Sahakar Taxi: মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কেন্দ্র চালু করছেন নতুন সহকার ট্যাক্সি পরিষেবা! কম খরচে যাতায়াত করতে পারবেন
Central Government Sahakar Taxi Service
বর্তমানে চারিদিকে দাপিয়ে বেড়ায় ওলা, উবের। তবে তাদের সঙ্গে পাল্লা দিয়েই কেন্দ্র চালু করছে নতুন সহকার ট্যাক্সি পরিষেবা (Sahakar Taxi). বিশেষ করে সমাজের দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের যাতায়াতের সুবিধার জন্য এই পরিষেবা চালু করা হয়েছে। এখন প্রশ্ন হল, কিভাবে এই ট্যাক্সি বুক করা যাবে? কিভাবে মিলবে সুবিধা? আসুন এই বিষয়ে দেখে নেওয়া যাক বিস্তারিত।
Central Government Sahakar Taxi
ভারতবাসীর জন্য সুখবর। দেশজুড়ে এবার চালু হতে চলেছে নতুন এক সরকারি ট্যাক্সি পরিষেবা। যাকে বলা হচ্ছে ‘সহকার ট্যাক্সি’ (Sahkar Taxi). বিশেষ করে প্রাইভেট ট্যাক্সি যেমন ওলা উবেরের বিকল্প হিসেবে এই পরিষেবা দ্রুত নিয়ে আসতে চলেছে ভারত সরকার। এতে বিশেষ করে লাভ হবে চালক দের। তাঁদের লাভ হবে সরাসরি কারণ এক্ষেত্রে বড় কোম্পানির পকেটে টাকা যাবে না।
এই ট্যাক্সি পরিষেবায় কি সুবিধা হবে?
এই অ্যাপের মাধ্যমে যেমন সুবিধা পাবেন চালক ঠিক তেমন ভাবেই উপকার পাবেন আমজনতা। এই অ্যাপ থেকে ২-হুইলার, অটো ও ৪-হুইলার ট্যাক্সির বুকিং-এর সুবিধা পাবেন। গত ২৭ মার্চ এই প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, এখানে গ্রাহকরা পাবেন সাশ্রয়ী মূল্যে উন্নত পরিষেবা। যার দ্বারা সরাসরি লাভবান হবে চালক রা। কেন্দ্রের এই সরকারি ট্যাক্সি পরিষেবায় কম খরচে যাত্রা করা যাবে। আপনারা এই সরাসরি সরকারের অ্যাপ থেকেই সরাসরি ট্যাক্সি বুকিং করতে পারবেন। এক্ষেত্রে চালকদের কোন রকম কমিশন দিতে হবে না। ২৪ ঘন্টা সার্ভিস মিলবে ও লোকাল ভাষায় তথ্য পাওয়া যাবে।
আরও পড়ুন: ফ্রিতে UPI Transaction-এর দিন শেষ! টাকা লেনদেন করলেই দিতে হবে চার্জ। কবে থেকে চালু হচ্ছে নতুন নিয়ম?
কেন এই অ্যাপ চালু করা হল?
বর্তমানে চারিদিকে দাপিয়ে বেড়াচ্ছে ওলা, উবের।রেপিডোর মত বেসরকারি কোম্পানি চালিত অ্যাপ গুলি। এই অ্যাপগুলি চালকদের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন নেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ২০ থেকে ৩০% পর্যন্ত কমিশন দিতে হয় ড্রাইভারদের। যার ফলে চালকদের লাভ কম হয়। আর এর ফলে ভাড়াও বেড়ে যায় দ্বিগুণ হারে যাত্রীদের উপর। তাই এই সমস্যার সমাধান করতে কেন্দ্র সরকার (Central Government) একটি ট্যাক্সি পরিষেবা অ্যাপ চালু করতে চলেছে, যেখানে কোন কোম্পানি মধ্যমনি হবে না, হাত থাকবে না।
কিভাবে বুক করা যাবে এই ট্যাক্সি?
ইতিমধ্যে সরকারের তরফে জানানো হয়েছে যে, আগামী কয়েক মাসের মধ্যেই চালু হবে কেন্দ্রের এই সরকারি ট্যাক্সি পরিষেবা। এ বিষয়ে অমিত শাহ বলেছেন, সারাদেশে ২-হুইলার, অটো ও ৪-হুইলার ট্যাক্সি রেজিস্ট্রেশন খুব শীঘ্রই শুরু হবে। শুধু তাই নয়, এর পাশাপাশি একটি নতুন সহযোগী বীমা সংস্থা গঠনের কথাও বলা হয়েছে। কিভাবে এই ট্যাক্সি বুক করা যাবে তাও খুব শীঘ্রই জানা যাবে।
আরও পড়ুন: ছেলেরা পাবে ১০০০০ টাকা লাডলা ভাই যোজনায়। রাজ্য সরকারের নতুন সরকারি প্রকল্প
যেমনটা জানা যাচ্ছে, এই পরিষেবার মাধ্যমে ২-হুইলার, অটো ও ৪-হুইলার ট্যাক্সির বুকিং এর সুবিধা থাকবে। পাশাপাশি কম খরচে যাত্রা করা যাবে এবং সরাসরি সরকারের অ্যাপ থেকেই ট্যাক্সি বুকিং এর সুবিধা পাওয়া যাবে। চালকদের কোন রকম কমিশন দিতে হবে না। সব থেকে বড় ব্যাপার, লোকাল ভাষায় তথ্য পাওয়া যাবে এবং ২৪ ঘন্টা সার্ভিস থাকবে।
সরকার জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই সরকারি ট্যাক্সি পরিষেবা চালু করা হবে। অমিত শাহ বলেছেন, সারাদেশে ২-হুইলার, অটো ও ৪-হুইলার ট্যাক্সি রেজিস্ট্রেশন খুব শীঘ্রই শুরু হবে। এর পাশাপাশি একটি নতুন সহযোগী বীমা সংস্থা গঠনের কথাও বলেছে। আর এই বীমা সংস্থা চালকদের বীমা সুরক্ষা দেবে, যেখানে বেসরকারি কোম্পানিগুলির কোন রকম হাত থাকবে না।
উপসংহার: কেন্দ্রের তরফে এই সরকারি ট্যাক্সি (Government Taxi) পরিষেবার সুবিধা নিতে পারেন আপনিও। এই বিষয়ে আরো ডিটেলস পেয়ে যাবেন অনলাইনে। বুকিং করার সময় অবশ্যই সমস্ত তথ্য দেখে নিন।