Jio Recharge – জিও গ্রাহকদের মাথায় হাত। চুপিসারে বন্ধ হয়ে গেল সস্তার প্ল্যান। খরচ আরো বেড়ে গেল।

গ্রাহকদের জন্য চালু করা এই Jio Recharge Plan এবার বন্ধ করতে চলেছে জিও। অসুবিধার মুখে কোটি কোটি গ্রাহক। বিশেষ করে যেসমস্ত গ্রাহক কম ডেটা ও অপেক্ষাকৃত সস্তার রিচার্জ প্ল্যান প্রতিমাসে তাদের মোবাইলে ভরে থাকেন। বিস্তারিত জেনে নিন।

Advertisement

Jio Recharge Plans Kolkata 2023

ভারতের টেলিকম সংস্থাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম নেটওয়ার্ক হলো রিলায়েন্স জিও। এর জনপ্রিয়তার পেছনে মূল যে কারণটি দায়ী সেটি হল এর সস্তা রিচার্জ প্ল্যান। বর্তমানে সমস্ত জিনিসের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে ফোনের রিচার্জ এর দামও। কিন্তু বর্তমানে দুর্মূল্যের বাজারে যেখানে দুবেলা দুমুঠো খাবার যোগাড় করতে মধ্যবিত্ত মানুষরা হিম সিম খেয়ে যায় সেখানে এত টাকা দিয়ে মোবাইল রিচার্জ করা তো তাদের পক্ষে দুঃসাধ্য ব্যাপার।

কিন্তু জিও কোম্পানির রিচার্জ প্ল্যান গুলির দাম তুলনামূলকভাবে অন্য কোম্পানিগুলির চেয়ে কম হওয়ায় স্বাভাবিকভাবেই মানুষকে আকর্ষণ করে এই কোম্পানি। পাশাপাশি এর সমস্ত রিচার্জ প্ল্যান গুলিতেই দেওয়া হয় অতিরিক্ত বেশ কিছু সুবিধা। তবে এবার এই কোম্পানির তরফে বন্ধ করে দেওয়া হলো একটি জনপ্রিয় রিচার্জ প্ল্যানের (Jio Recharge) বেশ কিছু সুবিধা। যার ফলে এখন মাথায় হাত পড়তে চলেছে জিওর সকল গ্রাহকদের।

Ads

২০১৬ সালে রিলায়েন্স কোম্পানি বাজার থেকে উঠে যাওয়ার পর জিও (Jio Recharge) হিসেবে নতুন ভাবে আত্মপ্রকাশ করে এটি। বাজারে প্রথম আনলিমিটেড প্লান এর সুবিধা এনে দিয়েছিল এই কোম্পানি। পরবর্তীকালে সেই পদ্ধতি অবলম্বন করেছিল অন্যান্য টেলিকম সংস্থাগুলি। শুরু থেকেই জিওর পথ চলায় তার সঙ্গী হয়েছিল দেশের কোটি কোটি মানুষ। কম সময়ের মধ্যে কোন টেলিকম কোম্পানি এর আগে এত বিশাল সংখ্যক গ্রাহক সংখ্যা জোগাড় করতে পারেনি আমাদের দেশে।

Advertisement

জিওই ছিল প্রথম এরকম একটি সংস্থা। পরবর্তীকালে সেই গ্রাহক সংখ্যা বাড়তে বাড়তে চরম পর্যায়ে পৌঁছায়। বর্তমানে জিওর মোট গ্রাহক সংখ্যা হল সারা দেশের মধ্যে ৪৫ কোটি। দেশের মানুষদের সামর্থ্যের কথা চিন্তা করে পাশাপাশি বর্তমানের বাজারদর কেও স্মরণে রেখে জিও তার বেস্ট অফার গুলি (Jio Recharge) গ্রাহকদের জন্য প্রদান করে থাকে। আর এবারও এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য সংস্থার তরফ থেকে নেওয়া হল এই বিশেষ পদক্ষেপ।

Advertisement
আধার কার্ড জালিয়াতি (Aadhaar card fraud)

সম্প্রতি জিওর তরফে ঘোষণা করা হয়েছে যে একটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান থেকে বেশ কিছু সুবিধা প্রত্যাহার করে নেওয়া হবে। জিওর ৯৯৯ টাকার unlimited রিচার্জ প্ল্যানটির (Jio Recharge) সম্পর্কে আমরা সকলেই জানি। এই প্ল্যানটিতে ৮৪ দিনের বৈধতার সঙ্গে দেয়া হতো আনলিমিটেড কলিং, প্রতিদিন ৩ জিবি ডাটা এবং ১০০ টি মেসেজ এর সুবিধা।

Ads

বিশ্বকর্মা পুজোর দিন চালু বিশ্বকর্মা প্রকল্পের। প্রত্যেক খেটে খাওয়া মানুষ পাবে 15 হাজার টাকা।

তবে এছাড়াও অতিরিক্ত ৪০ জিবি ডেটার সুবিধা ও দেওয়া হতো এই প্ল্যানটির সঙ্গে গ্রাহকদের। কিন্তু এবার সেই ৪০ জিবি অতিরিক্ত ডেটা সুবিধাই কেড়ে নেওয়া হলো গ্রাহকের কাছ থেকে। অর্থাৎ এখন থেকে ৯৯৯ টাকা দিয়ে যদি কেউ রিচার্জ (Jio Recharge) করেন তাহলে পাবেন কেবল আনলিমিটেড কলিং, প্রতিদিন 3gb ডেটা এবং ১০০ টি করে এসএমএস এর সুবিধা ৮৪ দিনের জন্য।

এবার থেকে কারেন্ট বিল দিন ভাগে ভাগে। নতুন পরিষেবা চালু করলো বিদ্যুৎ বিভাগ।

যাদের অতিরিক্ত ডেটার দরকার তাদেরকে আলাদা করে রিচার্জ করাতে হবে সেই ডেটা পাওয়ার জন্য। যার ফলে এখন থেকে সমস্যায় পড়তে চলেছেন জিওর অনেক গ্রাহকরাই।
Written by Nabadip Saha.

সুখবর বাংলা

Leave a Comment

Advertisement