Lottery Tips – লটারি জিতে কোটিপতি হওয়া খুব সহজ, যদি জানা থাকে বৈজ্ঞানিক কৌশল! দেরি কিসের, এখুনি দেখুন।
ভাগ্যে থাকলে ঠেকায় কে! লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করেছেন অনেকেই। আবার অনেকে লটারি কাটেন নিয়ম করে। তবে Lottery Tips বা সঠিক পদ্ধতি জানা না থাকায় অনেকেই দিনের পর দিন টাকা খরচ করে লটারি কাটছেন, অথচ ফল পাচ্ছেন না। আজ আপনাদের জন্য নতুন কিছু বৈজ্ঞানিক Lottery Tips নিয়ে আলোচনা করা যাক। এই পদ্ধতি মেনে লটারি কাটলে কে জানে, আপনিও হয়তো হয়ে যাবেন কোটিপতি। তবে চলুন, জেনে নেওয়া যাক Lottery Tips.
সঠিক পদ্ধতি, Lottery Tips জেনে টিকিট কাটলে ভাগ্যের বলে আপনিও হতে পারেন কোটিপতি।
আলোচনার আগে বলে রাখি যে, যেহেতু এই লটারি সক্রান্ত বিষয় সরাসরি আর্থিক বিষয়ে যুক্ত, তাই আমরা কখনোই আপনাদের এই বিষয়ে কোন রকম উৎসাহিত করি না। যা করবেন ভেবে চিন্তে নিজ দায়িত্বে করবেন। কোন রকম আর্থিক ক্ষতির স্বীকার হলে আমরা কোন ভাবেই দায়ী নই। এই বিষয়ে আপনার আগ্রহ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়।
অনেকেই হয়তো সময়ের অভাবে ভাবেন যে একটা নম্বর বাছাই করে নিলেই হলো। কিন্তু তাতে কি পুরষ্কার মিলবে? মিলতে পারে। তবে সম্ভাবনা অনেকটাই কম। তবে যদি আপনি আপনার ভাগ্যকে শক্তিশালী করতে চান, তাহলে নিজের কৌশল আর অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। লটারি জেতার মোক্ষম টিপস জানতে এবারে দেখে নেওয়া যাক বৈজ্ঞানিক কিছু টিপস।
অনেকেই জানেন না এই Lottery Tips. তবে লটারির টিকিট 5 নম্বরের হয়ে থাকে। ধরা যাক, কোনো লটারির টিকিট নম্বর ABCDE. তাহলে A, B, C, D, E হিসেবে সংখ্যাগুলি হল 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8,9 অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে যেকোনো সংখ্যা। এছাড়া Lottery Tips অনুসারে, লটারির টিকিটের প্রথম সংখ্যা অর্থাৎ ‘A’ কে হল ব্যাক নম্বর। দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা যথাক্রমে ‘BC’. এই সংখ্যা দুটিকে মিডল নম্বর বলা হয়। শেষের দুটি সংখ্যা ‘DE’ হল লাস্ট ডিজিট নম্বর। যেমন -কোনো লটারির টিকিট নম্বর 86382 হলে এক্ষেত্রে 8 হল ব্যাক নম্বর। 6 এবং 3 হল মিডল নম্বর, এছাড়া 8 এবং 2 হল লাস্ট ডিজিট নম্বর।
লটারি কাটার টিপস (Scientific Lottery Tips and Tricks) –
1) লটারি কাটার সময় বিশেষত যেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন সেটি হল লাস্ট ডিজিট নম্বর। এই দুটি নম্বরকে ভালোভাবে বাছাই করতে হবে। কিন্তু অনেকেই জানেন না লটারিতে লাস্ট ডিজিট নম্বর কীভাবে বাছবেন? মনে রাখতে হবে মিডল নম্বরের ঘরে যে দুটি সংখ্যা রয়েছে, তা দশ ঘর পর্যন্ত নম্বর এবং মিডিল নম্বরের বিপরীত নম্বরগুলোর দশ ঘরের মধ্যে থাকবে হবে।
যেমন – লটারির মিডল নম্বর হল 6 ও 4. সেক্ষেত্রে লাস্ট ডিজিট নম্বর মিডল নম্বরের দুটো সংখ্যা 6 ও 4 এর ভিত্তিতে দশ ঘরের মধ্যে অর্থাৎ 60-69 এবং 40-49 এর মধ্যে হতে হবে। এক্ষেত্রে টিকিটের মিডিল নম্বরের ভিত্তিতে বাছাই করা লাস্ট ডিজিট নম্বর হবে যথাক্রমে, 60-69 এর মধ্যে ও 40-49 এর মধ্যের সংখ্যা। আবার মিডল নম্বরের শেষ নম্বর বা 4 এর বিপরীত নম্বর হবে 9. তাই এই ঘরের সংখ্যা হবে 90-99. যেটিকে সেকেন্ড টার্গেট লাস্ট নম্বর হিসেবে ধরতে হবে।
সাপ্তাহিক রাশিফল (13-19শে মার্চ, 2023) – মেষ থেকে মীন, পার্ট-1 দেখে নিন।
এবার জেনে নেওয়া যাক লটারির টিকিটের বিপরীত নম্বর কোনগুলি কিভাবে চিনবেন?
1) 0 এর বিপরীত 5.
2) 1 এর বিপরীত 6.
3) 2 এর বিপরীত 7.
4) 3 এর বিপরীত 8.
5) 4 এর বিপরীত 9.
কৃষকদের একাউন্টে নগদ 12000 টাকা দিচ্ছে সরকার, এই মাসের মধ্যেই নাম লেখান।
2) এছাড়া লটারি টিকিট কাটার আগে যে বিষয়টি মনে রাখতে হবে, এই দশ ঘর বিশিষ্ট নম্বরগুলোর মধ্যে মিডলের শেষ নম্বর এবং লাস্ট ডিজিট নম্বরের শেষ নম্বরের বিয়োগফল 1 বা 0 বা 1 হতে হবে। যেমন – 6483 নম্বরের বিয়োগফল 1. 6484 নম্বরের বিয়োগফল 0.6485 নম্বরের বিয়োগফল 1 হবে। এভাবে রিসার্চ করে সিদ্ধান্ত নিয়ে কেটে ফেলুন লটারি। আপনিও হতে পারেন ভাগ্যবান বিজয়ী। ধন্যবাদ।
Written by Mukta Barai.