Recharge Plan BSNL Prepaid

Recharge Plan BSNL Prepaid – জব্বর টেক্কা BSNL এর।

একদিকে যখন দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের (Recharge Plan BSNL Prepaid) দাম ২০ শতাংশেরও বেশি বাড়িয়েছে, তখন অন্যদিকে রিচার্জ প্ল্যানের দাম একই রেখেছে BSNL। একই মেয়াদে বিভিন্ন টেলিকম সংস্থা গ্রাহকদের বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে থাকে। কেউ ডেটা ব্যবহারের পরিমাণ বাড়ায়, তো কেউ দেয় আনলিমিটেড কলিংয়ের সুবিধা।

তবে সব ক্ষেত্রেই দেখা যায় BSNL এর থেকে দাম বেশ খানিকটা বেশি। সেই কারণেই এখন অনেক গ্রাহকেরা অন্যান্য টেলিকম সংস্থার সিম থেকে মোবাইল নম্বর পোর্টেবিলিটি করিয়ে BSNL এ (Recharge Plan BSNL Prepaid) নিয়ে এসেছেন। আজ আমরা আলোচনা করতে চলেছে BSNL এর ৩০ টাকার কমে দুটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান নিয়ে। আসুন তাহলে দেখে নেওয়া যাক কতগুলি প্ল্যান রয়েছে এবং তা থেকে কি ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে।

১) BSNL এর ২২ টাকার রিচার্জ প্ল্যান-
প্ল্যানটি মূলত ভ্যালি়ডিটি এবং ভয়েস ভাউচারের জন্য জনপ্রিয়। যে সমস্ত গ্রাহক শুধুমাত্র কলিংয়ের জন্য এবং লম্বা বৈধতার প্ল্যানের খোঁজ করেন তাঁদের জন্য এটি একেবারে পারফেক্ট। এই রিচার্জ প্ল্যান (Recharge Plan BSNL Prepaid) গ্রাহকরা পেয়ে যাবেন ৯০ দিনের ভ্যালিডিটি।

হাতে মাত্র 2 দিন, জানুন মোবাইল থেকে কিভাবে উচ্চমাধ্যমিকের ফলাফল

এছাড়া যে কোনও নেটওয়ার্কে কল করার জন্য খরচ হবে প্রতি মিনিটে মাত্র ৩০ পয়সা। তবে এই প্ল্যানটিতে পাওয়া যাবে না কোনও ডেটা, ফ্রি কলিং এবং ফ্রি এসএমএস এর সুবিধা নেই। এই সুবিধা পেতে হলে অতিরিক্ত রিচার্জ করতে হবে। (Recharge Plan BSNL Prepaid)

২) BSNL এর ২৯ টাকার রিচার্জ প্ল্যান-
এই প্ল্যানের ভ্যালিডিটি থাকে ৫ দিন। প্ল্যানটিতে এই ৫ দিনে মোট ২৫০ মিনিট কলিংয়ের সঙ্গে মোট ৩০০ টি এসএমএস পাঠানোর সুবিধা রয়েছে। এছাড়া পাওয়া যাবে মোট ১ জিবি ডেটা ব্যবহারের সুবিধা। (Recharge Plan BSNL Prepaid)

এবছর উচ্চ মাধ্যমিকে সবাই পাশ? কি জানালো সংসদ?

৩) BSNL এর ৪৪ টাকার রিচার্জ প্ল্যান-
৫০ টাকার কমে ৪৪ টাকার এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ২৬ দিনের বৈধতা এবং কলিংয়ের ক্ষেত্রে প্রতি ২ সেকেন্ডের জন্য খরচ হবে মাত্র ১.২ পয়সা করে। তবে পাওয়া যাবে না ফ্রি ডেটা, এসএমএস এবং ফ্রি কলিংয়ের সুবিধা। (Recharge Plan BSNL Prepaid)

তাহলে এখনই পছন্দ অনুযায়ী একটি রিচার্জ প্ল্যান বেছে নিয়ে করে ফেলুন রিচার্জ। এমনই আরও নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

LPG সিলিন্ডার নিয়ে নতুন পদক্ষেপ কেন্দ্রের, তবে কি এবার স্বস্তি পেতে চলেছে সাধারন মানুষ!