Stock Market Investment – মাত্র 2 বছরে দশগুণ রিটার্ন! চোখ বন্ধ করে এই স্টকে টাকা রাখুন।

Best Share Market Stock Market investment

ভুলে যান ব‍্যাঙ্ক, পোষ্ট অফিসের স্কিম,টাকা রাখুন Stock Market Investmen প্রকল্পে, পাবেন ১০০০ শতাংশ রিটার্ন তবে Share market এ বিনিয়োগের আগে নিয়ম কানুন জেনে নিন। নইলে সব টাকা চলে যাবে। বিনিয়োগের কথা উঠলেই অধিকাংশ মানুষ ব্যাংক, পোস্ট অফিস বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের একাধিক প্রকল্পে বিনিয়োগ করেন। কিন্তু ব্যাংক বা পোস্ট অফিসের এই ধরনের প্রকল্পগুলিতে কটা টাকাই বা রিটার্ন পাওয়া যায়। যদি নিরাপত্তা বা নিশ্চিন্ত বিনিয়োগের কথা বলেন সে ক্ষেত্রে বিষয়টা আলাদা।

Advertisement

Stock market vs Share market

কিন্তু রিটার্নের কথা যদি ধরা যায়, তাহলে এখানে কিছুই নেই। বিনিয়োগের একটা অংশ শেয়ার বাজারে বিনিয়োগ (Share Market Investment) করার কথা ভাবতে পারেন। যদিও শেয়ার বাজার সম্বন্ধে সকলের সেই ধরনের ধ্যান-ধারণা বা জ্ঞান নেই। তবুও বিভিন্ন ধরনের পত্র-পত্রিকায় বা এই মুহূর্তে ডিজিটাল মিডিয়ায় শেয়ার বাজার সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নজর দিতে পারেন। কারণ যেখানে একটি ব্যাংক ৭ থেকে ৮ শতাংশ সুদ দিচ্ছে, সেখানে শেয়ার বাজারে এমনও কোম্পানি রয়েছে যারা ১০০ থেকে ২০০ শতাংশ রিটার্ন দিচ্ছে। আর শুধু ১০০ থেকে ২০০ শতাংশ রিটার্ন দেওয়া কোম্পানির কথা নয়, এখানে যে কোম্পানির শেয়ার বাজারের কথা বলা হবে, তারা ১০০০ শতাংশের বেশি রিটার্ন দিতে চলেছে।

Long Term Stock Market Investment

এবার ভেবে দেখুন, টাকা বিনিয়োগ করার পর যদি ৫০০ থেকে ১০০০% রিটার্ন পাওয়া যায় কিংবা কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি, তাহলে আপনার সামান্য টাকা বিনিয়োগে কত টাকার ফান্ড তৈরি হয়ে যেতে পারে। হ্যাঁ, সম্প্রতি এরকমই একটি কোম্পানির কথা জানা যাচ্ছে, যাদের শেয়ার বাজার গত দুই থেকে আড়াই বছরের মধ্যে জেটগতিতে বেড়ে গিয়েছে।

Ads
Home Loan - হোম লোন

Best Multibagger Stock 2023

Stock Market কোম্পানির নাম Mazagon Dock Shipbuilders Ltd.
Sensex Share Price – Mazagon Shipbuilders লিমিটেড এর শেয়ার 2.21 শতাংশ বেড়ে গত শুক্রবার ১৮৫৯.৯০ তে বন্ধ হয়েছে। যা এই মুহূর্তে সর্বোচ্চ ক্লোজিং লেভেল। বর্তমানে কোম্পানির মূলধন ৩৭৫৯০ কোটি টাকা।

Advertisement

Best Stock Market today

Nifty Share Price – গত ১ সপ্তাহে Mazagon Dock Shipbuilders-এর শেয়ার প্রায় ৯ শতাংশ বেড়েছে। সেখানে এক মাসের মধ্যে 58% বেড়েছে এই শেয়ার মূল্য। এক বছরের মধ্যে Mazagon লিমিটেডের শেয়ারের দাম ৫৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Advertisement

আরও পড়ুন, SBI-এর নতুন স্কিম। দেখতে দেখতে টাকা হবে ডবল, জানুন কোন স্কিম এটি।

Share market vs Fixed Deposit

Mazagon Shipbuilders Share Price VS Bank FD Rate
আজ থেকে প্রায় আড়াই বছর আগে অর্থাৎ 2020 সালের ডিসেম্বর মাসে Mazagon Shipbuilders লিমিটেডের শেয়ারে যদি কোনো ব্যক্তি ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ তার সেই শেয়ারের মূল্য বেড়ে দাঁড়াতো ১০ লক্ষ টাকায়। আর ঠিক একই সময়ে যদি কোনো ব্যক্তি ব্যাংকের এফডিতে ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন, তাহলে ৮% সুদের হার হিসেবে ২১৯০ টাকা রিটার্ন পেতেন।

Ads

আরও পড়ুন, জুলাই মাসে আরও 5 টি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো রিজার্ভ ব্যাংক, গ্রাহকের টাকার কি হবে?

Best stock investment

মাত্র ২ বছর আগে Mazagon শিপ বিল্ডার্স লিমিটেডের শেয়ার বাজার ছিল ২৬৩ টাকা। ৭ গুণ বৃদ্ধি পেয়েছে এই শেয়ার মূল্য। এই কোম্পানির শেয়ার ১৮৫ টাকা থেকে ১৮৬০ টাকায় যাত্রা শুরু করেছে

সতর্কতাঃ
শেয়ার মার্কেটে বিনিয়োগ বাজারজাত ঝুকি সাপেক্ষ। তাই না বুঝে বিনিয়োগ করবেন না। বিনিয়োগের আগে সমস্ত নিয়ম কানুন জেনে, ও ডকুমেন্টস পড়ে, প্রফেশনাল কারোর পরামর্শ নিয়ে বিনিয়োগ করার পরামর্শ রইলো।

সুখবর বাংলা

Leave a Comment

Advertisement