Caste Certificate 2024: কেন্দ্রীয় সরকারের SC/ST/OBC সার্টিফিকেট বানাবেন কিভাবে? আবেদন পদ্ধতি ও বৈধতার নিয়ম একনজরে
ভারতবর্ষের বিভিন্ন সরকার সমাজের নির্দিষ্ট শ্রেণীভুক্ত মানুষদের সংরক্ষণ দেন। আর এই সংরক্ষণ পাওয়ার জন্য প্রয়োজন কাস্ট সার্টিফিকেটের। Caste Certificate বানানোর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে শুরু করে সরকারি চাকরি পাওয়ার পরীক্ষায় যোগ্যতা প্রমাণ, এমনকি বিভিন্ন পরীক্ষা-তে বসার জন্যও প্রয়োজন হয় কেন্দ্রীয় সরকারের কাস্ট সার্টিফিকেট(Caste Certificate). যদিও এখনো পর্যন্ত অনেকেই জানেন না কীভাবে এই সার্টিফিকেট(Caste Certificate) বানানো হয়।
আবার অনেকে এই সার্টিফিকেট বানানোর জন্য অনেক বেশি দৌড়ঝাঁপ করেন। কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতি জানেন, তাহলে খুব সহজেই নিজের জন্য কাস্ট সার্টিফিকেট(Caste Certificate) টি বানিয়ে নিতে পারবেন। তাই আজকে প্রতিবেদনে, আমরা আলোচনা করব কাস্ট সার্টিফিকেট SC/ST/OBC সার্টিফিকেট(Caste Certificate)-এর জন্য আবেদন পদ্ধতি, আবেদনের জন্য যে যে নথি প্রয়োজন সেই সমস্ত বিষয়ে বিস্তারিত বিবরণ। তবে আর দেরি না করে চটপট এই বিষয়ে জানা যাক।
ব্যাঙ্কের নিয়মে আমূল বদল! চালু হচ্ছে একগুচ্ছ নতুন নিয়ম! কোন নিয়মে বদল এল? অবশ্যই জেনে নিন
Caste Certificate | কাস্ট সার্টিফিকেট 2024
বর্তমানে সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের জন্য কাস্ট সার্টিফিকেটকে(Caste Certificate) বাধ্যতামূলক করেছে। যদিও সমাজের সকল শ্রেণীর মানুষ সরকারের সুযোগ সুবিধা পান। তবুও সংরক্ষিত শ্রেণীর মানুষদের জন্য অতিরিক্ত সুবিধা দেয় কেন্দ্রীয় সরকার। তাই আপনি যদি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে চান বিভিন্ন সরকারি চাকরি পাওয়ার জন্য আলাদাভাবে সংরক্ষণ পেতে চান, তাহলে কাস্ট সার্টিফিকেট (Caste Certificate) সম্পর্কে সমস্ত কিছু জানতে হবে।
তাই প্রথমেই কেন্দ্র সরকারের SC/ST/OBC তালিকা দেখে নিন, যেখানে আবেদনকারীর জাতি তালিকার অন্তর্ভুক্ত কিনা। তারপর জানবেন, যে জাতি বা সম্প্রদায় কেন্দ্র সরকারের SC/ST/OBC তালিকার অন্তর্ভুক্ত, কেবলমাত্র তারাই এই কাস্ট সার্টিফিকেট(Caste Certificate) বানানোর জন্য উপযুক্ত। বর্তমানে ভারতবর্ষে Scheduled Cast (SC), Scheduled Tribe(ST), Other Backward Tribe(OBC)-দের আলাদাভাবে সংরক্ষণ দেওয়া হয়। এই জাতিভুক্ত ব্যক্তিরা কাস্ট সার্টিফিকেট বানাতে পারবেন।
রোজভ্যালির টাকা পাঠানো শুরু হল! কিভাবে টাকা পাবেন? পদ্ধতি জেনে নিন
Caste Certificate Application 2024
কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য কিভাবে আবেদন জমা করবেন জেনে নিন।
- প্রথমে আপনাকে পঞ্চায়েত থেকে অথবা পৌরসভা থেকে সংগ্রহ করে নিতে হবে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্ট সার্টিফিকেট।
- আপনাকে কেন্দ্রীয় OBC সার্টিফিকেটের জন্য সংরক্ষ করতে হবে পঞ্চায়েত থেকে OBC ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
- এরপর আপনি একটি আবেদন পত্র পূরণ করবেন যেখানে পঞ্চায়েত প্রধান ও সেক্রেটারির সই করা থাকবে।
- এরপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি জমা করতে হবে BDO অফিসের BCW অনগ্রসর কল্যাণ অফিসে।
- এরপর আপনার আবেদনপত্রটি পাঠানো হবে SDO অফিসে। এই আবেদন বিবেচনা করে আপনার সার্টিফিকেট মঞ্জুর করা হবে। প্রসংগত, কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইন ওয়েবসাইট মারফতও আবেদন করা যায়।
Caste Certificate Important Documents
কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য কিছু ডকুমেন্ট জমা করতে হয়। আপনি কি কি ডকুমেন্ট জমা করবেন? কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য লাগে আপনার আধার কার্ড, রাজ্যের কাস্ট সার্টিফিকেট, আপনার পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ, SC/ST/OBC সার্টিফিকেট বানানোর প্রমাণ, এবং পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট।
Caste Certificate বৈধতা কতদিন থাকবে?
আপনি যখন কাস্ট সার্টিফিকেটের আবেদন জমা দেবেন, তার ১ থেকে ১.৫ সপ্তাহ পর BDO অফিস থেকে সংগ্রহ করে নিতে পারবেন কেন্দ্রীয় কাস্ট সার্টিফিকেট। আবার জরুরী প্রয়োজনে SDO অফিস থেকেও সংগ্রহ করা যেতে পারে কেন্দ্রীয় কাস্ট সার্টিফিকেট। এরপর আপনি জেনে নিন, এই সার্টিফিকেটের বৈধতা এক আর্থিক বছরের জন্য থাকবে। অর্থাৎ সার্টিফিকেট এর বৈধতা ১লা এপ্রিল থেকে শুরু হয়ে ৩১শে মার্চ পর্যন্ত বজায় থাকে।