণ ছিল মোট তিন শতাংশ।
মণিপুরের সরকারি কর্মীদের ডিএ বাড়লেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফে সেরকম কোনও ঘোষণা আপাতত করা হয় নি। বছরের শেষ পর্বে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আশা করেছিলেন যে হয়তো আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি থেকে তাঁদের ডিএ বৃদ্ধি পাবে। তবে এখনও রাজ্য সরকার সেই ঘোষণা করেনি। পশ্চিমবঙ্গ সরকারের আওতায় কর্মরত সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।
সরকারি কর্মীদের দক্ষতার ভিত্তিতে বাড়বে ডিএ। কর্মীদের বেতন নিয়েও নতুন নিয়ম চালু।
গত বছর দু’দফায় বাংলার সরকারি কর্মীদের মোট আট শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। আগামী দিনে কবে আবার ডিএ বাড়বে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবার নয়া বছরের জানুয়ারি থেকে আরও একদফায় ডিএ বৃদ্ধির আশা করছেন। সাধারণত জানুয়ারি এবং জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়ে থাকে। আর এবারও মহার্ঘ ভাতা বৃদ্ধির আশায় আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। যদিও এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি।