DA Hike New Update

সরকারি কর্মীদের জন্য দারুন সুখবর। আরও একবার মহার্ঘ ভাতা ও বেতন বৃদ্ধির সুখবর পেতে চলেছেন তারা (DA Hike). বছরের শুরু থেকেই সকল সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির জন্য অপেক্ষা করেছিলেন। একই সঙ্গে তারা আশা করছিলেন বকেয়া নিয়ে। সরকারি কর্মীদের আশা ছিল এই বছর পুজোর আগে বেতন বাড়বে তাদের। মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত জানাবে সরকার। আর সেই আশা এবার হয়তো সফল হতে চলেছে। খুব শীঘ্রই ডিএ বাড়বে (DA Hike) সরকারি কর্মীদের। তাই মনে করা হচ্ছে, খুব সম্ভবত কালীপুজোর আগেই কেন্দ্র সরকারের কর্মীদের বাড়তে চলেছে বেতন।

Government Employees DA Hike

সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা কবে করবে তার অপেক্ষায় থাকেন সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সাধারণত প্রতিবছর দুবার করে মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike) করে সরকার। তাই চলতি বছর একবার ডিএ বৃদ্ধি হলেও এখনো পর্যন্ত দ্বিতীয় দফার মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়নি। আর সেই ঘোষণা শোনার অপেক্ষাতেই রয়েছেন প্রত্যেক সরকারি কর্মী। শোনা যাচ্ছিল পুজোর আগেই হয়তো সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হবে। কিন্তু বাস্তবে দেখা যায় এখনো পর্যন্ত সরকার কোনো ঘোষণা করেনি। সুতরাং আরো একটি সম্ভাবনা সামনে আসছে যে, দীপাবলির আগের ডিএ বৃদ্ধি হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

বাম্পার খবর! একেবারে 18% ডিএ বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের! পুজোর আগেই মিলবে সুখবর?

DA Hike New Update 2024

বর্তমানে সেভেন্থ পে কমিশনের আওতায় বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। অষ্টম বেতন কমিশন আসার এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অক্টোবরেই ডিএ ঘোষণার জন্য অপেক্ষা করছেন সকল কেন্দ্র সরকারের কর্মী। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসে চার শতাংশ বৃদ্ধির পরে ডিএ অনেকটাই বেড়েছে। সেই পরিমাণের আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই খবর। 

পুজোর আগেই বাড়ছে ৪ শতাংশ হারে ডিএ! মহার্ঘ ভাতা বৃদ্ধির সুখবর কবে পাবেন? দিনক্ষণ জেনে নিন

সাধারণত সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI)-এর উপর ভিত্তি করে, কর্মচারীদের মুদ্রাস্ফীতির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করার জন্য বছরের হিসেবে মহার্ঘ ভাতা পর্যালোচনা করে থাকে। এই ডিএ বৃদ্ধির ফলে এক কোটিরও বেশি কর্মী ও পেনশনভোগীদের উপকার হবে। অন্যদিকে, অবসরপ্রাপ্তদের জন্য থাকে ডিয়ারনেস রিলিফ। গতবছরের হিসেব দেখলে বোঝা যায়, কেন্দ্রীয় সরকারের কর্মীরা  চলতি বছরের অক্টোবরে মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষায় আছেন। 

যদি চলতি বছরে ডিএ কার্যকর হয়, তবে তার সাপেক্ষে যথেষ্টই বেতন বাড়বে সরকারি কর্মীদের। যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মী, যাঁদের মূল বেতন মাসে ১৮ হাজার টাকা, তাঁদের ৫০০ থেকে ৭০০ পর্যন্ত বাড়তে পারে। আবার, যাঁদের মূল বেতন ৩০ হাজার টাকা, এই মুহূর্তে তাঁদের ডিএ-র পরিমাণ ৯ হাজার টাকা, যদি ৩ শতাংশ ডিএ বৃদ্ধি হয়, তবে তা বেড়ে হবে ৯৫৪০ টাকা।