Dearness Allowance – পশ্চিমবঙ্গের ডিএ মামলায় বড় জয়। 4 সপ্তাহের মধ্যে সমস্ত বকেয়া DA মেটানোর নির্দেশ আদালতের।
বকেয়া ডিএ (Dearness Allowance) মামলায় রাজ্য সরকারের আবার হার আদালতে! রাজ্য সরকারের নির্ধারিত হারে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতার হাইকোর্ট। বকেয়া ডিএ সংক্রান্ত একটি মামলায়, বর্তমানে রাজ্য সরকার সরকারি নিয়মানুযায়ী সমস্ত কর্মচারীদের যে পরিমাণ Dearness Allowance দিয়ে থাকে, সেই নিয়মে DA প্রদান করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কোন মামলার ক্ষেত্রে এবং ঠিক কি নির্দেশ দিয়েছে, জেনে নিন।
Calcutta High Court Verdict on Dearness Allowance Case
দীর্ঘ ১৩ বছর কলকাতা হাইকোর্টে মামলা চলার পর মামলাকারী শিক্ষিকাকে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত।
ঘটনাটি ঠিক কি?
২০১০ সালে রেখা আগরওয়াল নামে এক শিক্ষিকা বড়বাজারের স্কুলে শিক্ষকতার কাজে যোগ দেন। সেখানে সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত শিক্ষক শিক্ষিকাই রাজ্য সরকারের নির্দিষ্ট হারে DA পেয়ে থাকেন। একইভাবে ওই শিক্ষিকা রেখা আগরওয়াল সরকারের কাছে নির্দিষ্ট নিয়মেই ডিএ পাওয়ার জন্য আবেদন করেন।
কিন্তু জেলা স্কুল শিক্ষা দপ্তরের তরফে ওই শিক্ষিকাকে জানানো হয়, যেহেতু তিনি নির্দিষ্ট বয়স পার করে স্কুলের চাকরিতে যোগ দিয়েছেন, তাই মহার্ঘভাতা (Dearness Allowance) তিনি পাবেন না। আর এরপরেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন ওই শিক্ষিকা। আদালত জেলা স্কুল শিক্ষা দপ্তরকে এই বিষয়টি পুনর্বিবেচনা করে দেখার জন্য নির্দেশ দেয়। কিন্তু তারপরেও জেলা স্কুল পরিদর্শক বিষয়টি নিয়ে আর কোনো উচ্চবাচ্য করেন নি।
পরবর্তীতে ২০১১ সালে শিক্ষিকা রেখা আগরওয়াল কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। বকেয়া DA এর দাবিতেই তিনি এই মামলা দায়ের করেন। এবার প্রায় ১৩ বছর পর ওই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রায় দেয়, আগামী ৪ সপ্তাহের মধ্যে জেলা স্কুল শিক্ষা দপ্তরকে শিক্ষিকা রেখা আগরওয়ালের বকেয়া DA সম্পূর্ণ মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকারের নির্দিষ্ট হারেই ওই শিক্ষিকার ডিএ মেটাতে হবে।
বকেয়া ডিএ সংক্রান্ত মূল মামলার আপডেট
এমনিতেই সরকারি কর্মচারীদের একাংশের সংগঠনের তরফে কেন্দ্রীয় হারে বকেয়া Dearness Allowance এর দাবিতে দীর্ঘদিন ধরেই অবস্থান বিক্ষোভ চলছে। এখনো পর্যন্ত সেই বকেয়া DA নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্রের হারে বকেয়া ডিএ চাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্র এবং রাজ্যের পলিসি আলাদা। রাজ্য সরকারের চাকরি করে কেন্দ্রের হারে বকেয়া DA দাবি করা যায় না।
আরও পড়ুন, সরকারি কর্মীদের বর্ধিত DA নিয়ে মিলল ইতিবাচক ইঙ্গিত, দেখে নিন ঠিক কি বললো রাজ্য সরকার।
প্রসঙ্গত, বকেয়া DA মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। মামলার শুনানি এখনো পর্যন্ত শুরু হয়নি। ৩ থেকে ৪ মাস এই শুনানি পিছিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। নভেম্বর মাস নাগাদ শুনানি হতে পারে। এখন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ সুপ্রিম কোর্টের শুনানির দিকেই তাকিয়ে রয়েছেন।
নিরাপদে টাকা ডবল করতে চাইলে নিশ্চিন্তে পোস্ট অফিসের এই স্কীমে টাকা রাখুন।
এদিকে পুজোর আগে এক দফা বকেয়া ডিএ পাওয়া যায় কিনা কার্যত সেই দাবিতে, আবার নয়া কর্মসূচীর সিদ্ধান্ত নিয়েছে। আবার গত সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র সরকারি কর্মীদের খুশি করতে প্রকল্পের টাকা দিয়ে DA দিয়ে সরকারি কর্মীদের খুশি করছে। ঠিক ভোটের আগেই Dearness Allowance ঘোষণা করে কেন্দ্র সরকার। রাজ্য সরকারি কর্মীদের প্রতি রাজ্য সরকার সংবেদনশীল। আর্থিক পরিস্থিতি ভালো হলে রাজ্যের কর্মীদের বকেয়া DA দিতে বাঁধা থাকবে না।