Government Employees DA: মোদি সরকার ডিএ বাড়াতেই কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ পার্থক্য বাড়ল! কত টাকা কম পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা?

দীপাবলির আগেই সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে মহার্ঘ ভাতা বাড়িয়েছে (DA Hike) মোদি সরকার (Government Employees DA). তবে কেন্দ্রের সরকারি কর্মীদের দিয়ে বৃদ্ধি পেলেও রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা থমকে। দীর্ঘদিন ধরে আন্দোলন, বিক্ষোভের পরেও কোনো সুরাহা হয়নি। রাজ্য সরকারি কর্মীরা দাবি তুলেছিলেন, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার।

এছাড়া বকেয়া দেওয়ার দাবি তুলেছিলেন তারা। গতবার কিছুটা হলেও ডিএ বৃদ্ধি পেয়েছিল পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের। কিন্তু তারপর থেকে কার্যত মুখে কুলুপ এঁটেছে রাজ্য সরকার। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে নতুন কোন খবর সামনে আসেনি। এদিকে আশায় রয়েছেন বাংলার সকল সরকারি কর্মীরা। কেন্দ্রের ডিএ বৃদ্ধির পরে যেন পার্থক্য আরও তীব্র হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় কত টাকা কম পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা?

Government Employees DA Update

চলতি বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল, ডিএ বৃদ্ধির সম্ভাবনার খবর। সরকারি কর্মীরা বছরের শুরুতে একবার সুখবর পেয়েছিলেন। তখন চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ ৫০ শতাংশে পৌঁছোয়। শুধু তাই নয়, সম্প্রতি আরো ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে ডিএ। নয়া ঘোষণা হতে জানা যায়, এই চার শতাংশ মহার্ঘ ভাতা সরকারি কর্মী এবং পেনশনভোগী উভয়ের জন্যই।

অর্থাৎ একই সঙ্গে ডিএ ও ডিআর বৃদ্ধি করেছে মোদি সরকার। বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীরা ৫৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। আর দীপাবলির মরশুমে নিঃসন্দেহে এটি সকলের জন্য অত্যন্ত ভালো খবর। তবে রাজ্য সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার অপেক্ষায় আছেন। কারণ সুপ্রিম কোর্টে থমকে রয়েছে রাজ্যের ডিএ মামলার শুনানি।

সুখবর! 3 শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মীদের! দীপাবলির আগে জানিয়ে দিল সরকার

এমতবস্থায়, রাজ্যের সরকারি কর্মীরা অভিযোগ তুলছেন অন্যান্য রাজ্যগুলি AICPI সূচক মেনে ডিএ দিলেও পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিচ্ছে। বাংলার সরকারি কর্মীরা অভিযোগ তুলছেন যে, বঞ্চনা হচ্ছে তাদের সাথে। এই মহার্ঘ ভাতা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। যে মামলার শুনানি থমকে। বারংবার রাজ্যের বিভিন্ন প্রান্তে মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে আন্দোলনের ঝাঁজ উঠলেও সরকারের যেন কোন হেলদোল নেই।

রাজ্যের সরকারি কর্মীরা কত টাকা কম পাচ্ছেন?

নতুন করে মোদি সরকার আরো চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে এখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্য সরকারি কর্মীরা ৩৯ শতাংশ হারে কম ডিএ পাচ্ছেন। রাজ্য সরকারি কর্মীরা সুর তুলছেন, আসলেই বঞ্চনা হচ্ছে তাদের সঙ্গে।‌ তাই আন্দোলনের জন্য পথেও নেমেছিলেন সরকারি কর্মীরা।

বাম্পার খবর! একেবারে 18% ডিএ বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের! পুজোর আগেই মিলবে সুখবর?

যদি একজন সরকারি কর্মীর বেসিক স্যালারি ২০ হাজার টাকা হয়, তাহলে তিনি প্রতি মাসে ১৪ শতাংশ ডিএ বাবদ ২৮০০ টাকা পাচ্ছেন। একটি হিসাব থেকে বোঝা যাচ্ছে, কেন্দ্র সরকারি কর্মীদের তুলনায় রাজ্যের সরকারি কর্মীরা প্রায় ৭৮০০ টাকা কম পাচ্ছেন। একজন রাজ্য সরকারি কর্মী বছরে মহার্ঘ ভাতা থেকে ৩৩ হাজার ৬০০ টাকা পান।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা প্রত্যেক বছর ডিএ বাবদ ১ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা পান। অর্থাৎ পার্থক্য ৯৩,৪০০ টাকার। তাই রাজ্য সরকারি কর্মীরা বারবার বলছেন, প্রতিমাসে তারা হাজার হাজার টাকা কম পাচ্ছেন। যদিও সরকার এ বিষয় নিয়ে এখন মাথা ঘামাতে নারাজ। তাই সুপ্রিম কোর্টের শুনানির অপেক্ষায় রয়েছেন বাংলার লাখ লাখ সরকারি কর্মী।

Related Articles

Back to top button