CTET 2024: ডিসেম্বরে আয়োজিত হবে টেট পরীক্ষা! শুরু হল অনলাইনে আবেদন! জেনে নিন বিস্তারিত

পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীরা যারা ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন, পূরণ হতে চলেছে তাঁদের স্বপ্ন। কারণ ডিসেম্বরে আয়োজিত হতে চলেছে কেন্দ্রীয় টেট পরীক্ষা (CTET 2024)। আর এই পরীক্ষায় বসতে হলে অনলাইনে আপনাকে জমা করতে হবে আবেদন। নির্দিষ্ট কিছু শর্ত আছে, নির্দিষ্ট যোগ্যতায় আবেদন করতে পারবেন।

এর আগেই জানা গিয়েছিল ডিসেম্বর নাগাদ ‌কেন্দ্রীয় টেট পরীক্ষার আসর বসতে পারে। আর এবার সে ধারণা সত্যি হলো। প্রতিবছর লাখ লাখ পরীক্ষার্থী কেন্দ্রীয় টেট (CTET 2024) পরীক্ষায় অংশগ্রহণ করেন। ‌আবার অনেকেই আছেন যারা রাজ্যের টেট পরীক্ষার পাশাপাশি কেন্দ্রীয় টেট পরীক্ষায় বসেন। তাঁদের সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেটটি রইল।

335 শূন্যপদে কর্মী নিয়োগ করছে NIACL, বেতন 9,000 টাকা, সরাসরি ক্লিক করে আবেদন করুন

CTET 2024 | কেন্দ্রীয় টেট পরীক্ষা ২০২৪

ভবিষ্যতে যারা শিক্ষক হবেন বলে মনস্থির করেন তাঁদের টেট পরীক্ষায় অংশ নিতে হয়। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য একদিকে যেমন রাজ্যের টেট পরীক্ষা থাকে, তেমন ভাবেই কেন্দ্রীয় টেট (CTET 2024) পরীক্ষায় অংশ গ্রহণ করার সুযোগ থাকে। প্রতিবছর বাংলা থেকে বহু চাকরি প্রার্থী কেন্দ্রীয় টেট পরীক্ষায় অংশগ্রহণ করেন। চলতি বছরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। সেক্ষেত্রে কেন্দ্রীয় টেট পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। কি কি যোগ্যতা প্রয়োজন এবং কিভাবে আবেদন করবেন, সমস্ত তথ্য আপনারা দেখে নিন।

CTET 2024 Full Details

দেশের কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য যে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা নেওয়া হয় তাঁকেই বলা হয় সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (CTET 2024)। পরীক্ষাটি আয়োজনের দায়িত্বে থাকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)।

এবার বোর্ডের তরফে এই পরীক্ষার ডিসেম্বর পর্বের জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেখান থেকে জানা যাচ্ছে, পরীক্ষার দিনক্ষণ সম্পর্কে। শুধু পরীক্ষার দিনক্ষণ নয়, পরীক্ষার জন্য শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়াও। সেক্ষেত্রে আগ্রহীরা এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য তার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করুন।

বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, সিটেট পরীক্ষাটি আয়োজিত হবে আগামী ১ ডিসেম্বর। এই দেশের মোট ১৩৬ টি শহরের পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করবে সিবিএসই বোর্ড। পরীক্ষা নেওয়া হবে মোট দুটি অর্ধে। এর মধ্যে প্রথমার্ধের পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ৯ টা থেকে যা চলবে দুপুর ১২ টা পর্যন্ত। আর দ্বিতীয়ার্ধের পরীক্ষা আরম্ভ হবে দুপুর আড়াইটে থেকে যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

রাজ্য গ্রাম পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে চাকরি! এক ক্লিকে আবেদন করুন

CTET Examination Registration 2024

আপনারা যারা এই বছর কেন্দ্রীয় টেট পরীক্ষায় অংশ নিতে চান, তাদের সিটেট-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর সেখানে গিয়ে সমস্ত নথি-সহ জমা করতে হবে আবেদন। এই পরীক্ষার জন্য আবেদন ফি জমা করতে হবে।

শুধুমাত্র প্রথম বা দ্বিতীয় পত্রের পরীক্ষার জন্য অসংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের ১০০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের জমা দিতে হবে ৫০০ টাকা। ইতিমধ্যে মঙ্গলবার থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই পরীক্ষায় আবেদনের শেষ দিন আগামী ১৬ অক্টোবর ২০২৪। তাই যারা এই পরীক্ষায় বসবেন, অবশ্যই অতি শীঘ্রই নিজেদের আবেদন জমা করুন।

Related Articles

Back to top button