১০,০০০ টাকার মধ্যে সেরা 5 Smartphone. বাজেটের মধ্যে সেরা মোবাইল আপনার হাতের মুঠোয়

Best Smartphone list

আপনি নতুন স্মার্টফোন (Smartphone) কিনবেন বলে ভাবছেন? আপনার বাজেট ১০ হাজার টাকা? তার মধ্যেও চাইছেন ভালো ক্যামেরা, দুর্দান্ত স্টোরেজ ও ব্যাটারি পাওয়ার? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। এখানে উল্লেখ করা হলো সেরা পাঁচ মোবাইল ফোন যার দাম ১০,০০০ টাকার মধ্যে। নতুন স্মার্টফোন কেনার আগে অবশ্যই সেরা স্মার্টফোনের লিস্টে চোখ বুলিয়ে নিন।

Budget Friendly Smartphone List

১) সিম্ফনি জেড ২২

সিম্ফনি জেড ২২ স্মার্টফোনটি আসে ৬ দশমিক ৫২ ইঞ্চি স্ক্রিন নিয়ে। এটি AI কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর। ফোনটিতে ১৩, ২ ও ০ দশমিক ০৮ মেগা পিক্সেলের ৩টি ক্যামেরা রয়েছে। পাশাপাশি, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা ফোন টিতে পাবেন ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সহ আরও ১ দশমিক ৮ গিগাহার্টজ প্রসেসর। এই ফোনে ব্যাটারি পাওয়ার ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার এর। আর স্টোরেজ হল ২ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা। ফোনটির দাম ৮ হাজার ১৯০ টাকা।

2025 সালের বাজার কাঁপাচ্ছে সেরা 10 Smartphone। সাধ্যের মধ্যে দাম, চোখ ধাঁধানো ফিচার! দেখে নিন তালিকা

২) ভিভো ওয়াই ১ এস

ভিভোর একটি স্মার্টফোনের কথা না বললেই নয়।অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা ফোন। এই ভিভো ওয়াই১ এস মডেলের স্মার্টফোনটির স্ক্রিনের আকার হল ৬ দশমিক ২২ ইঞ্চি। ফোনটি দিচ্ছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা। ফ্রন্ট ও ব্যাক মিলিয়ে পাবেন ৫, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনটি পাওয়া যায় ২টি রঙে। ফোনটির দাম ৯ হাজার ৯৯০ টাকা।

৩) সিম্ফনি জেড ৩৩

এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা মডেল। এর স্ক্রিনের আকার ৬ দশমিক ৫২ ইঞ্চি। এই ফোনে ১ দশমিক ৮ গিগাহার্টজ গতির প্রসেসরে চলা ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সঙ্গে পাবেন ৩ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা। ফোনটির দাম ৮ হাজার ৯৯০ টাকা।

৪) ওয়ালটন প্রিমো এনএফ ফাইভ

এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা ৬ দশমিক ৮২ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোন। এতে রয়েছে পাওয়ার ভিআর জিই ৮৩০০ গ্রাফিকস। এর সঙ্গে ৩ গিগাবাইট র‍্যাম, আর ৩২ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ফ্রন্টে পাবেন ৮ এবং ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। একসঙ্গে ব্যবহার করা যাবে দুটি ফোর–জি সিম ফোনটি ৪টি রঙে বাজারে এসেছে। স্মার্টফোন টির দাম ৯ হাজার ১৯৯ টাকা।

১৫০০০ টাকার মধ্যে সেরা বাজেট স্মার্টফোন। কম দামে বেশি পারফরম্যান্স পেতে লিস্ট চেক করুন

৫) শাওমি রেডমি ৯ এ

এই ফোনটি ৬ দশমিক ৫৩ ইঞ্চি স্ক্রিনের শাওমি রেডমি ৯এ মডেল। ফ্রন্ট ও ব্যাকে রয়েছে ৫ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাওয়ার পাবেন। এর দাম হলো ৮ হাজার ৭৯৯ টাকা।

Related Articles

Back to top button