Best Investment Plan In India : অল্প সময়ে সবচেয়ে বেশি লাভ চান? টাকা রাখুন এইসব স্কিমে, রইল সুলুকসন্ধান
Best Investment Plan In India : এই সব স্কিমে টাকা রাখলে অল্প দিনের মধ্যে হবেন লাখপতি, জানুন বিস্তারিত
মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করতে হয় (Best Investment Plan In India)। বিশেষ করে বর্তমান দুর্মূল্যের বাজারে যখন চারিদিকে কাজের হাহাকার, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বেড়েই চলেছে প্রতিদিন, সাধারণ মানুষের জীবনযাপন করা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই সময়ে যে টাকা উপার্জন করছেন সেই টাকা কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভবান হবেন, এই প্রশ্নের জবাব জানার জন্য প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন।
আরও পড়ুন, জলের দামে শেয়ার বিক্রি LIC-র, ডুবতে বসেছেন পলিসি হোল্ডাররা
সাধারণভাবে আয়ের একটা অংশ অনেকেই ব্যাংক (Bank) বা ডাকঘরে (Post Office) বিনিয়োগ করে থাকেন (Best Investment Plan In India)। সেই সমস্ত জায়গায় কিছুটা হয়তো সুদ পাওয়া যায়, কিন্তু ভবিষ্যতে যখন টাকার দর আরো নিম্নগামী অবস্থায় পৌঁছে যাবে, ঠিক সেই সময়ে যে পরিমাণ টাকার প্রয়োজন হবে, এখন থেকেই সেই টাকা হাতে পাওয়ার লক্ষ্যে পরিকল্পনা তৈরি করে ফেলতে হবে। তাই আজ এই বিষয় নিয়ে একটু বিশদে আলোচনা করা হবে।
মেয়াদ শেষে মোটা টাকা আয় করার জন্য লগ্নিকারীরা দুটি মাধ্যমে মূলত বিনিয়োগ করে থাকেন।
1. পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)
2. মিউচুয়াল ফান্ড (Mutual Fund)
এই দুটোর মধ্যেও বেশ কিছু মিল আবার বেশ কিছু অমিল রয়েছে (Best Investment Plan In India)। প্রথমেই পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং মিউচুয়াল ফান্ড (MF) দুটোর পার্থক্য দেখে নেওয়া যাক –
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)
পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমানোর মূল লক্ষ্য সাধারণত হয়ে থাকে, অবসরকালীন সময়ে হাতে টাকা পাওয়া (Best Investment Plan In India)। এই অ্যকাউন্টের সবচেয়ে বড় সুবিধা হলো, আয়কর আইনের (Income Tax Act) 80c ধারায় এই অ্যাকাউন্টে বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত জমার উপরে ছাড় পাওয়া যাবে এবং অর্জিত যে সুদ তার ওপর কোনো কর বসবে না। ব্যাংকের কোনো স্থায়ী আমানতের চেয়ে এখানে বেশি সুদ পাওয়া যাবে। কেন্দ্র প্রতি তিন মাসের জন্য এখানে সুদের হার নির্ধারণ করে।
বর্তমানে PPF-এ 7.1 শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। নিয়মানুযায়ী পিপিএফ অ্যাকাউন্ট খোলার তৃতীয় থেকে ষষ্ঠ বছরের মধ্যে ঋণ পাওয়া যায়। 36 মাসের মধ্যে সেই ঋণ শোধ করতে হবে (Best Investment Plan In India)। 1973 সালের সরকারি সেভিংস ব্যাংক আইন অনুযায়ী কোনো আদালত কারো পিপিএফ অ্যাকাউন্ট এর টাকা বাজেয়াপ্ত করতে পারবে না। আবার যে সময় PPF Account খোলা হচ্ছে তার সাত বছর থেকে জমানো টাকার বেশ কিছুটা অংশ তুলে নেওয়া যায়। তবে ঋণ পাওয়া যাবে না। কোনো বৃহৎ অসুখের চিকিৎসা কিংবা উচ্চশিক্ষার প্রয়োজনে পাঁচ বছর পরে অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে টাকা তুলে নেওয়া যায়।
PPF- এর মূল সুবিধা
1. এই অ্যাকাউন্ট সরকার কর্তৃক সুরক্ষিত।
2. 80 C ধারায় আয়কর ছাড় পাওয়া যায়।
3. PPF A/C 500 টাকা দিয়ে শুরু করা যায়। 4. নির্দিষ্ট সুদের আয়।
Mutual Fund (MF) :
মিউচুয়াল ফান্ড সাধারণত পরিচালনা করেন ফান্ড ম্যানেজাররা (Best Investment Plan In India)। এখানে বহু বিনিয়োগকারীর থেকে টাকা নেওয়ার পরে মিউচুয়াল ফান্ড তৈরি করা হয়।
মিউচুয়াল ফান্ড এর সুবিধা হল:
1. উচ্চহারে রিটা
2. এককালীন এবং SIP দুইভাবেই এখানে বিনিয়োগ করা সম্ভব
3. পেশাদারদের দ্বারা পরিচালনা করা হয় এখানে অল্প পরিমাণে টাকা দিয়েও বিনিয়োগ শুরু করতে পারেন।
বিশেষজ্ঞরা (Expert) কি বলছেন:
অ্যাসোসিয়েশন অফ রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসার ( ARIA)-র সদস্যের কথায়, বিনিয়োগ করার সময়ে কি উদ্দেশ্যে বিনিয়োগ করা হচ্ছে এবং বিনিয়োগকারী কতটা ঝুঁকি নিতে প্রস্তুত, এই দুটো জিনিস মাথায় রেখে বিনিয়োগ করা উচিত (Best Investment Plan In India)। বিনিয়োগের সময় তার মেয়াদ কাল যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিনিয়োগের জন্য পিপিএফ এবং মিউচুয়াল ফান্ড দুটোই ভাল বিকল্প। পিপিএফ থেকে স্থায়ী আয় পাওয়া যায়। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে Equity, Debt, Gold এবং আরো অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের সুবিধা রয়েছে। সমস্ত বিবেচনা করে কোথায় বিনিয়োগ আদর্শ হবে সেটা বুঝে নিতে হবে।