Chandrayaan 3 – চন্দ্রযান ৩ নিয়ে সরকারি চাকরির প্রস্তুতির জন্য এই প্রশ্ন গুলি ও উত্তর জেনে রাখুন।

চাঁদের মাটিতে পা দিল ভারতের চন্দ্রযান ৩ তথা ‘Chandrayaan 3’. Indian Space Research Organisation (ISRO) এর বিজ্ঞানীদের দীর্ঘ প্রচেষ্টা সফলতা লাভ করলো অবশেষে। গত কালকেই এই চন্দ্রযান ৩ এর বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে অবতরণ করেছে। আর এই খবর পাওয়ার পরেই আকাশে বাতাসে খুশির ছোঁয়া লেগেছে সারা দেশ জুড়ে। কারণ ইসরোর সমস্ত বিজ্ঞানী তথা আপামর দেশবাসীর কাছে এটি এক অত্যন্ত গর্বের বিষয় যে তাদের তৈরি মহাকাশযান প্রথম পা রাখল চাঁদের দক্ষিণ মেরুতে।

Chandrayaan 3 Missions

এই চাঁদের দক্ষিণ মেরু যা এতদিন ধরে একটি রহস্যের বিষয় ছিল, যা নিয়ে বিশ্বের বিভিন্ন উন্নত শ্রেণীর দেশগুলিও গবেষণা চালিয়ে যাচ্ছে বহু বছর ধরে, কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে অক্ষম হয়েছে সকল দেশই। এমনকি কিছুদিন আগে রাশিয়ার ‘লুনা ২৫’ নামক মহাকাশযানটিও চাঁদের এই দক্ষিণ মেরুতে পা রাখার আগেই ক্র্যাশ করে যায়। সেখানে দাঁড়িয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার স্বীকৃতি পেল ভারত। এটি তো সকলের কাছে গর্বের বিষয় হবেই।

Chandrayaan 3 (চন্দ্রযান ৩)

পূর্বে দুবার চাঁদের এই দক্ষিণ মেরুর উদ্দেশ্যে অভিযান চালিয়েছে ইসরো। কিন্তু কোন প্রচেষ্টাই শেষ পর্যন্ত সফল হয়নি। অবশেষে এইবার আনন্দের হাসি হাসলেন ইসরোর বিজ্ঞানীরা। স্বাভাবিকভাবেই এখন এই ‘Chandrayaan 3’ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে এমনকি জনগণের মধ্যেও। এটিই এই মুহূর্তের সবচেয়ে আকর্ষণীয় খবর। তাই এই চন্দ্রযান ৩ নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও চাকরির পরীক্ষায় এই বিষয়ে প্রশ্ন আসতে পারে। তাই এক নজরে প্রশ্ন ও উত্তরগুলি জেনে নিন।

বিশেষত বর্তমানে যারা সরকারি চাকরি অথবা অন্য কোন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জানা অত্যন্ত প্রয়োজনীয় এই বিষয়গুলি। নিচে এই ধরনের সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা হলো।

GK – Chandrayaan 3 question answers

১. ‘Chandrayaan 3’ মিশন কোন সংস্থা উৎক্ষেপণ করেছে?
উঃ Indian Space Research Organisation (ISRO) বা ইসরো।
২. ISRO এর বর্তমান চেয়ারম্যান কে?
উঃ ISRO এর বর্তমান চেয়ারম্যান S. Somnath.
৩. ISRO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ বেঙ্গালুরু।

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে নিয়ম বদল। চাকরি প্রার্থীদের মাথায় হাত।

৪. ভারতের ‘Rocket Man’ নামে কে পরিচিত?
উঃ K. Sivan.
৫. ভারতের ‘Rocket Woman’ নামে কে পরিচিত?
উঃ Dr. Ritu Karidhal Srivastav.
৬. ‘চন্দ্রযান ৩’ এর নেতৃত্ব কে দিয়েছেন?
উঃ Chandrayaan 3 এর নেতৃত্ব দিয়েছেন Dr. Ritu Karidhal Srivastav.

