BSNL 4G Plan : এবার বাংলায় রাজ করবে BSNL 4G, 199 টাকায় পাবেন 4G আনলিমিটেড পরিষেবা, আম্বানীর মাথায় হাত।
BSNL 4G Plan : শীঘ্রই চালু হতে চলেছে বিএসএনএল 4g পরিষেবা, টুইটারে ঘোষণা কর্তৃপক্ষের। বিএসএনএলের 5G পরিষেবাও আর বেশি দূরে নেই, জানুন বিস্তারিত
এক এক করে দেশের তিন জায়গায় চালু হতে চলেছে বিএসএনএলের (BSNL 4G Plan) 4G পরিষেবা। এই বছরের শেষের দিকে মহারাষ্ট্রের পুনেতেও এই পরিষেবার সুবিধা সাবেক সাধারন মানুষ। সম্প্রতি টুইটারের মাধ্যমে সরাসরি প্রসঙ্গে উত্তর দিল এই রাষ্ট্রায়ত্ত সংস্থা।
সম্প্রতি এক ইউজার টুইটারে প্রশ্ন করেন পুনে তথা মহারাষ্ট্রে কবে বিএসএনএল 4g (BSNL 4G Plan) পরিষেবা চালু হতে পারে। সেই প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে দিয়েছিলেন কর্তৃপক্ষ টুইটারের মাধ্যমে জানায়, চলতি বছরের শেষদিকে পুনে সহ মহারাষ্ট্রের সকল মানুষ বিএসএনএলের উন্নত এবং দ্রুতগতির 4G পরিষেবা উপভোগ করতে পারবেন।
কোথায় কোথায় এই পরিষেবা লঞ্চ করা হবে –
আপাতত কেরল গুজরাট মহারাষ্ট্রের মধ্যে তিনটি রাজ্যে 4g পরিষেবা চালু করার সম্ভাব্য সময়ের কথা জানালো বিএসএনএল (BSNL 4G Plan)। এছাড়াও পশ্চিমবঙ্গেও খুব তাড়াতাড়ি 4g পরিষেবা চালু করার কথা ঘোষণা করল বিএসএনএল। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিএসএনএল ইতিমধ্যেই টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা TCS কে ফোরজি পরিষেবা চালু করার জন্য ৬,০০০ টি নতুন সাইটে 40W রেডিও স্থাপনের দায়িত্ব দিয়েছে।
চলতি বছরের আগস্ট মাসে কেরলের মোট চারটি জেলায় 4G (BSNL 4G Plan) পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করা হতে পারে। এরপর ডিসেম্বর মাস থেকে সরাসরি এই পরিষেবা পাওয়া সম্ভব হবে। 4G পরিষেবা চালু হলে বাজারে একাধিপত্য কায়েম করতে কতটা সক্ষম হবে বিএসএনএল-
অনেকেই জানেন না তবে বিএসএনএল (BSNL 4G Plan) ইতিমধ্যেই C-DoT এর সাথে যুক্ত হয়ে 5G NSA বা 5G নন স্ট্যান্ড অ্যালোন প্রযুক্তির বিকাশ ঘটিয়ে ফেলেছে। মনে করা হচ্ছে, ভবিষ্যতে 4G থেকে 5G তে নেটওয়ার্ক করতে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা বেশি সময় লাগবে না। যার ফলে অন্যান্য বেসরকারি সংস্থার সঙ্গেও বাজারে তাল মিলিয়ে নিজের আধিপত্য বজায় রাখতে সক্ষম হতে পারবে।
রিচার্জ সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে চোখ রাখুন এই ওয়েবসাইটে। অন্যান্য খবরের আপডেট পেতে হলে ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি।
Written by Manika Basak
পশ্চিমবঙ্গের কবে চালু করা হচ্ছে