Cheapest 5g mobile phone – সাধ্যের মধ্যে ইচ্ছাপুরন! অবিশ্বাস্য দামে লেটেস্ট 5G স্মার্টফোন এবার মধ্যবিত্তের হাতের মুঠোয়।
Cheapest 5g mobile phone – মাত্র এগারো হাজার টাকায় ব্রান্ডেড 5G স্মার্টফোন, জানুন বিস্তারিত।
কয়েক বছর আগেই চালু হয়েছিল (Cheapest 5g mobile phone) ৪ জি পরিষেবা আর এখন ৪ জি কানেকশন রয়েছে ঘরে ঘরে। উন্নত নেটের স্পিড থেকে শুরু করে আধুনিক পরিষেবা সবই ধরা দিয়েছে এই ৪ জি কানেকশন এর হাত ধরেই। এবার খুব শীগ্রই ভারতে চালু হতে চলেছে ৫ জি পরিষেবা।
আরও পড়ুন, বদলে গেল উচ্চমাধ্যমিকের সম্পূর্ণ রুটিন, এক ক্লিকেই ডাউনলোড করুন।
তাই এখন অনেকেই এই উন্নত পরিসেবা উপলব্ধি করতে কিনতে চাইছেন ৫ জি স্মার্টফোন (Cheapest 5g mobile phone)। তবে ভারতে মিড রেঞ্জের ৫ জি স্মার্টফোনের থেকে সস্তার স্মার্টফোনের চাহিদা অনেক বেশি।
আপনিও যদি অত্যন্ত কম দামে এই সুবিধে পেতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। গতবছর জুন মাসেই লঞ্চ করেছিলো Poco M3 Pro 5G ফোনটি। আর এখন ফ্লিপকার্ট এ চলতে থাকা Poco Days সেল এ এই ফোন টি পাওয়া যাচ্ছে মাত্র ১১ হাজার টাকায় ।
Poco M3 Pro 5G এর দাম ও অফার : বাজারে পাওয়া এই ফোনটির এখনও অব্দি দুটি ভারিয়েন্ট বেরিয়েছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল (Cheapest 5g mobile phone) স্টোরেজ এর এই পোকো m3 pro ভারিয়েন্টি র দাম রাখা হয়ছে মাত্র ১৩,৯৯৯ টাকা। আবার ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট টির দাম রাখা হয়েছে ১৫,৯৯৯ টাকা।
তবে ফ্লিপকার্ট এ এখন দারুণ অফার চলছে আর এই অফার এর মাধ্যমে অত্যন্ত কম মূল্যে আপনারা (Cheapest 5g mobile phone) এই ফোন টি সংগ্রহ করতে পারবেন। ফ্লিপকার্ট এখন ফোনটির এই দুটি ভ্যারিয়েন্ট কে ১১,৯৯৯ টাকায় ও ১৩,৯৯৯ টাকায় বিক্রি করছে।
আরও পড়ুন, এক লাফে ২৪ টাকা কমে গেল রিচার্জের দাম, মাস্টার স্ট্রোক জিওর।
এছাড়াও যদি আপনার HDFC ব্যাঙ্ক এর কার্ড থাকে তাহলে আপনারা আরো ১০০০ টাকার ছাড় (Cheapest 5g mobile phone) পেয়ে যেতে পারেন। অর্থাৎ ফোনটি পেয়ে যাবেন মাত্র ১১০০০ টাকায়। এছাড়া রয়েছে ১১,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।
ফিচার :
পোকো এম৩ প্রো ৫জি ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি ফুল (Cheapest 5g mobile phone) এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে, মালি জি ৫৭ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ কাস্টম ওএস।
আর আপনার যদি ফটোগ্রাফির শখ থাকে তাহলে অবশ্যই আপনি এই ফোন টি কিনুন (Cheapest 5g mobile phone)। এতে পেয়ে যাবেন ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও ফোন টির ব্যাটারি ক্ষমতাও ভীষণ ভালো। ৫০০০ এমএএইচএর ব্যাটারি পাবেন এতে,যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এত কম দামে এত দারুণ ফিচার (Cheapest 5g mobile phone) কি বিশ্বাস হচ্ছেনা তাহলে অবশ্যই ঘুরে আসুন ফ্লিপকার্ট মার্কেট এ এবং চটপট অর্ডার করে আনিয়ে নিন Poco M3 Pro এর এই ৫ জি ফোন টি।
কেমন লাগলো এই ফোনের ফিচার্স? নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবং আরও এই ধরনের প্রতিবেদন পেতে নিয়মিত চোখ রাখুন সুখবর বাংলায়।
Written By Ritwika Halder