Best Investment Plan 2022 : একবার বিনিয়োগ করলে তিন পুরুষ বসে খাবে। এমন সুযোগ আর পাবেন না।

Best Investment Plan 2022  : দূর্দান্ত সুযোগ! নববর্ষের শুরুতে লাখপতি হতে আজই বিনিয়োগ করুন।

সন্তানের উচ্চশিক্ষা হোক বা বয়সকালে (Best Investment Plan 2022) ভালোভাবে জীবন কাটানো, সবক্ষেত্রেই প্রয়োজন হয় অর্থের। তাই এই ধরণের সুবিধাগুলি পেতে অনেকেই এসআইপি- তে টাকা বিনিয়োগ করে থাকে। কারণ এতে টাকা বিনিয়োগ করলে কোনও ঝুঁকি থাকে না। এখানে টাকা বিনিয়োগ করে মাত্র ১০ বছরে লক্ষাধিক টাকার অধিপতি হওয়া সম্ভব।

আরও পড়ুন, প্রভিডেন্ট ফান্ড নিয়ে জারী হল বড় ঘোষণা

বর্তমানে সন্তানের উচ্চশিক্ষার কথা সকল পিতা- মাতা বা তার পরিবার ভেবে থাকেন। তাই উচ্চশিক্ষার জন্য প্রয়োজন হয় নির্দিষ্ট পরিমাণ টাকার (Best Investment Plan 2022)। অনেক পরিবার এমনও আছেন, যারা মাত্র কিছু টাকার বিনিময়ে সন্তানের উচ্চশিক্ষার কথা ভাবলেও বাস্তবে তা পূরণ করতে পারেন না। তবে মিউচুয়াল ফান্ডের এসআইপি- তে টাকা বিনিয়োগ করলে বিনিয়োগের ওপর কোনও রকম ঝুঁকি থাকে না। আর নির্দিষ্ট সময় শেষে পাওয়া যায় মোটা অঙ্কের টাকা। যা সন্তানের উচ্চশিক্ষার জন্য খরচ করা সম্ভব হয়।

প্রসঙ্গত, ধরা যাক কোনও ব্যক্তির সন্তানের বয়স ৮ বছর। সেই ব্যক্তি যদি আগামী ১০ বছরের জন্য টাকা বিনিয়োগ করেন (Best Investment Plan 2022)। তবে সন্তানের যখন ১৮ বছর বয়স হবে, সেসময়ে উচ্চশিক্ষার প্রয়োজনে টাকা খরচ করা সম্ভব হবে। এছাড়া বহু ব্যক্তি স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করে লাভের বদলে লোকসানও করে থাকেন। তবে এতে বিনিয়োগ করলে মোটা অঙ্কের টাকাই যে বিনিয়োগ করতে হবে, তা নয়।

বিনিয়োগকারী প্রতি মাসে অল্প পরিমাণ টাকাও বিনিয়োগ করতে পারবেন। কারণ এতে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিকীতে একবার টাকা জমা দেওয়ার সুবিধা পাবেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। মাত্র ১০ বছরেই ৫০ লক্ষ টাকার অধিপতি হওয়া সম্ভব হবে (Best Investment Plan 2022)। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে ট্রানসেন্ড ক্যাপিটালের ডিরেক্টর কার্তিক জাভেরি এ ব্যাপারে জানান, মাসিক এসআইপি- তে ১০ বছরের জন্য বার্ষিক ১২% হারে রিটার্ন পাওয়া যেতে পারে।

উল্লেখ্য, কার্তিক জাভেরি আরও জানান, কম মাসিক এসআইপি- তে কোনও বড়সড় লক্ষ্য পূরন করতে চাইলে বিনিয়োগকারী বার্ষিক ১৫% বা তার চেয়ে বেশি বিনিয়োগ করতে পারবেন (Best Investment Plan 2022)। টাকা বিনিয়োগ সম্পর্কে অপটিমা মানি ম্যানেজার্সের সিইও এবং এমডি পঙ্কজ মথপাল সংবাদ মাধ্যমে জানান, মিউচ্যুয়াল ফান্ডের এসআইপি- তে যে কোনও লক্ষ্যেই টাকা বিনিয়োগ করা যেতে পারে। তবে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিকীতে টাকা বিনিয়োগের ক্ষেত্রে মাসিক কিস্তি বাদ দেওয়া যাবে না।

আরও পড়ুন, নিজের বৃদ্ধ মা বাবাকে পাইয়ে দিন মাসে ৯৫০০ টাকা সরকারী পেনশন, কিভাবে আবেদন করবেন Good News.

আপনিও যদি কোনও ঝুঁকি ছাড়াই টাকা বিনিয়োগ করতে চান তবে মিউচ্যুয়াল ফান্ডের এসআইপি- তে টাকা বিনিয়োগ করতেই পারেন। যথাযথ নিয়ম মেনে বিনিয়োগ করলেই পাওয়া যাবে ১০ বছরে ৫০ লক্ষ টাকা। এই সম্পর্কিত অন্যান্য খবর পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button