Chit Fund Refund: চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হল। কারা পাবেন টাকা? কিভাবে পাবেন? দেখে নিন
Chit Fund Money Refund
বছরের শুরুতে চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হল (Chit Fund Refund). চিটফান্ডে টাকা রেখে প্রতারিত হয়েছেন অনেক মানুষ। অনেকেই আশা করেননি যে চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হতে পারে। কিন্তু এবার সবার জন্যই স্বস্তির খবর। কারণ চিটফান্ডে টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। প্রচুর মানুষকে চিটফান্ডের টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। আপনিও যদি একদা চিটফান্ডে টাকা রেখে থাকেন তাহলে আপনিও টাকা ফেরত পাবেন। কিন্তু প্রশ্ন হল কিভাবে পাবেন? সে বিষয়ে জানতে আজকের এই প্রতিবেদন পড়ে নিন।
Chit Fund Money Refund Process
চিটফান্ড আসার পর তাঁদের পাতা ফাঁদে পা দিয়ে প্রচুর মানুষ সর্বশান্ত হয়েছিলেন। তাই আপনাদের কষ্ট করে অর্জিত টাকা যা আপনারা ভাল রিটার্ন পাওয়ার আশায় বিভিন্ন চিটফান্ডে রেখেছিলেন তা পরবর্তী সময়ে বন্ধ হয়ে যায়। এর ফলে প্রচুর ক্ষতি হয় আপনাদের। সাধারণ মানুষের কথা চিন্তা করে এই সকল চিটফান্ডের বিরুদ্ধে পরে হাইকোর্টে মামলা করা হয়েছিল। সেই মামলা চলাকালীন চিটফান্ড কোম্পানির সম্পত্তি বিক্রি করে যারা টাকা রেখেছিলেন তাদেরকে টাকা ফেরানোর উদ্যোগও গ্রহণ করা হয়।
বর্তমানে বেশ কয়েকটি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হলো। তাই বর্তমানে কোন কোন চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে, সে বিষয়ে আপনার জানা উচিত। এছাড়া আপনি টাকা ফেরত পাচ্ছেন কিনা, আপনাকে টাকা ফেরত দেওয়া হয়েছে কিনা সেই লিস্টও আপনার চেক করে নেওয়া উচিত। এসব তথ্য কিভাবে জানবেন, কিভাবে দেখবেন, সেই সমস্ত কিছু আলোচনা করা যাক আজকের প্রতিবেদনের মাধ্যমে।
কোন কোন চিটফান্ডের টাকা ফেরত দেওয়া চলছে?
আপনারা প্রধানত অনেক চিটফান্ডে নিজের টাকা রেখেছিলেন। তার মধ্যে সম্প্রতি বেশ কয়েকটি চিটফান্ডে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া আরম্ভ হয়েছে। কোর্টের তরফ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। বর্তমানে কোন কোন চিটফান্ডে টাকা ফেরত দেওয়ার আবেদন গ্রহণ করা হচ্ছে দেখে নিন তার লিস্ট।
১) ROSE VALLEY ২) ALCHEMIST GROUP OF COMPANIES ৩) WARIS FINANCE INTERNATIONAL GROUP OF COMPANIES ৪) MPS GROUP OF COMPANIES ৫) VIBGYOR GROUP OF COMPANIES ৪) PAILAN GROUP OF COMPANIES
চিটফান্ডের টাকা ফেরত পাবার জন্য কী কী ডকুমেন্ট লাগছে?
চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার জন্য যে যে ডকুমেন্ট লাগছে, সেগুলি হল- ১) ভোটার কার্ড ২) আধার কার্ড ৩) চিটফান্ড সার্টিফিকেট ৪) ৫) চিটফান্ডের রিসিভ কপি ৩) ব্যাংকের পাসবই
কত টাকা ফেরত দেওয়া হচ্ছে
চিটফান্ডের কত টাকা ফেরত দেওয়া হচ্ছে এই বিষয়ে জানতে হলে মনে রাখবেন, মূলত আপনারা যে আসল টাকাটি চিটফান্ডে রেখেছিলেন এখন সেই আসল টাকাটি ফেরত দেওয়া হচ্ছে।
রোজভ্যালির টাকা পাঠানো শুরু হল! কিভাবে টাকা পাবেন? পদ্ধতি জেনে নিন
টাকা ফেরত দেওয়ার আবেদন পদ্ধতি
চিটফান্ডের টাকা কিভাবে ফেরত পাবেন? অর্থাৎ এর জন্য আপনাকে কিভাবে আবেদন করতে হবে? এবার সেই বিষয়ে জেনে নেওয়া যাক।আসলে চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার জন্য আপনাদেরকে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আর সেখানে গিয়ে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে। এর জন্য আপনারা যে চিটফান্ডে টাকা রেখেছিলেন তার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। ইতিমধ্যে চিটফান্ড আমানতকারীরা নিজ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত পেয়ে গিয়েছেন। তাই আপনি টাকা ফেরত পেয়েছেন কিনা তার লিস্ট ডাউনলোড করে চেক করে নিতে পারবেন।