DA Hike

ডিয়ারনেস অ্যালাওয়েন্স (DA) নিয়ে আবার একটি বড় খবর। সরকারি কর্মীদের জন্য এই খবর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ (DA) সংক্রান্ত খবর শোনার জন্য অপেক্ষায় থাকেন। সরকার কর্মীদের জন্য কি সিদ্ধান্ত নেয় সেই আশায় থাকেন সবাই। প্রতিবছর মহার্ঘ ভাতা সংশোধন করে কেন্দ্রীয় সরকার। এক বার বছরের শুরুতে আর একবার বছরের মাঝা মাঝি সময়ে।

তবে ২০২৪ সালের মাসে ডিএ বৃদ্ধি (DA Hike) নিয়ে দ্বিধায় রীতিমত পড়েছিলেন সরকারি কর্মচারীরা। সরকার নতুন করে কি সিদ্ধান্ত নেয়, তার দিকেই চেয়ে রয়েছেন সবাই। চলতি বছর লোকসভা নির্বাচনের পর পুনরায় ক্ষমতায় আসীন হয়েছেন মোদি সরকার। তাই মহার্ঘ ভাতা (DA Hike) নিয়ে সরকারি কর্মীদের আকাঙ্ক্ষা আরো বেড়েছে।

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মোতাবেক বর্তমানে ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) পাচ্ছেন সমস্ত সরকারি কর্মীরা। যদিও সরকারি কর্মীদের মনে প্রশ্ন, ৫০ শতাংশ মহার্ঘ ভাতা (DA Hike) শূন্যে নামিয়ে মূল বেতনে যোগ করা হবে কি? নাকি ডিএর (DA Hike) সংক্রান্ত সুবিধা আরো বাড়ানো হবে নাকি তা নিয়ে নিশ্চিত হতে পারছিলেন না সরকারি কর্মীরা। যদিও বেশ কিছু অপেক্ষার পর সরকারি কর্মীদের সমস্ত প্রশ্নের জবাব এসেছে। ডিএ (DA Hike) সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রকাশ্যে এসেছে।

রাজ্যের কর্মসংস্থান বাড়াতে সরকার নিল বড় উদ্যোগ! এবার চাকরি পাবেন হাজার হাজার যুবক-যুবতী

DA Hike: সরকারি কর্মীদের ডিএ নিয়ে বিরাট সিদ্ধান্ত!

দিন কয়েক আগেই জুন ২০২৪-এর AICPI সূচক-এর তথ্য প্রকাশ করেছে সরকার। সেইসঙ্গে এবার স্পষ্ট ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় কর্মীরা ঠিক কতটা লাভবান হতে চলেছেন। সদ্য প্রকাশিত জুনের AICPI সূচকের দিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে, এবার কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে ৩ শতাংশ হারে।

যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, এই বৃদ্ধি কার্যকর হয়, তবে বর্তমান ৫০ শতাংশ হারে যে মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে তার সঙ্গে যুক্ত হবে আরও তিন শতাংশ। অর্থাৎ এই নতুন সিদ্ধান্তে এবার থেকে সরকারি কর্মীরা DA পাবেন (DA) ৫৩ শতাংশ হারে। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে খুশি হবেন সকলে। ডিএ (DA) বৃদ্ধির সিদ্ধান্ত সরকারি কর্মীদের মধ্যে খুশির জোয়ার নিয়ে আসবে।

তবে একটা কথা মনে রাখা দরকার, ডিএর (DA) এই পরিসংখ্যান কিন্তু কোনওভাবেই সরকারী নয়। অর্থাৎ সরকারি তরফে সরাসরি প্রকাশিত নয়। কেবলমাত্র AICPI সূচকের ভিত্তিতে এটি আশা করা যাচ্ছে। তাই এখনো পর্যন্ত সরকারের সিদ্ধান্ত শোনার অপেক্ষায় দিন গুণছেন সরকারি কর্মীরা। এর আগে মার্চ মাস নাগাদ সরকার ডিএ (DA) বা মহার্ঘ ভাতা ৪ শতাংশ হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত জানায়। ধীরে ধীরে তা বৃদ্ধি পায় ৫০ শতাংশ হারে। বর্তমানে সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারেই ডিএ পাচ্ছেন।

কাস্ট সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের বিরাট নির্দেশ! অবশ্যই জানতে হবে সবাইকে

DA Hike: ডিএ সংক্রান্ত ঘোষণা কবে করবে সরকার?

এখনো পর্যন্ত কিছুই জানায়নি কেন্দ্রীয় সরকার। বিলম্ব হওয়ার কারণে অধৈর্য হয়ে পড়ছেন কেন্দ্র সরকারি কর্মীরা। তবে বর্তমান প্রবণতা অনুযায়ী বলা যায়, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে ৩ শতাংশ হারে। সাধারণত প্রতিবার, AICPI সূচকের ভিত্তিতে কর্মচারীদের ভাতা কত বাড়ানো দরকার সেই বিষয়টি নির্ধারিত হয়।

অতএব, ২০২৪ সালের জানুয়ারি এবং জুন মাসের তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে ২০২৪ সালের জুলাই থেকে কর্মীরা কত শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে পারেন। ইতোমধ্যে সামনে এসেছে জানুয়ারি থেকে মে মাসের পরিসংখ্যান। সরকারি কর্মীরা জুলাই থেকে নতুন মহার্ঘ ভাতা পাবেন। সূত্রের খবর, ডিএ সংক্রান্ত ঘোষণা আসতে পারে সেপ্টেম্বরে মাসে।

DA Hike: সরকারি কর্মীদের ডিএ কতটা বাড়তে পারে?

মোটামুটি যে তথ্য সামনে আসছে সেখান থেকে বলা যায়, সরকারি কর্মীরা অতি শীঘ্রই খুশির খবর পেতে চলেছেন। এবার মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে তিন থেকে চার শতাংশ হারে। সম্ভবত সেপ্টেম্বর মাস নাগাদ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করবে সরকার। বর্ধিত মহার্ঘ ভাতা লাগু হতে পারে ১ জুলাই ২০২৪ থেকে।

৩ শতাংশ হারে মহার্ঘ ভাতার বৃদ্ধির তথ্য সামনে এলেও ভারতবর্ষে মুদ্রাস্ফীতির পরিস্থিতি বিবেচনা করে চার শতাংশ হারেও ডিএ (DA) বাড়তে পারে। সেক্ষেত্রে সরকারি কর্মীরা ৫৩ থেকে ৫৪ শতাংশ হারে ডিএ পাবেন।পাশাপাশি বৃদ্ধি পেতে পারে বাড়ি ভাড়া ভাতা HRA ও। তাই যদি সেপ্টেম্বরে ঘোষণা হয় পুজোর আগেই ডিএ নিয়ে সুখবর পেয়ে যাবেন সরকারি কর্মীরা। আর তার অপেক্ষাতেই বর্তমানে রয়েছেন সবাই।

এরই মধ্যে শোনা যাচ্ছে অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার কথা। সাধারণত প্রতি ১০ বছরে একটি করে বেতন কমিশন গঠন করে সরকার। উদ্দেশ্য থাকে সরকারি কর্মীদের বেতন সংশোধন করা। এখনো পর্যন্ত অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে স্পষ্ট তথ্য আসেনি।

তবে ধারণা করা যাচ্ছে, খুব শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন হতে পারে। তবে আপাতত সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পাবে। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলার নিষ্পত্তি এখনো হয়নি। রাজ্য সরকারি কর্মীরা কবে বকেয়া ডিএ পাবেন, সেই তথ্য এখনো অজানা।