কলকাতা সহ আরও বিভিন্ন শহরে দাম কমলো Gas Cylinder এর। দেখে নিন প্রতি সিলিন্ডার কত কমলো দাম।

ইতিমধ্যে দাম কমলো রান্নার গ্যাসের (Gas Cylinder). রান্নার গ্যাসের দাম দিন প্রতিদিন যে হারে বাড়ছে তাতে দাম কমার এই খবরটি সাধারণ মানুষের কাছে খুবই খুশির খবর। শুধু মাত্র কলকাতাতেই এই রান্নার গ্যাসের দাম কমেনি। কলকাতা সহ দেশের আরো বিভিন্ন শহরে গ্যাসের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম দিন প্রতিদিন বেড়েই চলেছে। তাতে গ্যাসের দাম কমার কোনো সম্ভাবনাই তেমন লক্ষ্য করা যায় না।

Advertisement

Commercial Lpg Gas Cylinder Price Decreased

এর পরেও পয়লা জুলাই থেকে গ্যাসের দাম কমার নির্দেশিকা জারি করেছে সরকার। জুন মাসের শেষে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমাবার সিদ্ধান্ত নিলেন সরকার। পয়লা জুলাই থেকে এই দাম কার্যকরী হবে। ইতিমধ্যে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই এই চারটি শহরে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ৩১ টাকা করে। সেখানে একটি বড় শহরে দাম কমেছে ৩০ টাকা।

এখানে যারা বাণিজ্যিক রান্নার গ্যাস কেনেন যেমন হোটেলের মালিক, বিভিন্ন রেস্টুরেন্ট তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা দেখা যাচ্ছে। এখন দিল্লিতে প্রতি সিলিন্ডার বাণিজ্যিক সিলিন্ডারের দাম পড়ছে ১৬৪৬ টাকা। এখন এই গ্যাস এখন আপনারা ৩০ থেকে ৩১ টাকা কম দামে পাবেন। তবে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি এক্ষেত্রে গৃহস্থালির রান্নার গ্যাসের দামের কোনো পরিবর্তন হয়নি। আপনারা একই দামে গৃহস্থালির রান্নার গ্যাস পাবেন (Gas Cylinder).

Ads

1st জুন থেকেই বন্ধ হবে LPG Gas কানেকশন ও ভর্তুকি! চালু রাখতে এখনই এই কাজ করুন

তবে আমরা সকলেই জানি ১৯ কেজি বানিজ্যিক রান্নার গ্যাসের ক্ষেত্রে কোনো ভর্তুকি প্রদান করেন না সরকার। কিন্তু গৃহস্থের রান্নার গ্যাসের জন্য ভর্তুকি প্রদান করা হয়। ইতিমধ্যে সরকার গৃহস্থলীর রান্নার গ্যাস বাবদ ভর্তুকির পরিমাণও বাড়িয়েছে। তেল কোম্পানিগুলির প্রতি মাসের এই দামের পরিবর্তন যা মাসিক বাজেটকেও প্রভাবিত করে।

Advertisement

দিন প্রতিদিন গ্যাসের (Gas Cylinder) দামের এই ওঠানামা রাজ্যবাসী সহ দেশের সকল মানুষের কাছেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই বিষয়ে সরকার প্রত্যেক বারের মতো দেশবাসীর সুবিধার্থেই সিদ্ধান্ত নেবেন বলে জনগনের আশ্বাস। বাণিজ্যিক হোক বা গৃহস্থের গ্যাস কেনার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করে তবেই তা কেনা উচিত। এমনই কিছু টিপস আজ আমরা আপনাদের জানাবো।

Advertisement

১) প্রথমেই একটি অনুমোদিত ডিলারের কাছ থেকে গ্যাস কিনতে হবে।
২) সিল খোলা গ্যাস কখনই গ্রহণযোগ্য নয়। লিক মনে হলে সঙ্গে সঙ্গে ডিলারকে জানাতে হবে।
৩) গ্যাসের ডেট সঠিক ভাবে, যাচাই করে নিতে হবে।
৪) এছাড়া ডেলিভারির সময় কোম্পানির সিল ও সুরক্ষা ক্যাপ দেখে নিতে হবে।
Written by Sathi Roy.

Ads

সম্পাদক

Leave a Comment

Advertisement