Carbon Credit Card: পশ্চিমবঙ্গে চালু হচ্ছে কার্বন ক্রেডিট কার্ড। কি কি সুবিধা মিলবে? জেনে নেওয়া যাক

Carbon Credit Card In West Bengal

নতুন বছরে পশ্চিমবঙ্গ সরকার আবার নতুন উদ্যোগ নিল। এবার রাজ্যে চালু হচ্ছে কার্বন ক্রেডিট কার্ড (Carbon Credit Card). এই কার্ড চালু করে একদম চমকে দিল পশ্চিমবঙ্গ সরকার। এই কার্ড থেকে মিলবে বিভিন্ন ধরনের সুবিধা। কি কি সুবিধা মিলবে? আসুন জেনে নেওয়া যাক।

Carbon Credit Card In West Bengal

সাধারণত প্রত্যেক বছর রাজ্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে। বিভিন্ন সরকারি প্রকল্প রূপায়ণ হয়ে থাকে বাংলায়। প্রত্যেকটি প্রকল্পের (Government Scheme) উদ্দেশ্য হয়ে থাকে সাধারণ মানুষের উপকার সাধন। এর আগেই রাজ্য সরকার স্বাস্থ্য সাথী কার্ড চালু করে দরিদ্র সাধারণ মানুষের চিকিৎসা ক্ষেত্রে সহায়তা করেছে। ছাত্র-ছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করে তাঁদের স্বপ্নপূরণ সাহায্য করেছে।তবে এবার চালু হচ্ছে কার্বন ক্রেডিট কার্ড। নতুন এই কার্ড চালু করার উদ্দেশ্য কি? ঠিক কি কি সুবিধা মিলবে? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

কার্বন ক্রেডিট কার্ড চালু করার উদ্দেশ্য কী?

পশ্চিমবঙ্গ সরকার প্রধানত পরিবেশের কথা চিন্তা করে একটি বিশেষ উদ্যোগ নেওয়া গ্রহণ করেছে। নিঃসন্দেহে বলা যায় এই উদ্যোগ প্রত্যেক ব্যক্তিকে উপকৃত করবে। পশ্চিমবঙ্গ সরকার (WB Government) তরফে জানা যাচ্ছে, এই গ্রিন ক্রেডিট কার্ড চালু করবে রাজ্য পরিবেশ বিভাগ। আপনাদের সুবিধার্থে বিস্তারিত আজকের প্রতিবেদনেই উল্লেখ করা হলো।

আসলে কিছু ব্যক্তি যারা কিনা যুক্ত রয়েছেন পরিবেশ সেবার সঙ্গে, নিজেদের যুক্ত রেখেছেন প্রধানত তাঁদের পুরস্কৃত ও উৎসাহিত করার জন্য রাজ্য পরিবেশ বিভাগ তরফে চালু হচ্ছে এই গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু করবে বলে খবর।

ঠিক কি জানা যাচ্ছে? আসলে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক (এমওইএফসিসি) আয়োজিত “ফাইন্যান্সিং ইন্ডিয়াস গ্রিন ট্রানজিশন প্ল্যান অ্যান্ড অ্যাডাপটেশন নিডস” শীর্ষক পরামর্শ কর্মশালা থেকেই এই বিষয়ে জানা গিয়েছে। গ্রিন ক্রেডিট কার্ড প্রসঙ্গ উল্লেখ করে রাজ্য পরিবেশ বিভাগের সচিব অভিনব চন্দ্র বলেন, বাংলায় গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু হয়ে বাংলায় অনন্য কিছু করা হচ্ছে। তিনি বলেন, খুব শীঘ্রই চূড়ান্ত হবে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত রাজ্য কর্মপরিকল্পনা।

পশ্চিমবঙ্গে চালু হলো বাংলার পঞ্চায়েত অ্যাপ। কি কি সরকারি সুবিধা পাবেন, জেনে নিন

কারা পাবে গ্রিন ক্রেডিট কার্ড?

সূত্রের খবর, এই গ্রিন ক্রেডিট কার্ড প্রাথমিকভাবে পাবেন স্কুলের ইকো ক্লাবের সদস্য পড়ুয়ারা। এর উদ্দেশ্য হবে, চলমান গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার, প্লাস্টিকের ব্যাগ ব্যবহার এড়িয়ে চলা, নিয়মিত বাইসাইকেল ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ ও তার পুনর্ব্যবহার এবং আতশবাজি এড়ানোর মতো টেকসই যে অনুশীলন, সেগুলিকে উৎসাহিত করা।

গ্রিন ক্রেডিট কার্ডের সুবিধা কি কি?

যদি কোন ব্যক্তির কাছে গ্রিন ক্রেডিট কার্ড থাকে তাহলে সেই কার্ডের ক্রেডিট পরে পাওয়াও যাবে, প্রধানত ‘বড় শপিং অনলাইন প্ল্যাটফর্ম সহ বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলিতে পার্টনারদের মাধ্যমে। শুধু তাই নয় এদিকে, ইকো ক্লাবগুলির দায়িত্ব থাকবে সদস্যদের কার্বন ক্রেডিটের বিষয়টি নিয়ে। প্রধানত প্রতিটি ইকো ক্লাবের সদস্যদের কার্বন ক্রেডিট রেকর্ড করার দায়িত্বও দেওয়া হবে। জানা যাচ্ছে খুব শীঘ্রই এই কার্ড সকলের জন্য লাগু হবে।

আধার কার্ড থাকলেই পাবেন 50,000 টাকা। নতুন উদ্যোগ সরকারের। টাকা পেতে হলে কী করতে হবে?

সূত্রের খবর, সম্প্রতি গ্রিন ক্লাইমেট ফান্ড রেডিনেস প্রোগ্রাম’র আওতায় এই আয়োজন করে কেন্দ্রীয় পরিবেশ, বন, জলবায়ু বিষয়ক মন্ত্রক। অনুষ্ঠানে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থ। এই বিষয়ে তিনি বিস্তারিত জানান। তাঁর বক্তব্য ছিল যে, পরিবর্তন মোকাবিলা করা শুধু একটি পরিবেশমূলক অ্যাজেন্ডাই নয়। অবশ্যই উন্নয়নমূলক দিকেও সেটি অপরিহার্য। আর এর জন্য দরকার বাড়তি আর্থিক রিসোর্স।’

Related Articles

Back to top button