Mobile Recharge – মাত্র 199 টাকা খরচ। বাম্পার সারা বছরের মোবাইল রিচার্জ প্ল্যান।
কয়েক মাস ধরে মোবাইল রিচার্জের দাম এত বেড়েছে, যার ফলে অনেকেই তাদের দ্বিতীয় সিম টি ফেলে দিয়েছেন। তবে নতুন এই Mobile Recharge Plan এ হয়তো সেই সিম টি আবার চালু করার সময় এসেছে। প্রসঙ্গত আগে ৩৬ টাকা Mobile Recharge করলেই সারা মাসে ৩৫ টাকা টক্টাইম এবং ১ মাসের ভ্যালিডিটি পাওয়া যেত। সেটা বেরে হয় ৩৯ টাকা, এরপর ৪৯, এরপর ৭৯ এরপর ৯৯, আর এখন ১৫৫টাকা এর নিচে কোনও কম দামের রিচার্জ প্ল্যান নেই। আর এই পরিস্থিতিতে নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ হলো।
BSNL Mobile Recharge Plan
বেসরকারি টেলিকম কোম্পানিগুলোর চাপে প্রায় হারিয়ে যেতে বসেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল। যেখানে বর্তমানে 5G পরিষেবা নিয়ে অন্যান্য টেলিকম কোম্পানিগুলির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে, সেখানে BSNL 4G পরিষেবা নিয়ে ভাবনা চিন্তা করছে। তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে বিএসএনএলকে ঘুরে দাঁড়ানোর জন্য বহু সাহায্য করা শুরু হয়েছে।
আর তার ফলে বিএসএনএল একটু একটু করে হলেও বেসরকারি টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে শুরু করেছে। এই মুহূর্তে বিএসএনএলের এমন দুটি রিচার্জ প্ল্যান রয়েছে, যেগুলো Jio, VI বা Airtel- এর মত বেসরকারি টেলিকম কোম্পানিগুলোকেও রীতিমতো টেক্কা দিতে শুরু করেছে। কারণ BSNL Mobile Recharge এর এই দুটি Mobile Recharge Plan হল বার্ষিক রিচার্জ প্ল্যান অর্থাৎ বছরে একবার রিচার্জ করুন, সারা বছর নিশ্চিন্তে আপনার ফোন ব্যবহার করতে থাকুন। একবার এই রিচার্জ প্ল্যান দুটি সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।
BSNL 2399 Rs Recharge Plan
একটি বার্ষিক প্রিপেইড রিচার্জ প্ল্যান। যেটি একবার রিচার্জ করলে সারা বছর নিশ্চিন্ত। ২৩৯৯ টাকার বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যান এর মধ্যে গ্রাহকেরা পাবেন 2GB করে Data, 100 SMS এবং Unlimited Voice Calling প্রায় এক বছরের ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে 730 GB Internet Data পাবেন গ্রাহকরা।
শুধু তাই নয়, বিএসএনএল এর এই প্ল্যানে সম্পূর্ণ বিনামূল্যে PRBT ব্যবহার করতে পারবেন। OTT ব্যবহারের সুবিধা পাবেন। EROS Now- এর সুবিধাও দেওয়া হচ্ছে। এছাড়া ১ মাসের জন্য Lokdhun পরিষেবা থাকছে। যদি সারা বছরের হিসাবে ধরেন তাহলে প্রতিমাসে ১৯৯ টাকা করে রিচার্জ করতে হচ্ছে।
আরও পড়ুন, আগামী 6 মাসে কম খরচে যেসমস্ত 5G স্মার্টফোন লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার্স জেনে নিন।
BSNL- এর 2999 টাকার Recharge Plan
আগের প্ল্যান এর মতোই এই প্যানটিও বার্ষিক প্রিপেইড রিচার্জ প্ল্যান। এর ভ্যালিডিটি ৩৬৫ দিন। এতে প্রতিদিন কাস্টমাররা 3GB Data, পাবেন। ১০০ টি করে SMS এবং Unlimited Voice Calling- এর সুবিধা পাবেন। সমগ্র Validity পিরিয়ডের মধ্যে ১০৯৫ জিবি ইন্টারনেট ডাটা পাবেন গ্রাহকেরা। হিসাব করলে দেখা যাবে, এই প্ল্যান এর জন্য প্রতিমাসে কম বেশি ২৫০ টাকার রিচার্জ করতে হচ্ছে।
What is the BSNL 28 day unlimited plan?
Recharge RS 187 and get 2 GB data and 100 SMS per day for 28 days.
What is the BSNL 6 month validity recharge plan?
Recharge 997 and get 180 day validity with 2GB Data and 100 SMS per day.
What is the BSNL 1 year validity recharge plan?
Recharge 1999 and get 365 day validity with 600 Data and 100 SMS/day.