DA Hike: বাম্পার খবর! একেবারে 18% ডিএ বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের! পুজোর আগেই মিলবে সুখবর?

অক্টোবরের শুরু থেকেই ডিএ বৃদ্ধির (DA Hike) গুঞ্জন ঘুরছে সর্বত্র। পুজোর আগেই নাকি মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে রাজ্য সরকারি কর্মীদের। অন্তত তেমনটাই শোনা যাচ্ছে সম্প্রতি। দীর্ঘদিন হলো যে রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য বিক্ষোভ ও আন্দোলন চালাচ্ছেন। কর্মবিরতিতেও গিয়েছিলেন তাঁরা। কিন্তু তাতেও কোন ফল হয়নি।

রাজ্য সরকার নিজের সিদ্ধান্তে অনড়। তবে হাল ছাড়ার পাত্র নয় রাজ্য সরকারি কর্মীরাও। আবার, সেপ্টেম্বর থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির (DA Hike) খবর শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সরাসরি কোনো ঘোষণা করে নি সরকার। এরই মাঝে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর। একলাফে আঠারো শতাংশ ডিএ বাড়তে চলেছে তাঁদের। খুব সম্ভবত পুজোর আগে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে।

বিরাট খবর! পুজোর আগেই মিলবে বকেয়া। আদালতের বড় রায়, মুখে হাসি ফুটল সরকারি কর্মীর

DA Hike For Government Employees

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। শোনা যাচ্ছে আরও তিন থেকে চার শতাংশ ডিএ বাড়তে (DA Hike) পারে তাঁদের। সেক্ষেত্রে কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার হার পৌঁছাবে ৫৩ নয়তো ৫৪ শতাংশে। এরই মধ্যে খবর, রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা আরও তীব্র হচ্ছে। অন্তত তেমন টাই শোনা যাচ্ছে, রাজ্যের অন্দর থেকে।

রিপোর্ট অনুযায়ী‌ জানা যায়, নয়া অর্থবর্ষের বাজেট নিয়ে এখন থেকেই জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে মধ্যপ্রদেশ রাজ্যের সরকার। সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি ফের বিবেচনা করে দেখা হচ্ছে। খবর মিলছে, আগামী ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে মধ্যপ্রদেশ রাজ্যের সরকারি কর্মীদের ডিএ (DA), একইসঙ্গে পেনশন ভোগীদের ডিআর (DR)-এর হার বাড়িয়ে সরাসরি ৬৪ শতাংশে নিয়ে যেতে পারে রাজ্য সরকার।

পুজোর আগেই বাড়ছে ৪ শতাংশ হারে ডিএ! মহার্ঘ ভাতা বৃদ্ধির সুখবর কবে পাবেন? দিনক্ষণ জেনে নিন

DA Hike New Update 2024

খুব সম্ভবত দীপাবলীর আগেই সরকারি কর্মীদের ডিএ বাড়াতে চলেছে মধ্যপ্রদেশ রাজ্যের সরকার। উৎসবের আবহে আরো এক দফায় বৃদ্ধি পেতে চলেছে মহার্ঘ ভাতা। বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যের সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৪৬ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। এবার নয়া দফায় ডিএ বৃদ্ধি হলে সেক্ষেত্রে আরও ৩-৪% পর্যন্ত ডিএ বাড়ানো হতে পারে বলে খবর।

এরপর আগামী ২০২৫-২৬ অর্থবর্ষর মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ধাপে ধাপে মোট ১৮ শতাংশ হারে বাড়ানো হতে পারে বলেই জানা যাচ্ছে। তবে শুধুমাত্র তাই নয়, ডিএ-র পাশাপাশি বাড়বে পেনশনভোগীদের ডিআর। আর তাই উৎসবের আবহে ডিএ বৃদ্ধির সম্ভাবনা শুনে আনন্দে আটখানা রাজ্য সরকারি কর্মীরা। সকলে এখন অপেক্ষায় কবে রাজ্য সরকার ঘোষণা করে।

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন। সেই মামলার নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন বাংলার হাজার হাজার সরকারি কর্মী। আশা করা যাচ্ছে, সুপ্রিম কোর্টের রায় আসবে তাঁদের দিকেই। এখন দেখা যাক, মামলার শুনানিতে কোন সিদ্ধান্ত হয়।

Related Articles

Back to top button