Prepaid Recharge Plan – প্রতিদিন মাত্র 2.14 টাকায় মিলছে ফ্রি কলিং, 3 GB ডেটা এবং 300 টি SMS অফার।
Prepaid Recharge Plan – কিসে? দেখে নিন তাহলে।
প্রতিটি ব্যক্তি এখন মোবাইল (Prepaid Recharge Plan) ছাড়া অচল। কারণ অফিশিয়াল টুকিটাকি থেকে পড়াশোনা, যোগাযোগ থেকে ব্যবসা, সমস্ত কিছুই নিমেষের মধ্যে চলে এই ফোন থেকে। আর সেই ফোনকে সচল রাখতে প্রয়োজন হয় রিচার্জের প্ল্যানের। কিন্তু প্রায় প্রতি মাসে যেভাবে রিচার্জ প্ল্যানের দাম বেড়ে চলেছে তাতে অনেক গ্রাহক তাদের পুরনো সিমের পরিষেবা ছেড়ে সস্তায় নতুন পরিষেবা পাওয়ার জন্য পোর্ট করাচ্ছেন।
সবাই জানেন গত বছর নভেম্বর মাসে প্রিপেড প্ল্যানের দাম (Prepaid Recharge Plan) বেড়েছিল ২০ শতাংশেরও বেশি। যার ফলে একাধিক গ্রাহক নতুন করে এসে যোগ দিয়েছে বিএসএনএল-এর সঙ্গে। কারণ দেশের সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের প্রিপেড প্ল্যানের দাম বৃদ্ধি করলেও বিএসএনএল তাদের সমস্ত পরিষেবার মূল্য একই রেখেছে এখনো পর্যন্ত।
আজ আলোচনা করতে চলেছি বিএসএনএল-এর (Prepaid Recharge Plan) এমন একটি প্ল্যান নিয়ে যেটির দাম মাত্র ১০৭ টাকা। কিন্তু চলবে অন্যান্য যে কোন কোম্পানি রিচার্জ প্ল্যানের থেকে। দেখুন তাহলে দেখে নেওয়া যাক প্ল্যানটির মাধ্যমে কি কি পরিষেবা দিচ্ছে বিএসএনএল।
অবশেষে রাজ্যে কয়েক হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি, বিস্তারিত জানতে ক্লিক করুন
BSNL-এর ১০৭ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান-
এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন ৫০ দিনের ভ্যালিডিটি (Prepaid Recharge Plan)। তার সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। তার সঙ্গে পাঠানো যাবে মোট ৩০০ টি এসএমএস। আর অবশ্যই থাকছে ৩ জিবি ডেটা ব্যবহারের সুযোগ। আর অতিরিক্ত অফার হিসেবে থাকছে বিনামূল্যে একাধিক অ্যাপের সাবস্ক্রিপশন।
সুতরাং বলা যায়, ৫০ দিনে ১৭০ টাকার হিসেবে গ্রাহকদের প্রতিদিন খরচ করতে হবে মাত্র ২.১৪ টাকা করে। তাহলে হল কিনা আজকের বাজারে সোনায় সোহাগা অফার। এমনই আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
ব্যাংক প্রায় দেউলিয়া, আর টাকা তুলতে পারবেন না এই চারটি সরকারী ব্যাংক থেকে, আপনার টাকার কি হবে
পোস্ট অফিসে কর্মী নিয়োগ, বেতন 63,200 টাকা, জানুন আবেদনের পদ্ধতি