Business Idea – এই ব্যবসা করলেই মাসে 50000 টাকা নিশ্চিত আয়ের সুযোগ! ভাগ্য খুলে যাবে।

Business Idea কাজে লাগাতে পারলেই প্রতি মাসে ভালো টাকা আয়ের সুযোগ। তবে কিভাবে শুরু করবেন, কতই বা পুঁজি লাগে এই ব্যবসাতে, সমস্ত বিষয় জানতে যারা বিশেষ আগ্রহী – তাদের জন্যই এই প্রতিবেদন। তাহলে আর দেরি না করে এই নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখে নেওয়া যাক।

Business Idea কাজে লাগিয়েই দৈনিক আয় প্রায় 2 হাজার টাকা।

অনেকেই হয়তো প্রচুর পড়াশোনার পর বাড়িতে বসেই হয়তো চাকরির চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু অর্থের খুবই প্রয়োজন। কি করবেন তা ভেবেই পাচ্ছেন না। তারা আমাদের প্রতিবেদন দেখে আপনার জীবন ধারা পাল্টে দিতে পারেন। এই ধরণের Business Idea কাজে লাগাতে পারলেই সব কিছু বদলে যাবে। মাসে মাসে ভালো রোজগারের পথ খুলতে শুধু দরকার সাহস আর কর্ম দক্ষতা।

আজকে যে ধরণের Business Idea নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বাতাসা তৈরির ব্যবসা। এর চল বাজারে প্রচুর। চাহিদা থাকার ফলে এ ব্যবসায় লাভের পরিমাণ প্রচুর। এই ব্যবসাতে কাঁচামাল হিসেবে যা যা প্রয়োজন তা হলো চিনি, বেকিং সোডা, গুঁড়, ফুড কালার, জল, চিনি। এগুলি খুবই সহজলভ্য। তাই ব্যবসায় বেশ সুবিধা।

রাজ্যে আবাস যোজনার নতুন নিয়ম। না জানলে টাকা এসেও ফেরত চলে যাবে।

কোন মেশিনে কিভাবে তৈরি করবেন বাতাসা, জেনে নেওয়া যাক। এই বাতাসা তৈরির Business Idea অনুসারে আপনাকে কিনতে হবে একটি বাতাসা তৈরির মেশিন। বাজারে অনেক রকমের মেশিনের চল আছে যেগুলির মধ্যে প্রোডাকশনের পরিমানের ওপরে ভিত্তি করে দাম করা হয়ে থাকে। সেক্ষেত্রে 50 হাজার থেকেই এই মেশিন পাওয়া যাচ্ছে। তবে আরও দামী মেশিন থাকলেও প্রথমে ছোট করে শুরু করাই ভালো।

বাতাসা তৈরিতে যেহেতু খুবই অল্প জায়গার দরকার পড়ে, তাই এই ব্যবসা শুরু করা যায় নিজের বাড়িতেই। এর জন্য শুধুমাত্র 100-150 বর্গফুট জায়গা হলেই খুব ভালোভাবে শুরু করা যাবে এই ব্যবসা। আর এক্ষেত্রে আপনি নিজেও শুরু করতে পারেন এই ব্যবসা বা 1-2 জন কর্মচারী রেখেও একাজ শুরু করে দিতে পারেন আপনি। এক্ষেত্রে আপনি তো আয় করতেই পারবেন, সাথে সাথে আরও একজনের কর্মসংস্থানের সুযোগ করেও দিতে পারবেন।

ঘরে বসে ফ্রিতে APL রেশন কার্ড কে BPL Ration Card বানিয়ে ফেলুন অনলাইনে।

বাতাসা তৈরি করা খুব একটা কঠিন বিষয় নয়। তবে সব কাজ অবশ্যই ট্রেনিং নিয়ে শুরু করা ভালো। কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য আপনি যখন যখন মেশিন কিনবেন, সেই সময়ে আপনি কোম্পানির তরফ থেকে একটি ট্রেনিং অবশ্যই নিয়ে নেবেন। তাহলে আর দেরি কিসের! তবে যেকোনো ব্যবসায় লাভের মুখ দেখা সম্ভব তখনই যখন ব্যবসায় নিজের চেষ্টা আর সাহসের সমন্বয় করতে পারবেন। এমন আরও বিষয়ে জানতে দেখতে থাকুন আমাদের প্রতিবেদন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button