টেলিকম অফারে জিও, এয়ারটেল নাকি ভোডাফোন – কারা দিচ্ছে সেরা অফার! দেখে নিন এখুনি।
টেলিকম জগতের সেরা অফার জানতে হলে দেখতেই হবে আজকের প্রতিবেদন। বর্তমানে টেলিকম জগতে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া কোম্পানির মধ্যে জোড় টক্কর। কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। প্রতিনিয়ত নতুন নতুন প্ল্যানের সমাবেশ দেখা যাচ্ছে কোন না কোন কোম্পানির ক্ষেত্রে। তবে আপনার জন্য কোন অফার নেওয়া সবথেকে বেশি লাভজনক, তা জেনে নেওয়া খুব দরকারি। নাহলে পরে মাথা চাপড়াতে হয়। দেরি না করে বিষয়গুলি জেনে নেওয়া যাক।
টেলিকম অফারে সেরার সেরা রিচার্জ প্ল্যান, জানলেই লাভ।
জিও নাকি এয়ারটেল নাকি ভি, কোন টেলিকম দিচ্ছে 84 দিনের রিচার্জে খরচ সবচেয়ে কম?
দেশের তিনটি জনপ্রিয় বেসরকারি টেলিকম সংস্থা হল জিও, ভি এবং এয়ারটেল। প্রতিটি টেলকোরই বিভিন্ন মেয়াদ যুক্ত একাধিক প্ল্যান রয়েছে। তবে এসবের মধ্যে 84 দিনের প্ল্যান গুলি গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়, কারণ এখানে প্রতি মাসে মাসে রিচার্জ করাবার ঝামেলা পোহাতে হয় না গ্রাহকদের, আবার হাজার টাকা খরচ করে 365 দিনের রিচার্জও এক সাথে করতে চান না অনেক গ্রাহক।
কিন্তু কোন টেলকোর রিচার্জ প্ল্যান সবচেয়ে সস্তা?
দেখে নেওয়া যাক। জিও 84 দিনের মেয়াদ যুক্ত জিওর সবচেয়ে কম দামি প্ল্যানের দাম 666 টাকা। এখানে গ্রাহকদের প্রতিদিন 1.5 জিবি করে ডেটা দেওয়া হয়। সাথে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি করে এসএমএসের সুবিধা পাওয়া যায়। পাশাপাশি মেলে সমস্ত জিও অ্যাপসের ফ্রি অ্যাকসেস।
এছাড়াও রয়েছে 719 টাকা এবং 1066 টাকার প্ল্যানও। দুটি প্ল্যানেই রয়েছে রোজ 2 জিবি করে ডেটা অফার করা হয় গ্রাহকদের। কিন্তু, 1066 টাকার প্ল্যানে গ্রাহকদের বাড়তি সুবিধা হিসেবে দেওয়া হয় এক বছরের জন্য ডিজ়নি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে। এয়ারটেলের কাছে তিনটি রিচার্জ প্ল্যান রয়েছে, যাদের মেয়াদ 84 দিন।
প্রথমত, 455 টাকার প্ল্যানে গ্রাহকদের দেওয়া হয় 6 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং মোট 900 টি ফ্রি এসএমএস সুবিধা। সাথে 1 মাসের জন্য প্রাইম ভিডিয়ো মোবাইল এডিশন, 3 মাসের জন্য অ্যাপোলো 24/7 ক্লিনিকের সুবিধা পাওয়া যায়। 719 টাকার রিচার্জ প্ল্যানে 1.5 জিবি করে দৈনিক ডেটার সাথে আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100 টি করে এসএমএস অফার করা হয়।
প্যান আধার লিংক সময়সীমা বাড়লেও ফাইন শুনলে চমকে যেতে হবে! বিস্তারিত জেনে নিন।
এছাড়াও রয়েছে 839 টাকার একটি রিচার্জ প্ল্যান। এখানে গ্রাহকদের প্রতিদিন 2 জিবি করে হাই-স্পিড ডেটার সুবিধার সাথে 719 টাকার প্ল্যানের সমস্ত সুবিধা পাওয়া যায়। ভোডাফোন এবং আইডিয়া বা ভি 84 দিনের মেয়াদ যুক্ত মোট তিনটি প্ল্যান আছে ভি এর। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্যাকটির দাম 459 টাকা।
সরকারের নতুন পেনশন প্রকল্প, পরিবারের আয় একটু কম হলেই মাসে মাসে টাকা পাবেন, আজই আবেদন করুন।
এই টাকা খরচ করলে গ্রাহকরা পাবেন 6 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং, মোট 1000 টি ফ্রি এসএমএস এবং ভিআই মুভিজ় ও টিভির ফ্রি অ্যাকসেস। এছাড়াও 719 এবং 839 টাকার আরও দুটি প্যাক আছে, যেখানে যথাক্রমে দৈনিক 1.5 জিবি এবং 2 জিবি ডেটা দেওয়া হয় গ্রাহকদের। সাথে 459 টাকার সমস্ত সুবিধা পাওয়া যায়।
Written by Parna Banerjee.