DA Case In Bengal: ঘুরে গেল খেলা! রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় বড় আপডেট! শীঘ্রই বাড়বে ডিএ, মিলবে বকেয়া?
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে ডিএ বৃদ্ধি ও বকেয়া দেওয়ার (DA Case In Bengal) দাবিতে আন্দোলনরত। রাজ্য সরকারের কাছে বহুবার তাঁরা নিজেদের দাবি পেশ করেছে। শুধু তাই নয়, রাজ্য সরকারি কর্মীরা পথে নেমেছেন, আন্দোলন করেছেন এমনকি কর্মবিরতিতেও গিয়েছেন। সব মিলিয়ে, পশ্চিমবঙ্গের ডিএ ইস্যু বেশ উত্তপ্ত। তবে রাজ্য সরকার সরকারি কর্মীদের দাবি নিয়ে কোন কথা বলেনি।
যার কারণে বাধ্য হয়ে রাজ্য সরকারি কর্মীরা আদালতে দায়ের করেছেন মামলা। সেই মামলা এখন পৌঁছে গেছে সুপ্রিম কোর্টে। দিনের পর দিন ধরে আশায় দিন গুনছেন রাজ্য সরকারি কর্মীরা। এরমধ্যে সম্প্রতি পশ্চিমবঙ্গের ডিএ মামলায় বড়সড় আপডেট সামনে এল। তাহলে কি এবার সত্যি সুখবর পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা? বৃদ্ধি হচ্ছে ডিএ?সরকার বকেয়া দেবে কর্মীদের? আসুন এই নতুন আপডেট সম্পর্কে জানা যাক।
West Bengal DA Case Update 2024
সরকারি কর্মীদের অপেক্ষার প্রহর যেন কাটেনা। দীর্ঘদিন পার করলেও এখনও জট খোলেনি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার (DA Issue In Bengal). আপাতত সকলে একটাই দিকে তাকিয়ে। বলা যায় সকলেই অপেক্ষারত, সকলে অপেক্ষা করছে এই বিষয়ে যে রাজ্য সরকার কবে নতুন করে ডিএ সম্পর্কিত বিষয়ে কোন আপডেট দেবে। তবে সম্প্রতি সকল রাজ্য সরকারি কর্মীর জন্য গুরুত্বপূর্ণ আপডেট সামনে এল। সরকারি কর্মীদের তাকিয়ে থাকতে হবে আগামী বছরের দিকে।
অর্থাৎ আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তাঁদের। কেন? এর কারণ হলো ২০২৫ সালের ৭ জানুয়ারি, মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টে (Supreme Court) উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলা (DA Case)। তবে সরকারি কর্মীদের অপেক্ষা তো হচ্ছেই। তবে কিছুদিন আগেই মামলা সম্পর্কে ফের বড়সড় একটি আপডেট সামনে এসেছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন কিসের আপডেট?
বাম্পার খবর! দীপাবলীর আগেই পাবেন বকেয়া ডিএ! সরকার জারি করল নতুন বিজ্ঞপ্তি
আসলে, সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, বকেয়া ডিএ মামলায় শীঘ্রই তারাও যুক্ত হতে চলেছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন ভাস্কর ঘোষ। প্রসঙ্গটি উল্লেখ করে তিনি লেখেন, ‘রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা এখন সুপ্রিম কোর্ট চলছে। কিন্তু এখনও পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চ এর অংশীদার নয়। আর এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চকে যুক্ত করার জন্য ক্রমাগত প্রচেষ্টা চলছে। এরপর তিনি এও জানান, সংগ্রামী যৌথ মঞ্চের টিম হাইকোর্টে আইনজীবীদের চেম্বারে গিয়েছিলেন। সেখানে এই বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বক্তব্য, এই বৃহৎ ও কঠিন লড়াইয়ে সবাইকে একসঙ্গে পাশে চাওয়া।
রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি কবে?
গত ২০২২ সালের ২০ মে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেয়ে থাকলেও সরকারি কর্মীরা পাননি বকেয়া। ইতিমধ্যে, উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। যদিও সেই পিটিশন খারিজ হয়ে যায়। আর এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মী সংগঠন রাজ্যের বিরুদ্ধে দায়ের করে আদালত অবমাননা মামলার। আর সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য।
সেই থেকে অর্থাৎ ২০২২ সালের নভেম্বর থেকে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে দুই বছর পেরিয়ে ২০২৪ সাল। হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল ঠিকই। তবে গত ২০২২ সালের ২০ মে হাইকোর্ট নির্দেশ দেয়, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ রাজ্যকে মিটিয়ে দিতে হবে। এরপরই রাজ্য সরকার পাল্টা স্পেশাল লিভ পিটিশন দায়ের করে।
আর সেই প্রেক্ষিতেই শুরু হয়েছিল মামলা। তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে গিয়েছে ডিএ মামলার। বর্তমানের পরিস্থিতি দেখে বলা যায়, রাজ্য সরকারি কর্মীদের আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বকেয়া প্রাপ্ত হওয়ার জন্য ও ডিএ বৃদ্ধি হওয়ার জন্য। তাও সকলের আশা, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সরকারি কর্মী মহলের পাশে থাকবে।আদালতের রায়ের পরে বকেয়া এবং ডিএ বৃদ্ধি নিয়ে বাকি কথা জানা যাবে।