মাধ্যমিক পরীক্ষার স্টাডি প্ল্যান। প্রতি বিষয়ে 95% নাম্বার পেতে কিভাবে পড়বেন? জেনে নিন।
মাধ্যমিক টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। কারো ভালো, কারো মোটামুটি বা কারো খারাপ হতেই পারে এই,টেস্ট পরীক্ষা। তবে তার কোন রকম প্রভাব পড়বে না মাধ্যমিক পরীক্ষায়। তবে তার জন্য মেনে কোলতে হবে বেশ কিছু টিপস। আজকের আলোচনা আপনাদের জন্যই।
মাধ্যমিক 2023 পরীক্ষার জন্য টিপস মেনে এই 2 মাস ভালোভাবে কাজে লাগান।
এই কদিন কাজে লাগাতে পারলে মাধ্যমিক এর রেজাল্টে আসতে পারে বেশ বড় রকমের পরিবর্তন। তবে এখন এক্কেবারে সব কিছু ভুলে ডুবে থাকতে হবে বইয়ের মধ্যে। আমরা নিয়মিত আপনাদের জন্য অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর সাজেশন আপলোড করে থাকি। এর সাথে এই সব নিয়ম মেনে পড়লেই হবে বেশ ভালো সাফল্য।
তবে চলুন, জেনে নেওয়া যাক, মাধ্যমিক পরীক্ষার আগে কিভাবে করতে হবে পড়াশোনা অর্থাৎ, Plan for Madhyamik Exam – 2023. অনেকেই আছেন যারা 95-100% এর জন্য স্বপ্ন দেখছো। আবার অনেকে আছেন, যারা 80% নাম্বার পাবার আশায় আছেন। আজকের স্টাডি প্ল্যান থাকবে আপনাদের সবার জন্য। সুতরাং একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করলেই আসবে সফলতা।
এবারে বলবো, তাদের জন্য, যারা মাধ্যমিক টেস্ট পরীক্ষার আগে মোটামুটি প্রস্তুতি নিয়েছেন, সিলেবাস এক্কেবারে শেষ মুহূর্তে শেষ করেছেন। এবারে যেটা বলবো, রিভিশন এর ওপরে বেশি করে ফোকাস করতে হবে। এবারের এই 3 মাসের প্ল্যান দেওয়া হল।
এই ডিসেম্বরে মাধ্যমিক পরীক্ষার আগে, আপনার বইয়ের যেই অধ্যায় গুলো বাকি আছে সেগুলো আরো ভালো করে পড়ে ফেলতে হবে। কোন সাজেশন বা টেস্ট পেপারের পেছনে ছুটলে হবে না। শুধুমাত্র টেক্সট বুক, খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তৈরী করতে হবে।
এর পরের মাস, অর্থাৎ জানুয়ারী মাসে কি করতে হবে?
জানুয়ারির প্রথম 15 দিনে আবার রিভিশন করতে হবে। যারা 2 বার পারবে তারা 2 বার রিভাইস দেবে। আর যারা 1 বার পারবে তারা 1 বার রিভাইস দেবে। সাথে 2-3 টা করে টেস্ট পেপার সল্ভ করতে হবে।
তার মানে একই সাথে চলবে রিভাইস এবং টেস্ট পেপার সল্ভ। এবারে বলবো, কোন টেস্ট পেপার সল্ভ করলে ভালো? অনেকেরই কনফিউসন থাকে এই বিষয়ে। টেস্ট পেপার কোনটাই খারাপ নয়। টাই স্কুল থেকে যতদিন পর্যন্ত টেস্ট পেপার না দেবে, ততদিন পর্যন্ত এই টেস্ট পেপার গুলো সল্ভ করতে হবে।
স্কুলের টেস্ট পেপার দেবার সাথে সাথেই সেই টেস্ট পেপার সল্ভ করা শুরু করবে। সাথে রিভিশন চলবে। এবারে করতে হবে বিগত 5 বছরের প্রশ্নগলির সল্ভ। অর্থাৎ, 2022, 2020, 2019, 2018, 2017 সালের মাধ্যমিকের প্রশ্ন গুলির সমাধান।
এর ফলে নিজেদের মধ্যে তৈরী হবে প্রচুর কনফিডেন্স। আর সাথে সাথে যেই চ্যাপ্টার গুলির ওপরে একটু দুর্বলতা থাকবে, সেই চ্যাপ্টার গুলি ভালো করে দেখে নিতে হবে। এইগুলি বিষয় ধরে ধরে সল্ভ করে যেতে হবে।
এবারে জানুয়ারী মাসের প্ল্যানিং। এই মাস খুবই গুরুত্বপূর্ণ। বাড়িতে করবে রিভিশন আর টিউশন মাস্টারের কাছে করবে টেস্ট পেপার সল্ভ। কারণ এখন নতুন করে পড়ার তেমন কিছুই থাকার নয়। এই মাসে দৈনিক একটি করে পরীক্ষা দিতে থাকবে।
এখন টেস্ট পেপার সল্ভ করা কমিয়ে আবার অল্প অল্প করে পড়া বাড়াতে হবে। কারণ এই প্ল্যানিং অনুসারে চললে ইতিমধ্যেই আপনার অনেক গুলি টেস্ট পেপার সল্ভ করা হয়ে গিয়ে থাকবে। এবারে পরীক্ষা একেবারে নিকটে কলে এসেছে।
পড়াশোনার পাশাপাশি ছাত্র ছাত্রীরা রোজগার করার দারুন সুযোগ, যে কেউ পারবে।
অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা তৈরী করা সাজেশন আমরা ওয়েবসাইটে দিতে থাকবো সময়ান্তরে। সেগুলি দেখে দেখে প্রস্তুতি নিতে থাকুন। আর কোন মন্তব্য থাকলে অবশ্যই জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.
মাধ্যমিক বোর্ড কতৃপক্ষ ভালো প্রস্তুতি নিচ্ছেন।