Government Employees DA

সরকারি কর্মীদের জন্য আবার সুখবর। দীর্ঘদিন ধরে এই বকেয়ার জন্য অপেক্ষায় ছিলেন সকল সরকারি কর্মীরা। তবে সরকার কর্মীদের বকেয়া ডিএ (Government Employees DA) নিয়ে নতুন করে কোন ঘোষণা করেনি। আর তার জন্য দিনের পর দিন অপেক্ষায় ছিলেন সরকারি কর্মীরা। তবে এবার দীপাবলীর আগে খুশির খবর পেতে চলেছেন সবাই। এখন আপনারা ভাবছেন, নতুন করে কোন খুশির খবর মিলবে? আসলে সরকারি কর্মীরা বকেয়া ডিএ পাবেন খুব শীঘ্রই। দীপাবলি মরশুমে বকেয়া ডিএ নিয়ে নতুন আপডেট সামনে আসছে। কবে মিলবে বকেয়া? এই সম্পর্কিত নতুন আপডেট জানতে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিন।

Government Employees DA Update

উৎসবের মরশুমে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র। বছরের শুরুর দিকে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছিল সরকারি কর্মীদের (Government Employees DA). সেই সময়ের ডিএ সংশোধনীর ফলে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা পৌঁছোয় ৫০ শতাংশে। আর এই সংশোধনীর পর থেকে সকল সরকারি কর্মীদের অপেক্ষা ছিল,‌ হয়তো খুব শীঘ্রই আবার ডিএ বাড়াবে সরকার। বছরের লোকসভা নির্বাচনের সময় সরকারি কর্মীদের আশা ছিল, কেন্দ্রীয় সরকার কর্মীদের আশাপূরণ করতে মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রের সিংহাসনে আসীন হওয়ার পর থেকে অষ্টম বেতন কমিশন ও মহার্ঘ ভাতা নিয়ে একাধিক আপডেট সামনে এসেছে। যদিও সেই সময় মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়নি। চলতি বছরের দুর্গাপুজোর পর কেন্দ্র ফের ডিএ সংশোধনীর ঘোষণা করে। যথারীতি এই ঘোষণার ফলে উপকৃত হলেন লক্ষ লক্ষ সরকারি কর্মী। চলতি বছরের দ্বিতীয় ডিএ সংশোধনীর পর কেন্দ্রীয় সরকার আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিয়ে পাচ্ছেন। উৎসবের আবহে মুখে হাসি ফুটেছে সকল সরকারি কর্মীর।

তিন শতাংশ ডিএ বৃদ্ধির পর আরও খুশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা। অতিরিক্ত টাকা আসছে সরকারি কর্মীদের পকেটে। আর এবার জানা যাচ্ছে যে DA নিয়ে নতুন অর্ডার জারি হয়ে গিয়েছে। যার ফলে সরকারি কর্মীদের খুশি ডাবল হয়ে গিয়েছে। কারণ এর অর্থ দীপাবলির আগেই হয়তো সকল সরকারি কর্মীদের অ্যাকাউন্টে মোটা টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি কি জানেন কত টাকা ঢুকতে পারে? আর সেটাই জানার জন্য আপনাকে পড়ে নিতে হবে আজকের এই সম্পূর্ণ প্রতিবেদন। তাই আর দেরি না করে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিতে হবে।

দীপাবলীতে লক্ষ্মীলাভ! ফের ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের! এবার কেন্দ্রের পথে হেঁটে DA বাড়াবে রাজ্য

দীপাবলির আগেই পাবেন বকেয়া ডিএ?

কেন্দ্রীয় সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির পর থেকেই অপেক্ষায় আছেন কবে বকেয়া DA-এর টাকা সকলের অ্যাকাউন্টে ঢুকবে। জানা যাচ্ছে, ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির জেরে কেন্দ্রের খরচ হবে অতিরিক্ত ৯৪৪৮ কোটি টাকা।‌ সূত্রের খবর, ইতিমধ্যেই একটি নতুন মেমো জারি করা হয়েছে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের তরফ থেকে DA বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে। আর তাতেই লেখা রয়েছে কবে থেকে সরকারি কর্মীদের ডিএ বাড়বে, কবে থেকে সেই টাকা তাঁদের একাউন্টে ঢোকানো হবে সেই সম্পর্কে। মোট কথা এই মেমো ডিএ সংক্রান্ত বিষয় ডিটেলসে জানিয়েছে।

রাজ্যের ডিএ মামলায় ঘুরে গেল মোড়! সামনে এল বড়সড় আপডেট! চাপে পড়ল সরকার?

ঠিক যেমনটা ঘোষণা করা হয়েছিল অর্থাৎ বিগত জুলাই মাস থেকেই জারি করা হবে নতুন মহার্ঘ ভাতা। এর অর্থ, মোট তিন মাসের জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর এই তিন মাসের বকেয়া ডিএ থাকছে। যা খবর পাওয়া যাচ্ছে, আগামী মাসের বেতনের সাথেই এই টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ঠিক কত টাকা পেতে চলেছেন? আর এই বিষয়টি একটি নির্দিষ্ট হিসেবের মাধ্যমে তুলে ধরা হলো।

সরকারি কর্মীদের অ্যাকাউন্টে কত টাকা বেশি ঢুকবে তার হিসাবে করার জন্য ধরে নেওয়া হল যে, একজন সরকারি কর্মীর বেসিক স্যালারি হল ১৮০০০ টাকা। সেক্ষেত্রে সংশোধনের আগে তাঁর ডিএ ছিল ৫০%. তবে এখন আরও ৩% হারে ডিএ বৃদ্ধি হয়েছে। বর্তমানে সবাই ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। আগের হিসেব অনুসারে ৯,০০০ টাকা ভাতা হবে ৯৫৪০ টাকা। অর্থাৎ প্রতি মাসে একজন সরকারি কর্মী ৫৪০ টাকা বেশি করে পাবেন। সেই অর্থে সেই সরকারি কর্মী তিন মাসের বকেয়া হিসাবে পাবেন (৫৪০ X ৩ = ১৬২০) টাকা‌। এই অতিরিক্ত টাকা ব্যাংকে ক্রেডিট হবে তাঁদের। অর্থাৎ বুঝতেই পারছেন দীপাবলীর আবহে খুশির খবর সকল সরকারি কর্মীদের জন্য।