TET পরীক্ষা হয়েও শান্তি নেই, হতে পারে মামলা! এক ঝাঁক অভিযোগ সামনে এলো, বিস্তারিত জেনে নিন।

দীর্ঘ প্রায় 6 বছর পর নানা রকম ওঠা পড়াকে সামলে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং প্রশাসনের একান্ত সহযোগীতায় অবশেষে আজ সম্পন্ন হল পশ্চিমবঙ্গের Primary TET পরীক্ষা। তবে পরীক্ষা দিতে যাওয়া থেকে শুরু করে পরীক্ষা শেষ পর্যন্ত বেশ কিছু বিষয় ঘটে গেল। এই প্রতিবেদনে তার বিস্তারিত আলোচনা দেখে নেওয়া যাক।

TET পরীক্ষা সফল, দাবী জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং পর্ষদ সভাপতি গৌতম বাবু।

রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে Primary TET পরীক্ষায় সফলতার জন্য বিশেষ ধন্যবাদ জানান পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। গোটা পশ্চিমবঙ্গের প্রশাসন ব্যবস্থাকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়কে আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পর্ষদের পাশে সর্বদা তিনি থেকেছেন। তিনি না থাকলে Primary TET পরীক্ষায় সফলতার কথাই ভাবা যেত না। তার প্রচুর কৃতিত্ব রয়েছে এক্ষেত্রে। দাবী করেছেন গৌতম বাবু।

সরকারের সমস্ত বিভাগ একসাথে কাজ করেছেন। সমস্ত বিভাগের মন্ত্রীদের তিনি বিশেষ ধন্যবাদ জানান। বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিবকে। টেট পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে নবান্নের বিশেষ মিটিং এর কথাও তিনি উল্লেখ করেন।

প্রত্যেক জেলার প্রধানদেরকে Primary TET পরীক্ষায় সফলতার জন্য তিনি ধন্যবাদ জানান। শিক্ষা বিভাগের সচিব মনিশ জৈন মহাশয়কে জানান কৃতজ্ঞতা। কলেজ, উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা সচিব সহ সমস্ত আধিকারীক সহ অন্যান্য অফিসারদের তিনি ধন্যবাদ জানান।

আরও ধন্যবাদ জানান, প্রধান সচিব, মুখ্য সচিব, পুলিশের সমস্ত কর্মকর্তাদের। প্রত্যেক জেলার আধিকারীক এবং এসপি, এডিজি, এডুকেশন অফিসার, বিডিও, ডিআই, এসআই সহ সকলকে জানান কৃতজ্ঞতা এবং অসীম শ্রদ্ধা।

সাংবাদিকদের বারংবার প্রশ্ন ছিল, পরীক্ষা কেমন হল? প্রশ্নের উত্তরে গৌতম পাল মহাশয় প্রত্যেক কর্মী যারা এই পরীক্ষার সাথে যুক্ত ছিলেন, সকলকে বিশেষ কৃতজ্ঞতা জানান এই Primary TET পরীক্ষায় সফলতার জন্য। সকলের সম্মিলিত প্রয়াসে এই টেট পরীক্ষা সফলতার সাথেই সম্পন্ন হয়েছে বলেই তার দাবী।

মিডিয়া হাউসকেও তিনি বিশেষ ধন্যবাদ জানান নতমস্তকে। এছাড়া তিনি বিচার ব্যবস্থাকেও তথা কোলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এর কথাও উল্লেখ করেন। তিনি আগস্টে ক্ষমতায় আসেন। এরপরেই ঢেলে সাজানোর চেষ্টা চালান।

তিনি আরও জানান, গত শুক্রবার, সুপ্রিম কোর্ট রাজ্যকে টেট নেবার সময়সীমা 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। অন্যদিকে ব্রাত্য বাবুর মন্তব্য, ফেক প্রশ্ন ছড়ানো হয়েছে রাজ্যে। তবে রাজ্যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় টেট পরীক্ষা সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে বলেই দাবি করেন ব্রাত্য বসু মহাশয়।

পরীক্ষার পরপর ফের জরুরী নির্দেশ পর্ষদের, দেখে নিন।

তবে বেশ কিছু অপ্রিতিকর ঘটনার সন্ধান পাওয়া গেছে। অনেকেরই পরীক্ষাকেন্দ্রের ঠিকানা ভুল থাকায় ছড়িয়েছে বিভ্রান্তি। পৌঁছতে দেরি হয়েছে পরীক্ষাকেন্দ্রে। আবার অনেক পরীক্ষাকেন্দ্রে বায়মেট্রিক অথেন্টিকেশনে হয়েছে সমস্যা।

এই বিষয়ে পরীক্ষার্থীদের মধ্যে বেশ ক্ষোভের সঞ্চার হয়েছে। সমস্যা এড়াতে সাদা কাগজে অ্যাটেন্ডেন্স নেওয়া হলেও তারা এক্কেবারেই এই বিষয়ে সন্তুষ্ট নন। তাদের দাবী যে, পরীক্ষাতে যখন সকলের জন্যই বায়োমেট্রিক ব্যবস্থা তথা Biometric Attendance System বা BAS রাখা হয়েছে, তখন তারা কেন এই BAS এর সুবিধা থেকে বঞ্চিত থাকবেন?

Primary TET Exam নিয়ে পর্ষদের ফের নজিরবিহীন সিদ্ধান্ত, পরীক্ষার্থীরা কনফিউসড। সঠিক জেনে নিন।

আডমিটে ভুল ঠিকানা তথা Wrong Address নিয়ে বেশ কিছু জায়গায় দেখা গেছে বিভ্রাট। অনেকেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন নি সঠিক সময়ে। এই নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছে বেশ কিছু জায়গায়। তবে সার্বিকভাবে এই টেট পরীক্ষা কেমন হয়েছে, তা আপনি আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button