recharge-plan ( রিচার্জ প্ল্যান )

চলতি মাসে বিভিন্ন টেলিকম সেক্টরগুলি যেভাবে Recharge Plan এর দাম বাড়াচ্ছে তাতে নাজেহাল দেশের সমস্ত মানুষ। শুধু মাত্র জিও কোম্পানি নয়, জিও কোম্পানির রিচার্জ বাড়ানোর পর পরই দেশের সমস্ত নামিদামি টেলিকম সেক্টরগুলি দাম বাড়াতে শুরু করে দেয়। এখন মানুষ এমন সিম কার্ড নিতে চাইছেন যেখানে তারা কম দামে রিচার্জ করাতে পারবেন।

BSNL Low Cost Recharge Plan & Offers

ঊর্ধ্বমুখী এই Recharge Plan তারা যেনো আর কোনো ভাবেই মেনে নিতে পারছেন না। মূল্যবৃদ্ধির বাজারে তারা রিচার্জ-প্ল্যানের এই মূল্য বহন করবেন কিভাবে তা ভেবেই অস্থির হয়ে যাচ্ছেন। এইদিকে রিচার্জ না করলেও একাধিক সমস্যা। কারণ এখন সমস্ত কাজই ফোন মারফৎ হয়। এই সবের মধ্যে BSNL সাধারণ জন গণের কাছে এখন আশার এক বড় আলো।

সবাই অধীর আগ্রহে BSNL এর জন্য অপেক্ষা করছেন। তাছাড়া BSNL ( Bharat Sanchar Nigam Limited ) হলো ভারত সরকারের অধিনস্ত কোম্পানি। সুতরাং এই কোম্পানি আম জনতার কথা মাথায় রেখেই যেকোনো পদক্ষেপ গ্রহণ করবেন বলে সকলের আশ্বাস।

অবশেষে গ্রাহকদের কথা মাথা রেখে রিচার্জের দাম কমালো Jio. সস্তার রিচার্জ প্ল্যান গুলো দেখে নিন।

এই আশা পূরণ করে BSNL তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বাম্পার অফার। এই টেলিকম সংস্থা তার রিচার্জ প্ল্যান তো বাড়ায়ইনি উপরন্তু এই মরশুমে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বাম্পার অফার। যেকোনো গ্রাহক BSNL সিমকার্ড বুক করলে তাদের কোম্পানির তরফ থেকে 50 থেকে 100 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। এছাড়া তারা এক মাসের জন্য সমস্ত পরিষেবা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

কোম্পানি জোর কদমে 4g পরিষেবার কাজও শুরু করে দিয়েছে। কিছু কিছু জায়গায় BSNL এর নেটওয়ার্ক ভালো না থাকায় কোম্পানি এই সমস্যা দূরীকরণের কাজও শুরু করে দিয়েছে। সম্প্রতি তামিলনাড়ুর একাধিক শহরে 4g পরিষেবা শুরু হয়ে গিয়েছে।

যেমন তামিলনাড়ুর পল্লিপেট, আথিপেড়ু, আর কে পেট, ভাঙ্গানুর, শ্রীকালিকাপুরম, বীরনাথুর, পোন্নেরি, এলএনটি শিপইয়ার্ড কাট্টুপল্লীর মতো শহর গুলিতে এখন BSNL 4g পরিষেবা খুব ভালো ভাবে উপলব্ধ। এছাড়া দেশের সমস্ত রাজ্যেই BSNL 4g পরিষেবা খুব শীঘ্রই শুরু হতে চলেছে।

এছাড়া BSNL বাকি শহরগুলিতে 147 টাকায় 30 দিনের রিচার্জ-প্ল্যান রেখেছে। যেখানে আপনারা 10জিবি পর্যন্ত ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। 197 টাকার রিচার্জ প্ল্যানটিতে আপনারা 70 দিনের জন্য 100 টি এসএমএস আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। সাথে পাবেন 18 দিনের জন্য 2জিবি 4g ডেটা। 397 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকেরা পাবেন 150 দিনের ভ্যালিডিটি।

397 টাকার প্ল্যানে প্রথম 30 দিন আপনারা আপনারা রেগুলার 2জিবি করে ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। এর পরে আসি দামী একটি রিচার্জ-প্ল্যানে। নার বৈধতাও অনেক বেশি। 797 টাকার এই রিচার্জ প্ল্যানটিতে আপনারা 300 দিনের বৈধতা পাবেন। যেখানে প্রথম 60 দিন আনলিমিটেড ভয়েস কল এবং 2 জিবি করে পর ডে ডেটা পাওয়ার সুবিধা যাবে।

নূন্যতম থেকে শুরু করে বেশি দাম অব্দি BSNL এর রিচার্জ-প্ল্যান রাখা হয়েছে। যাদের শুধুমাত্র ভয়েস কলের প্রয়োজন তারা থেকে শুরু করে যাদের দৈনন্দিন বেশি ডেটার প্রয়োজন তারাও অনায়াসে রিচার্জ করাতে পারবেন। কোম্পানির এই সিদ্ধান্তে আপনারা কতটা সুবিধাভোগী হলেন তা অবশ্যই নীচে কমেন্ট করে জানাবেন এবং এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট সুখবর বাংলায় চোখ রাখতে ভুলবেন না।
Written by Sathi Roy.