আরও পড়ুন, কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি ও আবেদনের প্রক্রিয়া জেনে নিন।

৭. ‘Chandrayaan 3’ মিশনের theme কি?
উঃ Science of The Moon.
৮. কবে এবং কোথা থেকে লঞ্চ করা হয়েছে ‘চন্দ্রযান ৩’?
উঃ ভারতের এই ‘চন্দ্রযান ৩’ লঞ্চ করা হয়েছিল ১৪ ই জুলাই তারিখে দুপুর ২:৩৫ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান (S.H.A.R) স্পেস সেন্টার থেকে।
৯. এর আগে কতবার এই ‘চন্দ্রযান’ মিশন করা হয়েছে?
উঃ এর আগে দুবার চন্দ্রযান মিশন করা হয়েছে ইসরোর তরফ থেকে। ‘চন্দ্রযান ১’ লঞ্চ করা হয়েছিল ২০১০ সালে এবং ‘চন্দ্রযান ২’ লঞ্চ করা হয়েছিল ২০১৯ সালে। ‘চন্দ্রযান ৩’ হল ইসরোর তৃতীয়তম মিশন।

চাঁদের মাটিতে পা রাখলো চন্দ্রযান। 14 দিন ধরে কি কি করবে ল্যান্ডার বিক্রম? দেখুন পুরো মিশন

১০. কোন রকেটের মাধ্যমে উৎক্ষেপন করা হয়েছে ‘Chandrayaan 3’?
উঃ L M V (Launch Vehicle Mark) – 3 M4 বা GSLV (Geosynchronous Satellite Launch Vehicle) Mark 3 Rocket দ্বারা উৎক্ষেপণ করা হয়েছে ‘চন্দ্রযান ৩’ এর।
১১. মোট কয়টি মডিউল বা পার্ট রয়েছে ‘চন্দ্রযান ৩’ এ?
উঃ তিনটি। একটি ল্যান্ডার মডিউল, একটি প্রোপালশান মডিউল এবং একটি রোভার।
১২. ‘চন্দ্রযান ৩’ এর ল্যান্ডারটির নাম কি?
উঃ বিক্রম ল্যান্ডার।

১৩. ‘চন্দ্রযান ৩’ এর রোভারটির নাম কি?
উঃ প্রজ্ঞান রোভার।
১৪. কবে ‘Chandrayaan 3’ চাঁদের মাটিতে পৌছায়?
উঃ ২৩ আগস্ট ২০২৩।
১৫. এই মিশনের উদ্দেশ্য‌ কি?
উঃ ‘চন্দ্রযান ৩’ কে চাঁদের মাটিতে সুরক্ষিতভাবে অবতরণ করিয়ে চন্দ্রপৃষ্ঠের বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা এবং তার দ্বারা বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। এছাড়া চাঁদের মাটিতে প্রজ্ঞান রোভার ১৪ দিন ধরে বিভিন্ন নমুনা সংগ্রহ করে পৃথিবীতে রিপোর্ট পাঠানোই এই মিশনের অন্যতম উদ্দেশ্য।

চালু হল কেন্দ্র সরকারের নতুন এক প্রকল্প, আবেদন করলেই পাবেন নগদ 50000 টাকা।

১৬. ‘চন্দ্রযান ৩’ এর মোট ওজন কত?
উঃ ৩৯০০ কেজি।
১৭. কেন চন্দ্রযানের ল্যান্ডারটির নাম ‘বিক্রম’ রাখা হয়েছে?
উঃ ISRO এর প্রতিষ্ঠাতা তথা প্রাণপুরুষ বিক্রম আম্বালাল সারাভাই কে শ্রদ্ধা জানাতেই তাঁর নামানুসারে ‘এই বিক্রম ল্যান্ডার’ নামকরণ করা হয়েছে।

১৮. চন্দ্রযান ৩ এর বাজেট কত?
উঃ চন্দ্রযান ৩ এর বাজেট মাত্র ৬১৫ কোটি ভারতীয় টাকা।
১৯. কখন বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে ল্যান্ডিং করে?
উঃ ২৩শে আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা ২ মিনিটে চাঁদের বুকে বিক্রম ল্যান্ডার ল্যান্ডিং বা অবতরন করে।
২৩. চাঁদের দক্ষিন মেরুতে মূল্যবান কোন বস্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে?
উঃ হিলিয়ামের মূল্যবান আইসোটোপ হিলিয়াম ৩ চাঁদের কুমেরুতে রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত মাত্র ১ কেজি হিলিয়াম ৩ সারা ভারতের ১ বছরের জ্বালানীর খরচ যোগাতে পারে।

এছাড়া আরও তথ্য জানলে আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে সেই কমেন্ট গুলো পড়ে, সমস্ত চাকরিপ্রার্থীদের উপকার হবে।
Collected by Nabadip Saha.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button