Central Government NMMSS Scholarship Scheme

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বহু উপকার পেয়েছেন সাধারণ মানুষ। সরকারের (Central Government) এই সকল প্রকল্পগুলি কখনো সাধারণ মানুষকে আর্থিক সাহায্য প্রদান করছে আবার কখনো এই সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে সাহায্য করছে। তবে সম্প্রতি যা জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার সকলের একাউন্টে পাঠাচ্ছে কড়কড়ে ১২ হাজার টাকা। এই কথা শুনে আপনি ভাবছেন তো কিভাবে? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। ‌ আসুন পড়ে নেওয়া যাক কিভাবে কেন্দ্রের তরফে আপনি এই সাহায্য পাবেন। ‌আসলে একটি স্ক্লারশিপ প্রকল্পের মাধ্যমে টাকা পাঠাচ্ছে সরকার। যার নাম NMMSS Scholarship. এই স্ক্লারশীপের ডিটেলস উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Central Government NMMSS Scholarship

তবে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব কেন্দ্রের (Central Government) কোন প্রকল্প নয় তবে সরকারের একটি স্কলারশিপ স্কিমের বিষয়ে। এই স্কলারশিপের নাম হলো ন্যাশনাল মিনস মেরিট কাম স্কলারশিপ। কেন্দ্রীয় সরকারের তরফে চালু হওয়া এই ন্যাশনাল মিনস-মেরিট কাম স্কলারশিপ (NMMSS)-এর অধীনে একজন শিক্ষার্থীকে প্রতি বছর ১২,০০০ টাকা স্কলারশিপ প্রদান করা হয়। প্রধানত যারা মেধাবী এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, তাঁদের এই স্কলারশিপের মাধ্যমে সাহায্য করা হবে। তাই আপনিও যদি এই স্কলারশিপের অধীনে নিজের নাম লেখাতে চান, তাহলে অবশ্যই আপনার জেনে নেওয়া জরুরী আবেদন যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে। ‌

NMMSS স্কলারশিপের সুবিধাগুলি কী কী?

কেন্দ্রীয় সরকারের এই NMMSS স্কলারশিপের অধীনে প্রত্যেক শিক্ষার্থী বার্ষিক ১২০০০ টাকা করে স্টাইপেন্ড পেতে পারেন। শুধু তাই নয়, এই স্কলারশিপের দ্বারা প্রতিবছর মোট ১ লক্ষ শিক্ষার্থী এই বৃত্তি পেয়ে থাকবেন। এর মধ্যে ৮০ হাজারের বেশি শিক্ষার্থী চলতি অর্থবর্ষে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আর এই অর্থ সাহায্য পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আবেদন যোগ্যতা সম্পর্কে এবং প্রত্যেকটি শর্ত সম্পর্কে জানতে হবে।‌

NMMSS স্কলারশিপের আবেদন যোগ্যতা

যারা এই স্কলারশিপের জন্য আবেদন জমা করতে আগ্রহী তাদের কিছু শর্ত মেনে চলা জরুরী। যেমন এই স্কলারশিপে আবেদন করতে হলে শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় হতে হবে ৩.৫ লক্ষ টাকার কম। দ্বিতীয়ত, এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীকে প্রধানত সপ্তম শ্রেণীর পরীক্ষায় কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। তবে তপশিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। যেমন, শিক্ষার্থী ৫০ শতাংশ নম্বর পেলেই অগ্রাধিকার পাবেন।

ভাইফোঁটার আগে নতুন প্রকল্প! ভাই-বোনেরা পাবেন 1500/- টাকা প্রতি মাসে! রাজ্য সরকারের ঘোষণা ঘিরে হইচই

NMMSS স্কলারশিপের আবেদন পদ্ধতি

আপনি যদি এই বৃত্তির জন্য নিজের আবেদন জমা করতে চান তাহলে আপনাকে নিম্নলিখিত ধাপগুলি মেনে চলতে হবে। স্টেড বাই স্টেপ সেগুলি উল্লেখ করা হলো। ১) সবার প্রথমে শিক্ষার্থীকে জাতীয় বৃত্তি পোর্টাল বা NSP-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২) এরপর যখন আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে, তখন আপনি ন্যাশনাল মিনস-মেরিট কাম স্কলারশিপ (NMMSS)-এর জন্য আবেদন করতে পারবেন।

আপনার আবেদন প্রক্রিয়া যাচাই করা হবে দুই পর্যায়ে। প্রথমে স্কুলের স্তরে ইনস্টিটিউট অফিসার এবং পরে জেলা অফিসার আবেদন যাচাই করবে। এই স্কলারশিপের আবেদন জমা করা যাবে চলতি মাসের ৩১ তারিখের মধ্যে। অর্থাৎ, NMMSS স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আগ্রহী শিক্ষার্থীর এপ্লিকেশন করার সময়সীমা হল ৩১ অক্টোবর, ২০২৪ তারিখ। তাই আর দেরি না করে চটপট নিজের আবেদন জমা করুন। আর কেন্দ্রীয় সরকারের এই স্কলারশিপের সুবিধা পেয়ে যান।