Investment Plan: অল্প সময়ে টাকা জমিয়ে বড়লোক হতে চান? রইল সেরা 4 বিনিয়োগ বিকল্পের হদিস। রাতারাতি হবেন কোটিপতি
Best Investment Plans 2025
আজকালকার দিনে বিনিয়োগ (Investment) নিয়ে ভাবতেই হয়। কারণ, প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে এককালীন ভালো আমানত তৈরি করার স্বপ্ন দেখেন প্রায় প্রত্যেক মানুষ। বিশেষ করে ভবিষ্যতের জন্য টাকার সঞ্চয় করে রাখা জরুরী। যাতে আগামী দিনে টাকা-পয়সা নিয়ে কোন সমস্যা না হয়। বিনিয়োগের আগে অনেকেই বিশেষজ্ঞদের কাছ থেকে টিপস নিয়ে থাকেন। তবে জেনে রাখুন, সঠিক ভাবে টাকা সঞ্চয় করার সেরা চারটি বিকল্প সম্পর্কে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হলো।
আপনিও যদি সঞ্চয় নিয়ে ভেবে থাকেন, আর অল্প সময়ের মধ্যে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন তাহলে স্বল্পমেয়াদি বিনিয়োগ বিকল্পগুলি হতে পারে আপনার জন্য আদর্শ। এইরকমই চারটি বিনিয়োগ বিকল্প সম্পর্কে আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো। এখান থেকে ভালো রিটার্ন পাওয়া যায়। আপনি অল্প সময়ের মধ্যেই ভালো আমানত তৈরি করতে পারবেন।
Top 4 Investment Plans 2025
১) ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (Bank fixed deposits)
প্রথমেই বলা হবে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের কথা। যদি আপনি কড়া নিরাপত্তা নিয়ে ভাবেন আর তার পাশাপাশি নিশ্চিত রিটার্নের জন্যও
পরিকল্পনা করে থাকেন, তাহলে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট আপনার জন্য একটি ভালো বিকল্প। ব্যাংকে বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিট হয়।ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট দশ বছর পর্যন্ত উপলব্ধ হয়ে থাকে। তবে আপনি সাত দিন থেকে ১ বছর মেয়াদের ফান্ডও বেছে নিতে পারেন।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন? এই 5 টি বিষয় অবশ্যই খেয়াল রাখুন। নয়তো বিপদে পড়বেন
২) কোম্পানি ডিপোজিট (Company deposits)
দ্বিতীয় নম্বরে বলা হবে কোম্পানি ডিপোজিটের কথা। এটি অফার করে ৬ মাস থেকে শুরু করে ১ বছরের কম সময়ের মধ্যে স্বল্পমেয়াদী ফান্ড। তবে আপনি এখানে পাঁচ বছর পর্যন্ত মেয়াদের ফান্ডও পাবেন। তবে মনে রাখবেন, বিনিয়োগ করার আগে রেটিং ভালো করে পরীক্ষা করে নেওয়া উচিত।
৩) ডেট ফান্ড (Debt funds)
তৃতীয় নম্বরে বলা হচ্ছে ডেট ফান্ডের কথা। মোট ১৬টি বিভাগের মধ্যে, প্রায় পাঁচটি স্বল্পমেয়াদী ফান্ড। যদি আপনি কয়েক দিন থেকে শুরু করে এক বছর মেয়াদের ফান্ডে বিনিয়োগ করতে চান তাহলে বেছে নিতে পারেন ওভার নাইট ফান্ড (Overnight funds), লিক্যুইড ফান্ড (Liquid funds), স্বল্পমেয়াদি ফান্ড, অতি-স্বল্প মেয়াদী ফান্ড (Ultra-short duration funds) এবং মানি মার্কেট ফান্ড (Money market funds)। প্রত্যেকটি ফান্ডে একটি নির্দিষ্ট ম্যাচিওরিটির সময় দেওয়া হয়। যা হতে পারে ৩ মাস, কখনও ৬ মাস, কখনও ৯ মাস আবার কখনও ১২ মাস।
শেয়ার বাজারে বিনিয়োগ কিভাবে করবেন? নতুন বিনিয়োগকারীদের জন্য সহজ পরামর্শ
৪) পোস্ট অফিস (Post Office)
পোস্ট অফিস স্বল্পমেয়াদী বিনিয়োগ এবং এক বছরের মেয়াদী বিনিয়োগের জন্য অন্যতম সঠিক বিকল্প। এখানে একজন ব্যক্তি ১ বছরের জন্য ফান্ড জমা করলেও সার্বভৌম গ্যারান্টি পাবেন। আসলে পোস্ট অফিসে বিনিয়োগ করার কোনও সর্বোচ্চ সীমা নেই। এখানে সুদের রিটার্নও পাওয়া যায় বার্ষিক ভিত্তিতে।