Money Making Tips: টাকা জমানোর গোপন টিপস। মাসে কত টাকা সঞ্চয় করলে আপনি বড়লোক হতে পারবেন? জেনে রাখুন সিক্রেট
Money Making Tips In 2025
বর্তমানে প্রত্যেকটা মানুষ সন্ধানে থাকেন কিভাবে নিজেদের অর্থ বৃদ্ধি করা যায় (Money Making Tips). কিভাবে সঞ্চয় বৃদ্ধি করা যায় এটা নিয়েও ভাবনা চিন্তা করেন প্রত্যেকটি মানুষ। আসলে যখন বেতন বাড়তে থাকে অনেক সময়ই দেখা যায় যে খরচও বাড়তে থাকে। আর সেই জন্য অনেকেই আগে থেকে সঞ্চয় (Investment) করতে পারে না। আর এটাই দেশের অধিকাংশ মানুষের অজুহাত। এই করে অনেকের সঞ্চয় করা হয় না। তবে সঞ্চয় প্রত্যেক মানুষের জন্যই খুব জরুরী। আজকের প্রতিবেদন আপনাদের জন্য। দেখে নিন সঞ্চয় করার নির্দিষ্ট কিছু টিপস।
Money Making Tips 2025
আপনার বেতন যাই হোক না কেন সেই বেতন থেকে অল্প অল্প করে সঞ্চয় করলে মাসের শেষে আপনার একটি আমানত তৈরি হবে। এখন যদি আপনি সঠিক ফর্মুলা মেনে সঞ্চয় করতে পারেন তবে নিশ্চিতভাবে লাখ লাখ টাকার সঞ্চয় করতে পারবেন। শুধু আপনাকে অপ্রয়োজনীয় খরচা কমাতে হবে। আর বুঝেশুনে সঞ্চয় করতে হবে। কত টাকার বেতনে কত টাকা সঞ্চয় করা জরুরী আসুন টাকা জমানোর টিপস আজকের প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক।
পোস্ট অফিসে টাকা ডবল হবে নতুন বছরে! এই সঞ্চয় প্রকল্প সম্পর্কে জানেন?
কত টাকা ইনকামে কত টাকা জমাবেন?
আপনার যদি মাসিক বেতন হয় ২০,০০০ টাকা তাহলে আপনি এই সূত্রটি মেনে চলুন। আপনার বেতন আসার সঙ্গে সঙ্গে, আপনি যে অংশটি সন্ধ্যায় করবেন সেই অংশটিকে স্থানান্তরিত করুন অন্য অ্যাকাউন্টে। আর যদি আপনার দ্বিতীয় অ্যাকাউন্ট না থাকে, তাহলে কিন্তু সঞ্চয়ের জন্য নির্ধারিত পরিমাণ অর্থ স্পর্শ করবেন না। এখানে মনে রাখা দরকার, আপনি আপনার অর্জিত অর্থ থেকে অন্ততপক্ষে ১০ শতাংশ সঞ্চয় করা উচিত।
এবার মনে করুন আপনার বেতন মাসে ৫০,০০০ টাকা। তাই যদি কারও বেতন প্রায় ৫০ হাজার টাকা হয়, সেক্ষেত্রে তিনি কিভাবে সঞ্চয় করবেন? জেনে রাখুন, প্রতি মাসে আপনি কত টাকা সঞ্চয় করবেন আর কোথায় বিনিয়োগ করবেন সেগুলি জেনে রাখুন। যদি কোনো ব্যক্তি প্রাইভেট চাকরি করেন তাহলে তাঁরা প্রতিমাসে বেতনের থেকে প্রায় ৩০ শতাংশ সঞ্চয় করবেন। নিয়ম বলছে, প্রতি মাসে আপনাকে অন্তত ১৫ হাজার টাকা বাঁচাতে হবে যদি আপনার ৫০,০০০ টাকা মাসিক ইনকাম হয়।
500 টাকা রাখলে হাতে পাবেন 1 লাখ। পোস্ট অফিসের এই স্কিম দিচ্ছে বছরের সেরা অফার।
এখন যদি আপনি প্রথম থেকে সঞ্চয় শুরু করেন তাহলে আপনাকে সঞ্চয় ১০ শতাংশ দিয়ে শুরু করতে হবে। কিন্তু, মনে রাখবেন প্রতি ৬ মাসে আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়াতে হবে। যতক্ষণ না সেই সঞ্চয় ৩০ শতাংশ মাসিক সঞ্চয়ে পৌঁছয়।প্রথম দিকে আপনাকে অনেক কম খরচ করতে হবে। সঞ্চয়ের দিকে বিশেষ করে মনোযোগ দিতে হবে। আর তারপর ধীরে ধীরে আপনার সঞ্চয় বাড়বে। আপনি বড় আমানতের সঞ্চয়ের অধিকারী হবেন।