Pay Commission Salary Hike (সরকারি কর্মী)

রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ ছাড়াও পাবেন আরো 2টি সুখবর।

কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর (Government Employee)। উৎসব ভাতা ও ডিএ নিয়ে ইতিমধ্যে মন ভালো করা খবর মিলল। পুজোর মধ্যেই মিলতে পারে এই সুখবর। বিশদে জানতে হলে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।

বিশেষত Central Government Employee বা কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিন দিক দিডি লাভবান হতে চলেছে। গত মার্চ মাসে ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা বাড়ানো হয়েছিল। আশা করা হচ্ছিলো জুলাই মাসে মহার্ঘ্য ভাতা বাড়ানো হতে পারে। কিন্তু তা হয়নি। তবে খুব শীঘ্রই অর্থাৎ দিওয়ালীর আগে কেন্দ্রের তরফ থেকে ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বাড়ানো হবে।

সন্তান বিপথে যাচ্ছে, Parenting Tips হিসেবে এই 4টি বিষয় মাথায় রাখতে ভুলবেন না

সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী ২৮ সেপ্টেম্বর ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বাড়তে পারে। বর্তমানে ডিএ এর হার হল ৩৪ শতাংশ। তবে ২৭ তারিখেই এই নিয়ে বড় ঘোষণা করা হতে পারে। আর ৪ শতাংশ ডিএ বাড়ালে ডিএ এর হার হবে ৩৮ শতাংশ।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদেরঃ
অন্যদিকে সুখবর থাকছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ও। আদালতের রায়ে ডিএ মামলায় জয় লাভ করতে চলেছেন পুজোর আগেই। তবে পুজোর আগে ডিএ দেওয়া নিয়ে রাজ্য কোনও সদর্থক বার্তা দেয়নি। কিন্তু আগামী ২৭ থেকে ৩০ তারিখের মধ্যেই উৎসব ভাতা বা বোনাস ঢুকে যাবে স্যালারি একাউন্টে। আর এই বোনাস শুধু সরকারি কর্মীদেরই নয়, এবার উৎসব ভাতা পাবেন চুক্তিভিত্তিক কর্মীরাও।

কেদ্রীয় সরকারি কর্মীদের অন্যান্য সুবিধা-
সংবাদ মাধ্যম সূত্রের খবর, বকেয়া ডিএ মেটানো হতে পারে। কর্মচারীদের ১৮ মাসের ডিএ বকেয়া ছিল। ডিএ বাড়ানোর সাথে সাথে কেন্দ্রের তরফ থেকে ওই ১৮ মাসের বকেয়া ডিএ প্রদান করা হতে পারে৷ এতে করে দেশের ৫০ লক্ষ কর্মচারী ও ৬৫ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন।

সরকারী ব্যাংক দেউলিয়া ঘোষণা, 5 দিনের মধ্যে গ্রাহকদের টাকা তুলে নেওয়ার নির্দেশ RBI এর।

এছাড়াও কেন্দ্রীয় সরকারি কর্মীদের পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টরও বৃদ্ধি করা হতে পারে। এর আগে জানা গেছিলো কেন্দ্রীয় কর্মীরা ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করার দাবি জানাচ্ছিল। ২০১৬ সালে শেষবারের মতো ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হয়েছিল। বর্তমানে এর হার ২.৫৭ শতাংশ৷ এর হার বাড়ালে হবে ৩.৬৮ শতাংশ।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

1100 নয় LPG Gas Price মাত্র 750 টাকা, ফলো করুন এই পদ্ধতি, না হলে হাতছাড়া হবে