Personal Loan – প্রয়োজনে টাকা দিচ্ছে সরকার! শুধুমাত্র এই সঠিক নিয়ম মেনে আবেদন করলে আপনিও পাবেন টাকা

একজন ব্যক্তি যত টাকা উপার্জন করুক না কেন বিভিন্ন প্রয়োজনে অনেক সময় টাকার দরকার পড়ে যায় (Personal Loan). আর সেই সময় নিকট আত্মীয়ের কাছেও এতগুলো টাকা পাওয়া যায় না। সেই সময় অনেকেই লোনের জন্য ভেবে থাকেন। কিন্তু অনেকের কাছে লোন নেওয়াটা ঝক্কির ব্যাপার মনে হয় কারণ লোন নিতে গেলে অনেক নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হয়। এছাড়া লোন নেওয়ার পরে সুদ সমেত টাকা শোধ করার মধ্যেও একটা চিন্তা থাকে।

Check New Rules for Instant Personal Loan

সেই কারণে অনেকে লোন নেওয়া থেকে বিরত থাকে। তারপরেও অনেকেই ব্যক্তিগত প্রয়োজনে (Personal Loan) বাড়ি করার জন্য, গাড়ি কেনার জন্য, মেয়ের বিয়ে এমনকি পড়াশুনার জন্য লোন নিয়ে থাকে। তবে কোনো কিছু না জেনে বুঝে লোন নিয়ে নেওয়া ঠিক নয়। এমন অনেক ব্যক্তি আছেন যারা লোন নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়েছেন।

তাই লোন নেওয়ার আগে ভালো ভাবে ব্যাংকের দেওয়া শর্ত মেনে বুঝে নিজ দায়িত্বে লোন নিন। লোন নেওয়ার (Personal Loan) ক্ষেত্রে কোন বিষয় গুলি মাথায় রাখা জরুরী সেই নিয়ে আজকের প্রতিবেদনের মূল বিষয়। জেনে রাখলে উপকার পাবেন। এই বিষয়গুলো মানলে আশা করা যায় কোনো সমস্যার পড়বেন না। ব্যাংক থেকে লোন পেতে গেলে কিছু যোগ্যতা প্রয়োজন হয়।

প্রয়োজনীয় শর্ত

  • ব্যাংক প্রথমেই আপনার ইনকাম চেক করবে। আপনার একটা ফিক্সড ইনকাম থাকতে হবে। যদি আপনার মাসিক ইনকাম ৩০ হাজার টাকা হয় তাহলে ব্যাংক থেকে আপনি লোন পাওয়ায় জন্য যোগ্য হবেন (Personal Loan).
  • ব্যাংক এরপর আপনার বয়স দেখবে। আপনার বয়স যদি ২১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে হয় তবেই ব্যাংক তাকে লোন দেবে (Personal Loan).
  • এখন যে শর্ত বলা হবে সেটি খুবই দরকার আর সেটা হলো সিভিল স্কোর। আপনার সিভিল স্কোর যত বেশি হবে তত কম সুদে ও সহজে লোন পেতে পারবেন। যদি আপনার সিভিল স্কোর ৭৫০ এর বেশি হয় তা চিহ্নিত করে যে আপনি একজন বিশ্বাসযোগ্য ঋণ গ্রাহক।
  • আপনি যদি এর আগে কোথাও থেকে লোন নিয়ে থাকেন তাহলে সেই প্রতিষ্ঠানে লোন ঠিকমতন শোধ করেছেন কিনা সেটা ম্যাটার করবে আপনার লোন পাওয়ায় ওপর।

পড়াশোনার জন্য 20 লাখ টাকা দিচ্ছে এই ব্যাংকগুলি খুবই কম সুদে। এখনই সমস্ত ডিটেলস জেনে

তবে ঋণ নেওয়ার আগে ভেবেচিন্তে ঋণ নিন। অনেক সময় ছোট্ট কোন প্রয়োজনে অল্প টাকার দরকার পড়লে অনেকেই ঋণ নিয়ে বসেন। কিন্তু সে ক্ষেত্রে ঋণ না নিয়ে কোন বন্ধু বা নিকট আত্মীয়র থেকে ধার নেওয়ার চেষ্টা করুন। একান্তই যদি কোন জায়গা থেকে ধার না পান তখন লোন নিন কিন্তু আপনার আয়ের পরিমাণ বুঝে লোন নিন যাতে কোনো সমস্যা না হয় টাকা পরিশোধ করতে (Personal Loan).

অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি টাকা ধার নিয়ে বসেন কিন্তু সেটা করা একদমই উচিত নয় যেটুকু আপনার প্রয়োজন সেটুকুই ঋণ নিন। আরেকটা জিনিস লোন নেওয়ার আগে ভালো করে জেনে নেবেন লোন (Personal Loan) নেওয়ার পরে পরিশোধের মেয়াদ কতদিন এবং সুদের হার কত।

PLI Scheme বা পোস্টাল লাইফ ইন্সুরেন্স স্কিম

যদি কম সময়ের মধ্যে লোন শোধ দিতে পারেন তাহলে ইএমআই বেশি হবে ঠিকই, কিন্তু সুদের হার কম। আর বেশিদিন ঋণের বোঝাও টানতে হবেনা আপনাকে। অন্যদিকে বেশি মেয়াদে শোধ করতে চাইলে Personal Loan EMI বা ব্যাক্তিগত লোন ইএমাই কমবে।

কিন্তু মনে রাখবেন সুদের হার বাড়বে এবং ঋণের বোঝাও বাড়বে। এছাড়া বিভিন্ন ব্যাংকে সুদের হার ভিন্ন হয় তাই যে ব্যাংকে সুদের হার কম এবং প্রসেসিং চার্জ কম সেই ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করুন। Personal Loan বা ব্যাক্তিগত লোন ক্ষেত্রে সুদ জমা দিতে দেরি হলে ব্যাংক একটি পেনাল্টি চার্জ কাটে।

পড়ুয়াদের উচ্চ শিক্ষায় সুলভে শিক্ষা ঋণ দিচ্ছে এই সকল ব্যাংক। অনলাইনে আবেদন করুন।

এই পেনাল্টি চার্জ বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম হয়। লোন (Personal Loan) দেওয়ার আগে ব্যাংক আপনার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিতে কোনো শর্ত থাকতে পারে। তাই চুক্তি স্বাক্ষর করার আগে ভালো করে পড়ে নেবেন। তাই লোন নেওয়ার আগে সব দিক বিচার বিবেচনা করে তবেই লোন নেওয়ার দিকে অগ্রসন হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button