ভারতবর্ষে পাওয়া যাচ্ছে সবচেয়ে সস্তার Gaming Laptop! চমকে দেওয়ার মতো ফিচার! কেনার আগেই লিস্ট দেখে নিন
Budget Friendly Gaming Laptop
অনেকদিন ধরে Gaming Laptop কিনবেন বলে ভাবছেন? কিন্তু দামের কথা চিন্তা করে বারবার আটকে যাচ্ছেন তাই তো? এবার আর চিন্তার কারণ নেই। কারণ ভারতবর্ষেই পাওয়া যাচ্ছে বাজেটের মধ্যে গেমিং ল্যাপটপ। আর আপনি যে যে ফিচার চাইছেন, সবই রয়েছে এর মধ্যে। তাহলে আর দেরি কেন? চটপট দেখে নিন কোন কোন ল্যাপটপ পাওয়া যাচ্ছে আপনার বাজেটের মধ্যে (Gaming Laptop On Budget).
Best Gaming Laptop On Budget
গেমিং ল্যাপটপ কেনার আগে অবশ্যই আপনাকে প্রত্যেকটি ফিচার দেখে নিতে হবে। সেক্ষেত্রে ঠিক বাজেটের মধ্যে কোন গেমিং ল্যাপটপটি কিনতে পারবেন, তাও তালিকা ধরে মিলিয়ে নিন। আপনার যে বাজেট রয়েছে সে বাজেটের মধ্যে কোন কোন ল্যাপটপ পাওয়া যাচ্ছে আগের থেকে দেখে নিলে পরে গিয়ে সুবিধা হবে।
আরও পড়ুন: ১০,০০০ টাকার মধ্যে সেরা 5 Smartphone. বাজেটের মধ্যে সেরা মোবাইল আপনার হাতের মুঠোয়
১) MSI Bravo 15 Ryzen 5 4600H
এই গেমিং ল্যাপটপটির দাম হলো ৫৯,৯৯০ টাকা। এটি কিনতে পারবেন জনপ্রিয় অনলাইন স্টোর ফ্লিপকার্ট থেকে। এতে রয়েছে AMD Ryzen 5 4600H প্রসেসর। পাচ্ছেন ১৫.৬ ইঞ্চির একটি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই গেমিং ল্যাপটপে রয়েছে ৮ জিবি র্যাম, আর তার সাথে রয়েছে AMD Radeon RX 5500M GPU ও ৪ জিবি VRAM। এছাড়াও ৫১২ জিবি এসএসডি স্টোরেজ পাবেন।
২) Lenovo IdeaPad Gaming 3 10th Gen Intel Core i5
লেনোভোর এই নির্দিষ্ট গেমিং ল্যাপটপে রয়েছে 10th Gen ইন্টেল কোর আই৫ প্রসেসর। আপনি অ্যামাজন থেকে এই গেমিং ল্যাপটপটি কিনে নিতে পারবেন। এর দাম ৬৯,০০০ টাকা। পাচ্ছেন ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই গেমিং ল্যাপটপে রয়েছে Nvidia GeForce RTX 1650 GPU, ৪ জিবি VRAM এবং ১ টিভি এইচডিডি স্টোরেজ।
৩) Lenovo Legion 5 AMD Ryzen 5 4600H-
লেনোভোর এই গেমিং ল্যাপটপে ১৫.১ ইঞ্চির ডিসপ্লে পাচ্ছেন। এই ফুল এইচডি ডিসপ্লের রিফ্রেশ রেট হলো ১২০ হার্টজ। এই গেমিং ল্যাপটপে 4th Gen AMD Ryzen 5 4600H প্রসেসর পাবেন। সঙ্গে রয়েছে ৮ জিবি র্যাম। আপনি চাইলে র্যাম ১৬ জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। রয়েছে ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ এবং সঙ্গে ১ টিবি এইচডিডি স্টোরেজ। এছাড়াও, স্পেশ্যাল গ্রাফিক্সের জন্য এই গেমিং ল্যাপটপে Nvidia GeForce RTX 1650 GPU এবং ৪ জিবি VRAM রয়েছে।
আরও পড়ুন: 100 টাকায় কম খরচে Jio দিচ্ছে আনলিমিটেড পরিষেবা! দেখে নিন জিওর সেরা চার পপুলার প্ল্যান
৪) ASUS TUF A15 2021
আসুসের এই গেমিং ল্যাপটপটিও রয়েছে লিস্টে।এর দাম হলো ৬৫,৯৯৯ টাকা। রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। পাচ্ছেন ১৬ জিবি DDR4 র্যাম এবং Nvidia GeForce RTX 3060 GPU তার সঙ্গে এই ল্যাপটপটিতে ৫১২ জিবি NVMe SSD স্টোরেজ এবং ১ টিবি HDD স্টোরেজ রয়েছে।
৫) HP Victus 16
অ্যামাজন থেকে কিনে নিতে পারবেন এই গেমিং ল্যাপটপটি। এর দাম ৬৪,৯৯০ টাকা। ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন এইচপির এই গেমিং ল্যাপটপে। এখানে রয়েছে 5th Generation AMD Ryzen 5 5600H CPU। সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম। এই র্যাম এক্সপেন্ড করতে পারবেন ৩২ জিবি পর্যন্ত। এছাড়াও ৫১২ জিবি PCIe NVMe SSD স্টোরেজ পাচ্ছেন।
উপসংহার: এই প্রতিবেদনে কিছু বাজেটের মধ্যে গেমিং ল্যাপটপের ডিটেলস দেওয়া হলো। তবে আপনারা স্টোরে ভিজিট করে অথবা অনলাইন স্টোরেও ভ্যারাইটি পেয়ে যাবেন।